/indian-express-bangla/media/media_files/2025/06/30/mohammed-siraj-india-2025-06-30-13-32-56.jpg)
Mohammed Siraj India: অনুশীলনের মাঝেই পেসার মহম্মদ সিরাজের সঙ্গে ঘটে গেল এক বিচিত্র ঘটনা
IND vs ENG Mohammed Siraj Viral Video: ইংল্যান্ডের বিরুদ্ধে ২ জুলাই থেকে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টের (India vs England) আগে টিম ইন্ডিয়া বার্মিংহামে জোরকদমে প্রস্তুতিতে ব্যস্ত। তবে এই কড়া অনুশীলনের মাঝেই পেসার মহম্মদ সিরাজের (Mohammed Siraj) সঙ্গে ঘটে গেল এক বিচিত্র ঘটনা। যে কারণে শিরোনামে টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার। কী এমন ঘটল যে রাতারাতি সিরাজকে নিয়ে শোরগোল পড়ে গেল?
কে ভাঙল সিরাজের ব্যাট?
নেট সেশনে ব্যাটিং প্র্যাকটিস করার সময় হঠাৎ সিরাজের ব্যাট ভেঙে যায়। প্রথমে তিনি বেশ বিরক্ত হয়ে বলেন, ‘আমার ব্যাট কীভাবে ভাঙল? কে ভেঙে দিল রে?’ তবে কয়েক সেকেন্ডের মধ্যেই তাঁর রাগ মিলিয়ে গিয়ে হাসিতে বদলে যায়। সিরাজ হাসিমুখে আবার প্র্যাকটিসে লেগে পড়েন। এই হালকা মজার মুহূর্ত গম্ভীর পরিবেশে কিছুটা স্বস্তি এনে দেয়।
আরও পড়ুন এজবাস্টনে ইংল্যান্ডকে কীভাবে ফাঁদে ফেলতে পারে ভারত? এই ৫ গেম প্ল্যানই মোক্ষম দাওয়াই
লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের রান করতেই হবে
লিডস টেস্টে লোয়ার অর্ডারের ব্যাটিং ভীষণ হতাশাজনক ছিল। তাই কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) আর ব্যাটিং কোচ সিতাংশু কোটাক এখন চাইছেন পেসাররাও ব্যাট হাতে অবদান রাখুক। সিরাজও এখন নিজের ‘টেলএন্ডার’ ভূমিকাকে গুরুত্ব দিয়ে ঘণ্টার পর ঘণ্টা ব্যাটিং অনুশীলন করছেন।
বুমরাহ বাইরে, সিরাজের কাঁধে গুরুদায়িত্ব
যেখানে একদিকে সিরাজ মজা করছেন, অন্যদিকে ভারতীয় শিবিরে চিন্তা বাড়াচ্ছে বুমরাহর (Jasprit Bumrah) ফিটনেস। ম্যানেজমেন্ট তাঁর ওয়ার্কলোড নিয়ে সতর্ক এবং আশা করা হচ্ছে তিনি এজবাস্টন টেস্টে বিশ্রাম নেবেন। গম্ভীর আগেই স্পষ্ট করে দিয়েছেন বুমরাহ পাঁচটি টেস্টে খেলবেন না।
আরও পড়ুন দ্বিতীয় টেস্টের আগেই এল 'সুখবর', এজবাস্টনে নামছে ভারতের ঘাতক পেসার
সিরাজকে সামলাতে হবে দুই দায়িত্ব
ফলে সিরাজের ওপর এখন দ্বৈত দায়িত্ব। তাঁকে শুধু উইকেটই নিতে হবে না, পেস আক্রমণের নেতৃত্বও দিতে হবে। যদিও প্রথম টেস্টে তাঁর পারফরম্যান্স খুব ভাল হয়নি। ৪১ ওভারে মাত্র দু’টি উইকেট পেয়েছিলেন। এবার তাঁর কাছ থেকে অনেক ভাল পারফরম্যান্সের প্রত্যাশা করছে টিম ম্যানেজমেন্ট।
বুমরাহর জায়গায় কে?
বুমরাহর জায়গায় কে খেলবেন তা নিয়েও চরম আলোচনা চলছে। প্রথমে মনে করা হচ্ছিল আকাশ দীপ বা আর্শদীপ সিংয়ের মধ্যে থেকে কেউ সুযোগ পাবে। তবে নেট সেশন দেখে স্পষ্ট যে দুই তরুণ পেসারই তেতে আছেন। অন্যদিকে বুমরাহ ও প্রসিদ্ধ কৃষ্ণকে প্র্যাকটিসে দেখা যায়নি, ফলে তাঁদের অনুপস্থিতির সম্ভাবনা আরও জোরালো হয়েছে।
আরও পড়ুন ইংল্যান্ডে জিততে হলে খেলাতে হবে এই ক্রিকেটারকে! সতর্ক করলেন মাইকেল ক্লার্ক