India vs England 4th Test: ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচের (IND vs ENG 4th Test Match) আগে বড় ধাক্কা খেল ভারতীয় দল। পেসার আর্শদীপ সিং (Arshdeep Singh) চোট পেয়েছেন। দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে জানিয়েছেন, ফিল্ডিং করার সময় আর্শদীপের আঙুলে চোট লাগে। বর্তমানে তিনি মেডিক্যাল টিমে নজরদারিতে রয়েছেন। ভারত ও ইংল্যান্ডের (IND vs ENG) মধ্যে চতুর্থ টেস্ট ম্যাচ ২৩ জুলাই থেকে ম্যানচেস্টারে শুরু হবে।
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারত ইতিমধ্যেই দুটি ম্যাচ হেরে বসেছে এবং তিনটি ম্যাচের পর ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে। ফলে চতুর্থ টেস্ট ভারতের কাছে কার্যত মরণবাঁচন ম্যাচে পরিণত হয়েছে। এই অবস্থায় দলের কোনও গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোট পাওয়া বড় ধাক্কার মতো।
আরও পড়ুন Dear Cricket থেকে আর সুযোগ নয়! লর্ডস টেস্টের পরই বিদায় ঘণ্টা বেজে গেল করুণের?
চতুর্থ টেস্টকে সামনে রেখে বৃহস্পতিবার ম্যানচেস্টারে অনুশীলনে নামে ভারতীয় দল। সেই প্র্যাকটিস সেশনেই আর্শদীপ সিং চোট পান। এই চোট আরও সমস্যার কারণ হতে পারে, কারণ ভারতীয় টিম ম্যানেজমেন্ট চাইছে না যে জসপ্রীত বুমরার উপর অতিরিক্ত চাপ পড়ুক। এই কারণেই তাঁকে দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল। চতুর্থ টেস্টেও বুমরাহ খেলবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। ম্যাচ শুরুর দিনই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন শুভমানের অতি আগ্রাসনেই ডুবল ভারত! গিলের মধ্যে কার ছায়া দেখে বেজায় খুশি ব্রিটিশ তারকা?
সহকারী কোচ রায়ান টেন দুশখাতে বলেন, ‘বোলিংয়ের সময় একটি বল থামাতে গিয়ে আর্শদীপ সিংয়ের আঙুলে কেটে যায়। আমাদের দেখতে হবে ক্ষত কতটা গভীর। মেডিক্যাল টিম সেটা পর্যবেক্ষণ করছে। যদি সেলাই লাগানোর প্রয়োজন পড়ে, তাহলে সেটা দলের জন্য ভাল খবর হবে না।’