IND vs ENG 5th Test Playing XI: ওভাল টেস্টে বাদের খাতায় তারকা ক্রিকেটার! কেমন হবে ভারতের প্রথম একাদশ?

Shubman Gill Press Conference: পঞ্চম টেস্ট ম্য়াচ খেলতে নামার আগে টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমান গিল সাংবাদিক বৈঠক করতে আসেন। সেখানেই তাঁকে আর্শদীপ সিংয়ের টেস্ট ডেবিউ নিয়ে প্রশ্ন করা হয়।

Shubman Gill Press Conference: পঞ্চম টেস্ট ম্য়াচ খেলতে নামার আগে টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমান গিল সাংবাদিক বৈঠক করতে আসেন। সেখানেই তাঁকে আর্শদীপ সিংয়ের টেস্ট ডেবিউ নিয়ে প্রশ্ন করা হয়।

author-image
IE Bangla Sports Desk
New Update
Indian Cricket Team (7)

পঞ্চম টেস্টে নামতে প্রস্তুত ভারতীয় ক্রিকেট দল

India vs England: বৃহস্পতিবার অর্থাৎ ৩১ জুলাই থেকে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম তথা অন্তিম টেস্ট ম্য়াচ খেলতে নামছে। এই ম্য়াচটি কেনিংটন ওভালে আয়োজন করা হচ্ছে। এই সিরিজের প্রথম চারটি ম্য়াচের মধ্যে ইংল্যান্ড ২ ম্য়াচে জয়লাভ করেছে। অন্যদিকে, টিম ইন্ডিয়া জিতেছে একটি ম্য়াচে। সিরিজের চতুর্থ ম্য়াচটি ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচটি ড্র হয়ে যায়। 

Advertisment

Ashwin on IND vs ENG 5th Test: 'একই ভুল আর করো না...', শুভমানকে 'স্পেশাল টিপস' দিয়ে সতর্ক করলেন অশ্বিন

এই পরিস্থিতিতে শুভমান গিল (Shubman Gill) অ্যান্ড কোম্পানি অবশ্যই চাইবে যে ওভাল টেস্টে জয়লাভ করে টিম ইন্ডিয়া যেন চলতি টেস্ট সিরিজে সমতা ফেরাতে পারে। এই টেস্ট ম্য়াচের জন্য ইংল্যান্ড ইতিমধ্যে প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে। এবার সকলের নজর রয়েছে ভারতীয় ক্রিকেট দলের প্লেয়িং ইলেভেনের উপরে। আশা করা হচ্ছে, এই ম্য়াচে আর্শদীপ সিংয়ের (Arshdeep Singh) ডেবিউ হতে পারে। সেই ব্যাপারে শুভমান গিল ইতিমধ্যে অবশ্য ছবিটা স্পষ্ট করে দিয়েছেন।

Advertisment

IND vs ENG 5th Test: ৪ বছর আগের জয়ের নায়কই বাদ! ওভাল টেস্টে কেমন দল নামাচ্ছে টিম ইন্ডিয়া?

প্রস্তুত থাকতে বলা হয়েছে আর্শদীপ সিংকে

আশা করা হচ্ছে, কেনিংটন ওভালের উইকেট একেবারে সবুজ ঘাসে ঢাকা থাকবে। সেকারণে এই উইকেটে পেস বোলাররা এক্সট্রা অ্যাডভান্টেজ পেতে পারেন। আর সেকারণে ইংল্যান্ড ক্রিকেট দল তাদের প্রথম একাদশে ৪ জোরে বোলারকে জায়গা দিয়েছে। অন্যদিকে, এই ম্য়াচের একদিন আগে সাংবাদিক বৈঠক করতে এসেছিলেন শুভমান গিল। সাংবাদিকরা তাঁকে আর্শদীপ সিংকে নিয়ে প্রশ্ন করেন। জবাবে গিল স্পষ্ট জানান, 'ওকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। আজ বিকেলবেলা উইকেট দেখার পরই দলের প্রথম একাদশ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করব।'

IND vs ENG 5th Test: চরম দুঃসংবাদে ছারখার ইংল্যান্ড শিবির, চোটের কারণে ছিটকে গেলেন সেরার সেরা তারকা

প্রসঙ্গত, ইংল্যান্ড তাদের প্রথম একাদশে একজনও স্পিন বোলার রাখেনি। আশা করা হচ্ছে, জেকব বেথেল এবং জো রুটকে বিকল্প স্পিনার হিসেবে ব্যবহার করা হতে পারে। অন্যদিকে, টিম ইন্ডিয়ার হাতে স্পিন বিকল্প হিসেবে রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর রয়েছেন। এই সিরিজে বলের পাশাপাশি ব্যাট হাতেও তাঁরা যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করছে।

IND vs ENG 5th Test Weather Report: বৃষ্টিতে ভেস্তে যাবে পঞ্চম টেস্ট? কপালে 'শনির দশা' টিম ইন্ডিয়ার

এখনও পর্যন্ত প্রথম শ্রেণীর ক্রিকেটে আর্শদীপ সিংয়ের কেরিয়ার

সীমিত ওভার ফরম্যাটে আর্শদীপ সিং দুর্দান্ত পারফরম্য়ান্স করলেও, টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত তাঁর অভিষেক হয়নি। প্রথম শ্রেণীর ক্রিকেটে আর্শদীপ সিংয়ের রেকর্ডে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। তিনি মোট ২১ ম্য়াচ খেলেছেন। এরমধ্যে ৩৭ ইনিংসে তিনি ৩০.৩৭ গড়ে মোট ৬৬ উইকেট শিকার করেছেন। আর্শদীপের সর্বশ্রেষ্ঠ পারফরম্য়ান্স হল এক ইনিংসে ৪০ রান দিয়ে ৬ উইকেট শিকার। ইতিপূর্বে, কাউন্টি ক্রিকেটে ইংল্যান্ডের মাটিতে খেলার অভিজ্ঞতা রয়েছে। তিনি কেন্ট দলের হয়ে খেলেন।

Indian Cricket Team Shubman Gill Arshdeep Singh India vs England