scorecardresearch

বড় খবর

কোহলিদের মত টুপি পরে নামলেই বিপদে পড়বেন ইংরেজ ব্যাটসম্যানরা, জানুন কারণ

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এই নিয়ম দ্রুত বিশ্বের বাকি দেশেও বাধ্যতামূলক করা হতে পারে। এমনটাই খবর ক্রিকেট মহলের।

কোহলিদের মত টুপি পরে নামলেই বিপদে পড়বেন ইংরেজ ব্যাটসম্যানরা, জানুন কারণ

অতীতে ব্যাটসম্যানরা প্রোটেক্টিভ গিয়ারের তোয়াক্কা না করেই নেমে পড়তেন মাঠে। মোকাবিলা করতেন হিংস্র ফাস্ট বোলারদের অরক্ষিত থেকেই। তবে বর্তমানে বাইশ গজে ব্যাট করার সময় ব্যাটসম্যানদের হেলমেট পরা বাধ্যতামূলক নিয়মের অংশ হয়ে গিয়েছে। তবে ব্যাটসম্যানদের অনেক সময় দেখা যায় স্পিনারদের মুখোমুখি হওয়ার সময় কেবল ক্যাপ পরেই নামতে। যদিও এই নিয়ম একাধিক বোর্ডের ক্ষেত্রে ভিন্ন।

চলতি ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের কথাই ধরা যাক। মঈন আলিদের বিরুদ্ধে বিরাট কোহলিদের দেখা গিয়েছে কেবল ক্যাপ পরেই ব্যাট করছেন। যদিও রবীন্দ্র জাদেজাকে মোকাবিলা করার ক্ষেত্রে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের সবসময়েই দেখা গিয়েছে, হেলমেট ব্যবহার করতে।

আরও পড়ুন: লিডসে রক্তাক্ত ভারত! ইনিংসে হেরে মুখ পোড়ালেন কোহলিরা

অনেক ক্রিকেট সমর্থকই বিষয়টি জানার আগ্রহ প্রকাশ করেছিলেন নেট দুনিয়ায়। সেই প্রশ্নের জবাবই দিয়েছেন ইংল্যান্ডের এক ক্রীড়া সাংবাদিক। এলিজাবেথ এমমন নামের সংশ্লিস্ট সেই সাংবাদিক জানিয়েছেন, ইসিবির নিয়মে স্পিনারদের ফেস করার সময়ও হেলমেট পরা বাধ্যতামূলক।

তাঁর টুইট, “কোহলি ক্যাপ পরে ব্যাট করতে পারলেও ইংল্যান্ডের ক্রিকেটারদের কেন এমনভাবে দেখা যায় না, এই প্রশ্নের জবাব হল, ইসিবির নিজস্ব প্রোটেকশন নীতি রয়েছে। যে নিয়ম অনুযায়ী, পেশাদারি হোক বা অপেশাদারি- ব্যাট করতে নামার সময় একজন ক্রিকেটারকে অবশ্যই হেলমেট পরতে হবে। এমনকি স্পিনারদের খেলার সময়েও।”

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এই নিয়ম দ্রুত বিশ্বের বাকি দেশেও বাধ্যতামূলক করা হতে পারে। সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গিয়েছে, স্পিনারদের মোকাবিলা করার সময়ও ব্যাটসম্যানরা মারাত্মকভাবে আহত হতে পারেন। বর্তমানে ইসিবি বাদ দিয়ে বাকি ক্রিকেট বোর্ডে হেলমেট অথবা ক্যাপ ব্যবহারের ক্ষেত্রে ব্যাটসম্যানদের ইচ্ছাকেই প্রধান্য দেওয়া হয়েছে। তবে এই নিয়ম দ্রুত অবলুপ্তির পথে।

আরও পড়ুন: কোহলির সামনেই ফের সেঞ্চুরি রুটের, বুমরা-সিরাজদের কাঁদিয়ে ছাড়লেন ইংরেজ ক্যাপ্টেন

যাইহোক, লর্ডসে ইতিহাস গড়ে জেতার পরে ভারত লিডসে অসহায়ভাবে আত্মসমর্পণ করল। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ২৭৮ রানে খতম হয়ে গেল ভারত। ইংল্যান্ড সিরিজে সমতা ফেরাল ইনিংস এবং ৭৬ রানে জিতে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: India vs england batsman wearing cap helmet ecb cricket rules bcci icc