Team India 5 Game Plan: ইংল্যান্ডকে কীভাবে ফাঁদে ফেলা যায়? এই ৫ কৌশলেই বাজিমাত করবে ভারত

India vs England 2nd Test: ০-১ ব্যবধানে পিছিয়ে থাকা টিম ইন্ডিয়া যদি ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে কিছু নয়া রণকৌশল নিয়ে মাঠে নামে, তাহলে এজবাস্টনে ইংল্যান্ডকে ফাঁদে ফেলা সম্ভব।

India vs England 2nd Test: ০-১ ব্যবধানে পিছিয়ে থাকা টিম ইন্ডিয়া যদি ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে কিছু নয়া রণকৌশল নিয়ে মাঠে নামে, তাহলে এজবাস্টনে ইংল্যান্ডকে ফাঁদে ফেলা সম্ভব।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs England (1)

India vs England: পাঁচটি উপায়ে ভারত ইংল্যান্ডকে চাপে ফেলতে পারে

IND vs ENG 2nd Test Edgbaston 5 Game Plan: হেডিংলিতে হারের পরে এখন ভারতের সামনে ফিরে আসার সোনালি সুযোগ এসেছে। ০-১ ব্যবধানে (India vs England) পিছিয়ে থাকা টিম ইন্ডিয়া যদি ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে কিছু নয়া রণকৌশল নিয়ে মাঠে নামে, তাহলে এজবাস্টনে ইংল্যান্ডকে ফাঁদে ফেলা সম্ভব। চলুন জেনে নিই, ঠিক কোন পাঁচটি উপায়ে ভারত ইংল্যান্ডকে চাপে ফেলতে পারে।

Advertisment

স্পিনের চক্রব্যূহ

এজবাস্টনের পিচ সাধারণত পেসারদের অনুকূলে থাকে, তবে চতুর্থ-পঞ্চম দিনে স্পিনাররা প্রভাব ফেলতে পারেন। রবীন্দ্র জাডেজা আর কুলদীপ যাদবকে বেশি ওভার করিয়ে ইংল্যান্ডের আগ্রাসী ব্যাটসম্যানদের ফাঁদে ফেলা যেতে পারে। বিশেষ করে বাঁহাতি স্পিনাররা ইংল্যান্ডের ডানহাতি টপ অর্ডারকে বিপদে ফেলতে পারেন।

আরও পড়ুন দ্বিতীয় টেস্টের আগেই এল 'সুখবর', এজবাস্টনে নামছে ভারতের ঘাতক পেসার

Advertisment

পেসারদের প্রথম স্পেলেই ‘শিকার’ ধরতে হবে 

জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) আর মহম্মদ সিরাজকে নতুন বলে দ্রুত উইকেট নেওয়ার স্পষ্ট পরিকল্পনা রাখতে হবে। ইংল্যান্ডের ব্যাটসম্যানরা যেমন জনি বেয়ারস্টো আর জ্যাক ক্রলি শুরুতেই মারমুখী ভঙ্গিতে খেলেন। তাঁদের প্রথমেই আউট করতে হবে।

পন্থ-শুভমানে ভরসা ব্যাটিংয়ের ভিত্তি 

হেডিংলিতে ঋষভ পন্থের (Rishabh Pant) দুটি সেঞ্চুরি আর শুভমান গিলের (Shubman Gill) ফর্ম এই টেস্টে ভারতের মেরুদণ্ড হবে। প্রথম ইনিংসে বড় রান তুলে ইংল্যান্ডকে চতুর্থ ইনিংসে চাপে ফেলা জরুরি।

‘বাজবল’-এর বিরুদ্ধে ‘ধৈর্যের প্রাচীর’ 

ইংল্যান্ডের নতুন আক্রমণাত্মক কৌশল ‘বাজবল’-এর মোকাবিলায় ভারতের ধীর, নিয়ন্ত্রিত বোলিং আর শক্তিশালী ফিল্ড সেটিং রাখতে হবে। মিড-অন, মিড-অফ, ডিপ ফিল্ডার আর স্লিপ-কর্ডনের নিখুঁত সাজিয়ে ইংল্যান্ডের রানরেট থামানো সম্ভব।

আরও পড়ুন 'একটা নতুন অধ্যায়...', টেস্ট সিরিজের মাঝে এ কী বার্তা দিলেন ভারতের তারকা পেসার!

বার্মিংহামে খারাপ রেকর্ডই ভারতের শক্তি 

ভারত এজবাস্টনে এখনও পর্যন্ত কোনও টেস্ট জিততে পারেনি। ১৯৬৭ থেকে ২০২২ পর্যন্ত এখানে আটটি ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া, যার মধ্যে সাতটিতে হেরেছে আর একটি ড্র হয়েছে। প্রথম ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে থাকা ইংল্যান্ড জানে এই মাঠে ভারতের রেকর্ড ভাল নয়। সেক্ষেত্রে যদি তারা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়ে, তাহলে তারই ফায়দা তুলতে পারে গিল অ্যান্ড কোম্পানি।

Rishabh Pant Jasprit Bumrah Shubman Gill India vs England