New Update
/indian-express-bangla/media/media_files/2025/07/22/shubman-gill-gautam-gambhir-2025-07-22-12-51-06.jpg)
Shubman Gill-Gautam Gambhir: শুভমান-গম্ভীরের ভয়ঙ্কর প্ল্যানিং ইংল্যান্ডের জন্য
IND vs ENG 4th Test Playing 11: চোটগ্রস্ত ক্রিকেটারদের তালিকা দেখে এটা প্রায় নিশ্চিত যে চতুর্থ টেস্টে অন্তত ৩টি পরিবর্তন হবে। এর মধ্যে এমন একজন ক্রিকেটারকে নেওয়া হতে পারে, যিনি দুই ভূমিকায় অবদান রাখবেন।
Shubman Gill-Gautam Gambhir: শুভমান-গম্ভীরের ভয়ঙ্কর প্ল্যানিং ইংল্যান্ডের জন্য
India 4th Test Match Predicted Playing 11 vs England, Full Squad: চতুর্থ টেস্টের (IND vs ENG 4th Test Match) কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আর এর মধ্যেই টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট ভয়ঙ্কর চাল দিয়ে দলকে সোজা পথে ফেরানোর চেষ্টা করছে। টিমে একের পর এক তারকার চোটের কারণে ছিটকে যাওয়ায় ম্যানেজমেন্টকেও বারবার কৌশল বদলাতে হচ্ছে। এখন এমন ক্রিকেটারদের সন্ধান চলছে, যারা একসঙ্গে একাধিক ভূমিকা পালন করতে পারেন, যাতে “এক ঢিলে দুই পাখি” মারা যায়।
চোটগ্রস্ত ক্রিকেটারদের তালিকা দেখে এটা প্রায় নিশ্চিত যে চতুর্থ টেস্টে (IND vs ENG) অন্তত ৩টি পরিবর্তন হবে। এর মধ্যে এমন একজন ক্রিকেটারকে নেওয়া হতে পারে, যিনি দুই ভূমিকায় অবদান রাখবেন। লর্ডস টেস্টে খেলা ব্যাটিং অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি সিরিজ থেকে ছিটকে গেছেন। তাঁর জায়গায় যিনি দলে ঢুকতে পারেন, তিনি মূলত বোলিং অলরাউন্ডার। ফলে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে ভারসাম্য রাখতে গিয়ে দল এমন কিছু বিচিত্র কম্বিনেশন নিয়ে নামতে পারে, যা আগে দেখা যায়নি।
আরও পড়ুন ম্যানচেস্টার টেস্টে কিপিং করবেন ঋষভ পন্থ? অবশেষে পাওয়া গেল কঠিন প্রশ্নের উত্তর
শুনে অবাক লাগতে পারে, কিন্তু ম্যানচেস্টারে টিম ইন্ডিয়া যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তা বিশ্লেষণ করলে এটা অসম্ভব নয়। সমস্যা শুরু হচ্ছে ঋষভ পন্থকে নিয়ে। তাঁর কিপিং করার সম্ভাবনা ৫০-৫০, তাই দলে একজন বিশেষজ্ঞ উইকেটকিপার রাখা প্রাসঙ্গিক হয়ে উঠেছে। প্র্যাকটিসে সেই ইঙ্গিতও মিলেছে। এর মানে করুণ নায়ারের (Karun Nair) জায়গা এবার নাও হতে পারে এবং তাঁর জায়গায় ৩ নম্বরে খেলতে পারেন ধ্রুব জুরেল (Dhruv Jurel)। ফলে ভারতীয় দল একসঙ্গে তিনজন উইকেটকিপার নিয়ে মাঠে নামতে পারে, কেএল রাহুল, ঋষভ পন্থ এবং ধ্রুব জুরেল। উল্লেখযোগ্যভাবে, রাহুল টেস্টে কিপিং করতে অস্বীকার করেছেন, তাই জুরেলের খেলা প্রায় নিশ্চিত।
আরও পড়ুন কখন থেকে শুরু হবে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট? কীভাবে দেখবেন ফ্রি'তে?
ওল্ড ট্র্যাফোর্ডের পিচ ও আবহাওয়ার চরিত্র অনুযায়ী, এমন একজন পেস বোলার দরকার যিনি ব্যাটিংয়েও অবদান রাখতে পারেন। সে কারণে নীতীশ রেড্ডির পরিবর্ত হিসেবে শার্দুল ঠাকুর (Shardul Thakur) দলে ফিরতে পারেন। ফলে উইকেটকিপার এবং অলরাউন্ডার মিলিয়ে প্লেয়িং ইলেভেনে ছ’জন খেলোয়াড় থাকবেন, যারা ডবল রোল পালন করতে পারেন। যদি আকাশ দীপ পুরোপুরি ফিট না হন, তাহলে বিস্ময়করভাবে সাই সুদর্শনেরও দলে ফেরার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আরও পড়ুন এক ক্রিকেটারেই নষ্ট হতে পারে যাবতীয় সমীকরণ, টিম ইন্ডিয়া কি করবে সেই মারাত্মক ভুল?
কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, শুভমান গিল, ঋষভ পন্থ, সাই সুদর্শন, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ, অংশুল কম্বোজ (রিজার্ভ)