Advertisment

ভারত নয়, 'শত্রু' ইংল্যান্ডকেই মোতেরায় সমর্থন করবে অজিরা! কারণ জানুন

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার বিষয়ে প্রাসঙ্গিক হয়ে উঠেছে অস্ট্রেলিয়া। এই বিষয়েই বলতে গিয়ে কোচ এন্ড্রু ম্যাকডোনাল্ড নিজের বক্তব্য জানিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

চরম শত্রু। সেই প্রবল প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকেই এবার ভারতের বিরুদ্ধে চতুর্থ টেস্টে সমর্থন করতে চলেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড ইতিমধ্যেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গিয়েছে। রুটের নেতৃত্বে ইংল্যান্ড দেশের মাটিতে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে কিউয়িদের বিরুদ্ধে নামতে পারত, যদি তারা চলতি সিরিজ ৪-০, ৩-০ অথবা ৩-১ ব্যবধানে জয়লাভ করতে পারত। তবে শেষ টেস্টে খেলতে নামার আগেই স্কোরলাইন ১-২। মোতেরায় শেষ টেস্টে জিতলেও সিরিজ ড্র হবে।

Advertisment

আরো পড়ুন: আইপিএলে সম্মান দেওয়া হয় না! পাকিস্তানে বসে ভারতের চরম দুর্নাম স্টেইনের

এমন অবস্থায় হঠাৎ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার বিষয়ে প্রাসঙ্গিক হয়ে উঠেছে অস্ট্রেলিয়া ফ্যাক্টর। এই বিষয়েই বলতে গিয়ে অস্ট্রেলিয়ান কোচ এন্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়ে দিয়েছেন, "আমরা শেষ টেস্টের ওপরে নজর রাখছি। কারণ এতে আমাদের স্বার্থও জড়িয়ে রয়েছে। এই প্রথমবার আমরা ইংল্যান্ডকে ফলো করব। আশা করব ওঁরা ওদের কাজ করুক ওখানে।"

আরো পড়ুন: বিশ্বকাপ ফাইনালে খেলেছিলেন ভারতের বিরুদ্ধে! এখন বাস চালিয়ে পেট চালান

ভারতই এখন ফাইনাল খেলার বিষয়ে ফেভারিট। তবে ইংল্যান্ড ভারতের পার্টি ভণ্ডুল করতে পারে মোতেরার চতুর্থ টেস্টে ভারতকে হারিয়ে সিরিজ ২-২ করে। এতে সুবিধা পাবে অস্ট্রেলিয়া। ম্যাকডোনাল্ড তাই জানিয়েছেন, "কাজটা নিঃসন্দেহে কঠিন, এতে সন্দেহ নেই। যে পিচে খেলা হচ্ছে তা স্পিন সহায়ক। আর ভারত বরাবর স্পিন খেলায় দক্ষ। আমরা ইংল্যান্ডকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখি শেষমেশ কী দাঁড়ায়।" তিনি বলেছেন, ভারতকে শেষ টেস্টে পরাজয় এড়াতে হবে যদি ফাইনাল খেলা নিশ্চিত করতে হয়।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Cricket Australia England Indian Cricket Team
Advertisment