India vs England (IND vs ENG) 4th Test Cricket Stadium Pitch Report and Manchester Weather Forecast: ভারত ও ইংল্যান্ডের (IND vs ENG) মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচ (IND vs ENG 4th Test Match) আগামিকাল, ২৩ জুলাই থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড (Old Trafford) স্টেডিয়ামে শুরু হতে চলেছে। এই সিরিজে ভারত ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে। তাই এই মরণবাঁচন ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোর চেষ্টা করবে টিম ইন্ডিয়া। অন্যদিকে, ইংল্যান্ড চাইবে এই ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরতে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, এই ম্যাচ চলাকালীন পাঁচ দিন ম্যানচেস্টারের আবহাওয়া কেমন থাকবে?
ম্যানচেস্টার টেস্টে পাঁচ দিনের আবহাওয়া কেমন থাকবে?
আবহাওয়া সংস্থা AccuWeather-এর রিপোর্ট অনুযায়ী, ২৩ জুলাই বুধবার, অর্থাৎ প্রথম দিন ২৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় দিন ২৪ জুলাই বৃহস্পতিবারেও একই সম্ভাবনা। তৃতীয় দিন ২৫ জুলাই শুক্রবার বৃষ্টির আশঙ্কা কমে ২০ শতাংশে দাঁড়াবে। ২৬ জুলাই শনিবার, ম্যাচের চতুর্থ দিনেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর পঞ্চম ও শেষ দিন অর্থাৎ ২৭ জুলাই রবিবার বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি, ৫৮ শতাংশ। অর্থাৎ, প্রতিটি দিনই বৃষ্টির জন্য খেলা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন ইতিহাসের দোরগোড়ায় ঋষভ! ধোনি-গিলক্রিস্ট যা পারেননি, সেই কাজটাই এবার করবেন পন্থ
এই পাঁচ দিনে ম্যানচেস্টারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ২১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
ওল্ড ট্র্যাফোর্ডের পিচ কেমন?
ওল্ড ট্র্যাফোর্ডের পিচ সাধারণত পেস বোলারদের সহায়তা করে। শুরুতে এই পিচে বাউন্স এবং সিম মুভমেন্ট পাওয়া যায়। তবে খেলা যত এগোবে, স্পিনাররা তত বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ম্যাচের শেষ দুই দিনে স্পিনাররা ভাল টার্ন পেতে পারেন।
আরও পড়ুন পালাবার পথ পাবে না ইংল্যান্ড, চতুর্থ টেস্টের জন্য ভয়ঙ্কর গেম প্ল্যান টিম ইন্ডিয়ার
লর্ডস টেস্টে জয়ের আনন্দে ইংল্যান্ড
এই টেস্ট সিরিজ এখন রোমাঞ্চকর মোড়ে পৌঁছেছে। লিডসে প্রথম টেস্টে ইংল্যান্ড ৫ উইকেটে জয় পায়। এরপর বার্মিংহ্যামে দ্বিতীয় টেস্টে ভারত দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৩৩৬ রানে জয় ছিনিয়ে নেয়। লর্ডসের তৃতীয় টেস্ট ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ। সেই ম্যাচ শেষ দিনে শেষ সেশনে গিয়ে গড়ায় এবং ইংল্যান্ড ২২ রানে জয় ছিনিয়ে নেয়। এখন চতুর্থ টেস্ট ঘিরে উত্তেজনার পারদ চরমে।