অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ড সিরিজেও চোট আঘাত থেকে মুক্তি নেই ভারতের। চেন্নাইয়ের দ্বিতীয় টেস্টে এবার চোটের কবলে পড়লেন চেতেশ্বর পূজারা। ইংল্যান্ডের প্রথম ইনিংসের ব্যাটিং চলাকালীন ফিল্ডিং করতে নামেননি তারকা ব্যাটসম্যান। জানা গিয়েছে, ব্যাট করার সময় শনিবার প্রথম দিনে হাতে বল লেগে চোট পেয়েছিলেন।
ভারত এদিন সকালেই ৩২৯ রানে অলআউট হয়ে যায়। গতকাল পূজারা ৫৮ বলে ২১ রান করেছিলেন। সাততাড়াতাড়ি শুভমান গিল আউট হয়ে যাওয়ার পর রোহিত শর্মার সঙ্গে জুটি বেঁধে প্রাথমিক বিপদ থেকে উদ্ধার করেন তিনি।
আরো পড়ুন: মাঠেই স্টোকসের সঙ্গে ধুন্ধুমার! ব্যাট করতে অস্বীকার করলেন পন্থ, রইল ভিডিও
রবিবার চেতেশ্বর পূজারার বদলে ফিল্ডিং করতে নামেন রিজার্ভ ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। বোর্ডের তরফে আপডেট জানিয়ে পূজারার বিষয়ে বলা হয়েছে, "ইংল্যান্ডের বিরুদ্ধে পেটিএম টেস্টের দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে চেতেশ্বর পূজারা ডান হাতে আঘাত পান। পরে যন্ত্রণা অনুভব করেন তিনি। ও আজ ফিল্ডিং করতে নামবে না।"
আরো পড়ুন: ঘরের মাঠেই এবার বিদ্রুপের শিকার কোহলি, ব্যঙ্গ খোদ সমর্থকদের
অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের অন্যতম কারিগর ছিলেন পূজারা। ব্রিসবেনে চতুর্থ টেস্টে ক্রিজে মাটি আকড়ে পড়েছিলেন তিনি। চতুর্থ ইনিংসে প্যাট কামিন্স, হ্যাজেলউড, স্টার্কদের একের পর এক শর্ট বল আছড়ে পড়ে পূজারার শরীরে। সেই আঘাত সামলে দলকে ভরসা দিয়েছিলেন। পূজারার সেই আঘাত ভারতীয় ক্রিকেটে এখনো আলোচিত বিষয়। এর মধ্যেই ফের একবার চোটের শিকার হলেন তিনি।
ভারতের প্রথম একাদশ:
রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা, মহম্মদ সিরাজ
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন