Advertisment

রেকর্ড জয়েও ভারতের একাদশে ঘটছে পরিবর্তন, কাকে বাদ, কে ঢুকছেন! জানুন

প্রথম টেস্ট হারের পর ভারত দ্বিতীয় ও তৃতীয় টেস্ট কর্তৃত্ব করে জিতে সিরিজে ২-১ এগিয়ে গিয়েছে। চতুর্থ টেস্ট ড্র অথবা জিতলেই ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

India vs England 4th Test Predicted Playing 11, Players List: 

Advertisment

স্পিনে জুজু হয়ে বসে থাকা ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে খেলতে নামছে ভারত। জয় অথবা ড্র-তাতেই ভারত এক ঢিলে জোড়া পাখি মারার অপেক্ষায়। সিরিজ জেতার সঙ্গেসঙ্গেই জুনে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা নিশ্চিত করে ফেলবে ভারত। প্রতিপক্ষ যেখানে নিউজিল্যান্ড।

চেন্নাইয়ে প্রথম টেস্টে দুর্ধর্ষ শুরু করে ইংল্যান্ড। ভারতকে ২২৭ রানে উড়িয়ে দিয়ে। তারপরেই ভারত দারুণভাবে ফিরে এসে সিরিজ ২-১ এগিয়ে গিয়েছে।

আরো পড়ুন: আইপিএলে সম্মান দেওয়া হয় না! পাকিস্তানে বসে ভারতের চরম দুর্নাম স্টেইনের

আহমেদাবাদে শেষ টেস্টে জিতে ভারতের পার্টি পণ্ড করার সমস্ত পরিকল্পনা সারছেন ইংরেজ ক্রিকেটাররা। শেষ টেস্টে জিতলে সিরিজে সমতা ফেরানোর পাশাপাশি ঘরের মাঠে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠাও নিশ্চিত করে ফেলবে তারা। তবে তার আগে দলের সঠিক কম্বিনেশন বাছাই করাই চ্যালেঞ্জ ইংল্যান্ডের কাছে।

অফস্পিনার ডম বেস যিনি প্রথম টেস্টে খেলেছিলেন, তাঁকে ডেকে নেওয়া হতে পারে প্রথম একাদশে। সেক্ষেত্রে দুই সিনিয়র পেসার স্টুয়ার্ট ব্রড এবং জেমস আন্ডারসনের মধ্যে একজনকে বসতে হবে।

আরো পড়ুন: বিশ্বকাপ ফাইনালে খেলেছিলেন ভারতের বিরুদ্ধে! এখন বাস চালিয়ে পেট চালান

অন্যদিকে ভারতের জয়ী একাদশেও পরিবর্তন হচ্ছে। ব্যক্তিগত কারণ দেখিয়ে শেষ টেস্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন জসপ্রীত বুমরা। তাঁর জায়গায় মহম্মদ সিরাজ অথবা উমেশ যাদবের মধ্যে একজনকে খেলানো হবে।

ভারতের স্কোয়াড:
বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, শুভমান গিল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, ঋদ্ধিমান সাহা, লোকেশ রাহুল, উমেশ যাদব, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ নাদিম, ইশান্ত শর্মা, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, শুভমান গিল, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া

ইংল্যান্ডের স্কোয়াড:
জো রুট, জোফ্রা আর্চার, জেমস আন্ডারসন, ডম বেস, জ্যাক ক্রলি, জনি বেয়ারস্টো, রোরি বার্নস, বেন ফোকস, ড্যান লরেন্স, স্টুয়ার্ট ব্রড, জ্যাক লিচ, অলি পোপ, ডম সিবলে, বেন স্টোকস, অলি স্টোনস, ক্রিস ওকস

ভারতের সম্ভাব্য একাদশ:
রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, আর অশ্বিন, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, উমেশ যাদব/মহম্মদ সিরাজ, ইশান্ত শর্মা

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ:
ডম সিবলে, জ্যাক ক্রলি, জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস, অলি পোপ, বেন ফোকস, জ্যাক লিচ, জোফ্রা আর্চার, স্টুয়ার্ট ব্রড, জেমস আন্ডারসন

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Cricket Team England
Advertisment