India vs England: বুধবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্য়াচ (IND vs ENG 2nd Test Match)। লিডস টেস্টে পরাজয়ের পর ইতিমধ্যেই শুভমান গিলের (Shubman Gill) দল বেশ খানিকটা ব্যাকফুটে রয়েছে। এই পরিস্থিতে বার্মিংহাম টেস্ট ম্যাচটা টিম ইন্ডিয়া (Team India) যে কোনও মূল্যে জিততে চায়। কিন্তু, চাইলেই তো আর হল না! বার্মিংহাম টেস্ট জিততে হলে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) প্রথম একাদশে একাধিক পরিবর্তন করতে হবে। এমন দল তৈরি করতে হবে, যারা ইংল্যান্ডের ২০ উইকেটই শিকার করতে পারেন। এই ম্য়াচটি ভারতীয় সময় অনুসারে বেলা সাড়ে তিনটে থেকে শুরু হবে।
হেডিংলে টেস্ট ম্য়াচে শেষ দিন ইংল্যান্ডের সামনে জয়ের জন্য় ৩৭১ রান দরকার ছিল। কিন্তু, সেই ম্য়াচটা ইংরেজরা হাসতে হাসতে জিতে যায়। এই হারের ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট স্বীকার করেছিল যে কুলদীপ যাদবের অভাবেই এই ম্য়াচটা হাতছাড়া হয়েছে।
২ স্পিনার নিয়ে নামতে পারে ভারত
এই মাঠে ইংল্যান্ড বছর তিনেক আগে ৩৭৮ রানের টার্গেট তাড়া করে সিরিজ ড্র করেছিল। গত কয়েক বছরে কাউন্টি ক্রিকেটেও এই মাঠে রানের বন্যা দেখতে পাওয়া গিয়েছে। সেক্ষেত্রে দ্বিতীয় টেস্ট ম্য়াচে ভারতীয় স্পিনারদের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। ভারতীয় টিম ম্য়ানেজমেন্টকে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে রবীন্দ্র জাদেজাকে সাহায্য করার জন্য ওয়াশিংটন সুন্দরকে মাঠে নামাবে, নাকি উইকেট শিকারে অভ্যস্ত কুলদীপ যাদবকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ দেওয়া হবে।
India vs England: কেমন হবে এজবাস্টনের উইকেট, আদৌ ২০০ রান টপকাতে পারবে ভারত?
শার্দূলের জায়গায় সুযোগ পেতে পারেন নীতিশ কুমার রেড্ডি?
প্রথম টেস্ট ম্য়াচে শার্দূল ঠাকুরকে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে খেলানো হয়েছিল। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, বোলিং অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডিকে এই ম্য়াচে সুযোগ দেওয়া হতে পারে। কারণ প্রথম টেস্ট ম্য়াচে শার্দূল একেবারেই নজর কাড়তে পারেননি। কিন্তু, একটি মাত্র টেস্ট ম্যাচ বিচার করেই দল থেকে বাদ দেওয়া একেবারে অনুচিত হবে বলে মনে করছেন সকলে। পাশাপাশি বুমরাহ এই ম্য়াচে খেলতে পারবেন কি না, তা নিয়েও একটা বড় প্রশ্নচিহ্ন রয়েছে। যদি দ্বিতীয় টেস্ট ম্য়াচে জসপ্রীতকে না পাওয়া যায়, সেক্ষেত্রে মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং এবং প্রসিদ্ধ কৃষ্ণাকে দায়িত্ব গ্রহণ করতে হবে।
IND vs ENG 2nd Test: 'কে ভাঙল আমার ব্যাট?', রাগে ফেটে পড়লেন সিরাজ, টিম ইন্ডিয়ার প্র্যাকটিসে ধুন্ধুমার
এই ভুলগুলো শোধরাতে হবে টিম ইন্ডিয়াকে
হেডিংলে টেস্টের পঞ্চম দিন ঘূর্ণি উইকেটেও টিম ইন্ডিয়ার অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা সেভাবে নজর কাড়তে পারেননি। এই পরিস্থিতিতে দ্বিতীয় টেস্ট ম্য়াচে নিজের যোগ্যতার প্রতি সুবিচার করতে চাইবেন। প্রথম টেস্ট ম্য়াচে টিম ইন্ডিয়ার ক্যাচিংও যথেষ্ট খারাপই হয়েছিল। যশস্বী জয়সওয়ালকে শেষপর্যন্ত স্লিপ থেকে সরাতে হয়েছিল। প্রথম টেস্টের জোড়া ইনিংসেই ভারতীয় ক্রিকেট দলের লোয়ার অর্ডার একেবারে রান করতে পারেননি। এই দিকটা অবশ্যই মাথায় রাখতে হবে শুভমান গিলদের।
IND vs ENG 2nd Test Live Streaming: কোথায় কখন কীভাবে ফ্রি'তে দেখবেন ভারত-ইংল্য়ান্ড দ্বিতীয় টেস্ট? জেনে নিন ঝটপট
ইংল্যান্ডের প্রথম একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেট কিপার), ক্রিস ওকস, ব্রাইডেন কার্স, জস টাং এবং শোয়েব বশীর।
IND vs ENG 2nd Test Record: ১৯৬৭ সাল থেকে কাটেনি খরা, বার্মিংহামে একটাও ম্য়াচ জিততে পারেনি ভারত! এবার কি ঘুরবে ভাগ্যের চাকা?
ভারতীয় স্কোয়াড: শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেট কিপার এবং সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতিশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেট কিপার), ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশ দীপ, আর্শদীপ সিং, কুলদীপ যাদব।