/indian-express-bangla/media/media_files/2025/06/18/Indian Cricket Team (25)-764c49a4.jpg)
ট্রেনে চেপে লিডসে এল ভারতীয় ক্রিকেট দল
Indian Cricket Team: শুভমান গিলের (Shubman Gill) অধিনায়কত্বে টিম ইন্ডিয়া কঠোর অনুশীলন এবং ইন্ট্রা-স্কোয়াড ম্য়াচ খেলার পর লিডসে পা রেখেছে। বেকেনহ্যামে অনুশীলন শেষ করার পর টিম ইন্ডিয়া (Team India) লোকাল ট্রেনে চেপে লিডসে পৌঁছল। গোটা দল এবং কোচিং স্টাফদের ট্রেন থেকে বেরিয়ে আসতে দেখা যায়। হেডিংলের ইয়র্কশায়ার ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। তবে তিনদিন আগেই পৌঁছে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল।
পাঁচ ম্য়াচের এই টেস্ট সিরিজের শুরুটা বেশ ভাল করতে চায় টিম ইন্ডিয়া। টেস্ট ক্রিকেট থেকে রোহিত শর্মা অবসর গ্রহণ করার পর টিম ইন্ডিয়ার নয়া অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন শুভমান গিল। এই দলে তেমন কোনও অভিজ্ঞ ক্রিকেটার নেই বললেই চলে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এই সিরিজে ইংল্যান্ডের পাল্লা অনেকটাই ভারি। পাশাপাশি, ভারতের জয়ের সম্ভাবনা একেবারেই সামান্য বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
ট্রেনে চেপে লিডসে পৌঁছল টিম ইন্ডিয়া
শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র। আর এই নতুন চক্রে মুখোমুখি হতে চলেছে ভারত এবং ইংল্যান্ড। ভারতীয় ক্রিকেট দলকে যেখানে নেতৃত্ব দেবেন শুভমান গিল, সেখানে ইংল্যান্ড ক্রিকেট দলের হয়ে ক্যাপ্টেন্সি করবেন বেন স্টোকস। আশা করা হচ্ছে, এই সিরিজে দুটো দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে। কারণ শুভমান একেবারে তরুণ তুর্কিদের নিয়ে মাঠে নামবেন। টিম ইন্ডিয়ায় এক নয়া যুগের শুরু হতে চলেছে।
প্রথম টেস্ট ম্য়াচ খেলতে নামার আগে ভারতীয় ক্রিকেট দল ইতিমধ্যে লিডস পৌঁছে গিয়েছে। স্টার স্পোর্টসের সোশ্যাল মিডিয়ায় টিম ইন্ডিয়ার একটি বিশেষ ভিডিও শেয়ার করা হয়েছে। এই ভিডিওয় টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমান গিল, জসপ্রীত বুমরাহ, সহ-অধিনায়ক ঋষভ পন্থ, প্রসিদ্ধ কৃষ্ণা, কেএল রাহুল, ফিল্ডিং কোচ টি দিলীপ, করুণ নায়ার, আর্শদীপ সিং সহ আরও কয়েকজন ভারতীয় ক্রিকেটারকে রেল স্টেশনে দেখতে পাওয়া গিয়েছে। ভারতীয় ক্রিকেট দলের জন্য কোনও টিম বাসের ব্যবস্থা করা হয়নি। বরং ট্রেনে চেপেই তাঁদের গন্তব্যে পৌঁছতে হয়েছে।
দেখে নিন সেই ভিডিও:
Mission: Leeds ✅
— Star Sports (@StarSportsIndia) June 17, 2025
The Men in Blue have landed, and it’s all eyes on Leeds now. 🎯
Gill, Pant, Bumrah, Rahul & Co. are locked in — 𝙮𝙚𝙝 𝙨𝙚𝙚𝙠𝙝𝙣𝙚 𝙣𝙖𝙝𝙞𝙣, 𝙨𝙞𝙠𝙝𝙖𝙣𝙚 𝙖𝙖𝙮𝙚 𝙝𝙖𝙞𝙣!
👉 For latest updates on Indian cricket, watch #FollowTheBlues - every day at… pic.twitter.com/WQApRgeGav
টিম ইন্ডিয়ায় আচমকা এন্ট্রি হর্ষিত রানার
ভারতীয় এ দলের সঙ্গে ইংল্যান্ডে এসেছিলেন পেস বোলার হর্ষিত রানা। তাঁকে আপাতত ব্রিটিশভূমে থাকতে বলা হয়েছে। কলকাতা নাইট রাইডার্সের এই বোলিং তারকাকেও টিম ইন্ডিয়ার সঙ্গে দেখতে পাওয়া গিয়েছে। সূত্রের খবর, জসপ্রীত বুমরাহের বিকল্প হিসেবে হর্ষিতকে ব্যবহার করতে চাইছেন গৌতম গম্ভীর। যদিও এখনও তাঁকে আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেট দলের সদস্য হিসেবে ঘোষণা করা হয়নি। বিকল্প হিসেবে নিয়ে আসা হয়েছে।