/indian-express-bangla/media/media_files/2025/07/01/gautam-gambhir-and-shubman-gill-2025-07-01-18-05-11.jpg)
গৌতম গম্ভীর এবং শুভমান গিল
Indian Cricket Team: ভারত বনাম ইংল্যান্ড (India vs England) ৫ ম্য়াচের টেস্ট সিরিজ চলছে। এই সিরিজের দ্বিতীয় ম্য়াচটি বার্মিংহামের এজবাস্টনে আয়োজন করা হচ্ছে। সিরিজের প্রথম ম্য়াচটা হেরে টিম ইন্ডিয়া ইতিমধ্য়ে বেশ খানিকটা ব্যাকফুটে রয়েছে। যদি তারা বার্মিংহামে (IND vs ENG 2nd Test Match) জিততে পারে, তাহলে অবশ্যই এই সিরিজে সমতা ফেরাতে পারবে। তবে টিম ইন্ডিয়ার (Team India) পক্ষে কাজটা একেবারেই সহজ হবে না।
যদি শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল এই সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফেরাতে পারে, তাহলে এজবাস্টনে টিম ইন্ডিয়া কার্যত ইতিহাস রচনা করবে। কারণ ১৯৬৭ সালে ভারতীয় ক্রিকেট দল এই স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্য়াচ খেলতে নেমেছিল। তারপর থেকে টিম ইন্ডিয়া এই মাঠে আর একটাও ম্য়াচ জিততে পারেনি। আজ্ঞে হ্যাঁ, গত ৫৮ বছর ধরে টিম ইন্ডিয়া এই মাঠে প্রথম জয়ের অপেক্ষা করছে।
এজবাস্টনে টিম ইন্ডিয়ার রেকর্ড
বার্মিংহামের এই মাঠে টিম ইন্ডিয়া গত ৫৮ বছরে মাত্র আটটি ম্য়াচ খেলেছে। এরমধ্যে সাতটি ম্য়াচেই তারা হেরে গিয়েছে। একটি ম্য়াচ ড্র হয়েছিল। যে ম্য়াচটা ড্র হয়েছিল, সেটাও আবার ১৯৮৬ সালে খেলা হয়েছিল। যদি একবিংশ শতাব্দীর পরিসংখ্যান নিয়ে আলোচনা করা যায়, তাহলে ২০০১ সাল থেকে টিম ইন্ডিয়া এজবাস্টনে তিনটে ম্য়াচ খেলেছে। ২০১১, ২০১৮ এবং ২০২২। তিনটে ম্য়াচেই হেরে গিয়েছে টিম ইন্ডিয়া।
২০১১ সালে ভারতীয় ক্রিকেট দল এক ইনিংস এবং ২৪২ রানে হেরে গিয়েছিল। ২০১৮ সালে ৩১ রানে এবং ২০২২ সালে ৭ উইকেটে হেরে গিয়েছিল। এই মাঠে ভারতীয় ক্রিকেট দল তিনটে ম্য়াচ এক ইনিংসের ব্যবধানে হেরে যায়।
IND vs ENG : দ্বিতীয় টেস্টের আগেই এল 'সুখবর', এজবাস্টনে নামছে ভারতের ঘাতক পেসার
কীভাবে বৈতরণী পার করবেন গৌতম গম্ভীর এবং শুভমান গিল?
এজবাস্টনে টেস্ট ম্য়াচ জিতে যদি টিম ইন্ডিয়াকে ইতিহাস রচনা করতে হয়, তাহলে দলের রণনীতি এবং প্রথম একাদশে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করতে হবে। ওয়ার্ক লোডের কারণে দ্বিতীয় টেস্ট ম্য়াচে জসপ্রীত বুমরাহ খেলতে পারবেন কি না, তা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদি বুমরাহ একান্তই না খেলতে পারেন, সেক্ষেত্রে টিম ইন্ডিয়ার বোলিং আক্রমণ অনেকটাই দুর্বল হয়ে পড়বে।
এজবাস্টনে এখনও পর্যন্ত ১,৬৫৬ উইকেটের পতন হয়েছে। এরমধ্যে ১,১৮৫ উইকেট শিকার করেছেন পেস বোলাররা। এই পরিস্থিতিতে আশা করা যেতেই পারে, গিল-গম্ভীর এই ম্য়াচেও একজন স্পিনারকেই খেলাতে পারেন। বুমরাহের জায়গায় প্রথম একাদশে আসতে পারেন আর্শদীপ সিং। সেক্ষেত্রে মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণাকে বাড়তি দায়িত্ব গ্রহণ করতে হবে।
𝗛𝗮𝗿𝗱𝘄𝗼𝗿𝗸 𝗡𝗲𝘃𝗲𝗿 𝗦𝘁𝗼𝗽𝘀! 👌
— BCCI (@BCCI) July 1, 2025
Bowlers day out with the bat in #TeamIndia nets 👍 👍#ENGvINDpic.twitter.com/gBaCRspa7R
পাশাপাশি দলের লোয়ার অর্ডারকেও রান করার দায়িত্ব গ্রহণ করতে হবে। লিডস টেস্টের প্রথম ইনিংসে ভারতীয় ক্রিকেট দল মাত্র ৪১ রানের মধ্যে ৭ উইকেট হারিয়েছিল। দ্বিতীয় ইনিংসে ৩১ রানের মধ্যে ৬ উইকেট। এটা যে টিম ইন্ডিয়ার পরাজয়ের অন্যতম বড় কারণ, সেটা আর বলার দরকার নেই। শার্দূল ঠাকুরের জায়গায় নীতিশ কুমার রেড্ডিকে সুযোগ দেওয়া হয় কি না, এখন সেটাই দেখার।