India vs England 4th Test Playing 11: একসময় জাতীয় দলে ফিরে নিজের প্রতিভা দেখানোর জন্য ক্রিকেটের কাছে দ্বিতীয় সুযোগ চেয়েছিলেন করুণ নায়ার (Karun Nair)। কিন্তু সেই সুযোগ যখন এল, তখন নিজেকে প্রমাণে ব্যর্থ হলেন ভারতের এই অভিজ্ঞ ব্যাটার। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে (IND vs ENG 4th Test Match) করুণ নায়ার একাদশ থেকে বাদ পড়তে পারেন, এমন সম্ভাবনাই প্রবল হচ্ছে।
৮ বছর পর টেস্ট দলে ফিরেছিলেন ৩৩ বছর বয়সি করুণ। কিন্তু ছয় ইনিংসে ব্যাট করতে নেমেও বড় রান তুলে ধরতে পারেননি নিজেকে। যদিও কিছু ইনিংসে ভাল শুরু করেছিলেন, বিশেষ করে ড্রাইভে তাঁর টাইমিং ছিল অসাধারণ, কিন্তু লেংথ থেকে উঠতে থাকা বলই বারবার সমস্যায় ফেলেছে তাঁকে।
লর্ডস টেস্টের (IND vs ENG) দ্বিতীয় ইনিংসে ব্রায়ডন কার্সের একটি ইনসুইং ডেলিভারিতে বিভ্রান্ত হয়ে আউট হন করুণ। যেখানে তাঁকে ভারতের জন্য তিন নম্বর ব্যাটার হিসেবে স্তিতধী ইনিংস গড়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করে দলে জায়গা পাওয়া করুণ সেই ভরসা দিতে পারেননি। ভারতের এখন সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে এবং পরের টেস্ট ২৩ জুলাই থেকে। তাই এখন বড় প্রশ্ন, করুণ নায়ারকে আরও একটি সুযোগ দেওয়া হবে, না কি দলে ফিরবেন প্রতিভাবান সাই সুদর্শন?
আরও পড়ুন 'ডিয়ার ক্রিকেট' থেকে আরও সুযোগ চাই? শনির দশা কাটছেই না এই তারকা ব্যাটারের!
সাই সুদর্শন সিরিজের প্রথম টেস্টে সুযোগ পেয়েছিলেন, এবং শেষ ইনিংসে বেশ স্বচ্ছন্দ্য দেখিয়েছিলেন। কিন্তু পরের ম্যাচেই তাঁকে বাদ দেওয়া হয় অতিরিক্ত ব্যাটিং বিকল্প যুক্ত করতে গিয়ে। তিনি বড় কোনও ভুল না করেও বাইরে চলে যান।
এই সিরিজে ধারাভাষ্যকার হিসেবে যুক্ত থাকা প্রাক্তন উইকেটকিপার দীপ দাশগুপ্ত মনে করছেন, এবার সময় এসেছে সাই সুদর্শনকে (Sai Sudarshan) ফেরানোর। তিনি পিটিআই-কে বলেন, "আপনি এখনও সিরিজে রয়েছেন। লর্ডস টেস্ট খুব কাছাকাছি লড়াই ছিল। ফলে ম্যাচ যেকোনও দিকেই যেতে পারত। কিন্তু আমি এখন ভারতের তিন নম্বর পজিশন নিয়ে ভাবছি। করুণ নায়ারকে কি আরও খেলানো হবে, না কি তরুণ সাই সুদর্শনকে ফেরানো হবে, যিনি আগের ইনিংসে শান্তভাবে ব্যাট করেছিলেন?"
তিনি আরও যোগ করেন, "ব্যাপারটা কেবল সুযোগের নয়। করুণ নায়ার কেমন দেখাচ্ছিলেন সেটাই গুরুত্বপূর্ণ। কিছু মুহূর্তে ঠিকঠাক লাগলেও, এক ধরনের অস্থিরতা ছিল। সেখানেই চিন্তার জায়গা।"
আরও পড়ুন ৮ বছর পর টিম ইন্ডিয়ায় কামব্যাক, শূন্য রানে করুণ ফিরতেই সমালোচনার ঝড়
দীপের মতে, তিন নম্বর ব্যাটার হিসেবে আত্মবিশ্বাস এবং স্থায়িত্ব খুব জরুরি। লিডস টেস্টে সাই যখন তিন নম্বরে খেলেছিলেন, তখন করুণ খেলেন ছয় নম্বরে। দীপ মনে করেন করুণ তিন নম্বরের উপযুক্ত নয়।
যদিও ব্যাটিংয়ে এই একটি পরিবর্তন বাদ দিলে ভারতের প্রথম একাদশে বড় কোনও বদল হওয়ার সম্ভাবনা নেই। স্পিন বিভাগে এখনও পর্যন্ত রবীন্দ্র জাডেজা এবং ওয়াশিংটন সুন্দর দায়িত্ব পালনে সফল। তাই কুলদীপ যাদবকে আরও অপেক্ষা করতে হতে পারে।
অন্যদিকে, পেস বিভাগে বুমরাহ (Jasprit Bumrah) দুই টেস্টের মধ্যে একটিতে খেলবেন। তাঁকে ম্যানচেস্টারে খেলানো হতে পারে কারণ সেটিই ভারতের জন্য 'must-win' ম্যাচ। দীপ বলেন, “বুমরাহ খেলতে প্রস্তুত। ম্যাচের মধ্যে ও বিশ্রাম পেয়েছে। আর এখন যখন ভারত পিছিয়ে, তখন সে খেলবে এইটাই স্বাভাবিক।”