পঞ্চম টেস্টে মাঠে নামতে অস্বীকার করে ক্রিকেট দুনিয়ার রোষানলে পড়েছেন বিরাট কোহলিরা। ইংল্যান্ড ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক একদম বিষিয়ে গিয়েছে। অনেকেই প্রকাশ্যে কোহলিদের সমালোচনা করছেন। অনেকে আবার একধাপ এগিয়ে আইপিএল থেকেই সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন।
বিসিসিআইয়ের সঙ্গে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্পর্ক বরাবরই ভালো। তবে ম্যাচ শুরুর ঠিক কয়েকঘন্টা আগে টিম ইন্ডিয়া সরিয়ে নেওয়ায় সেই সম্পর্কের আঁচ পড়েছে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যেও।
আরও পড়ুন: ম্যাঞ্চেস্টার কেলেঙ্কারিতে ভিলেন শাস্ত্রী-কোহলি! ক্ষোভে ফুঁসছে সৌরভের বোর্ড
ইংল্যান্ডের দ্যা সান-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ড ক্রিকেট দলের কয়েকজন নাকি ভারতীয় দলের বেশ কিছু মেম্বারকে বাইরে ঘুরে বেড়াতে দেখেছে। যে সময় শিবিরে করোনা সংক্রমণের জেরে তাঁদের আইসোলেশনে থাকার কথা, সেই সময়েই অবাধে নাকি বাইরে ঘুরে বেড়িয়েছেন টিম ইন্ডিয়ার কয়েকজন সদস্য। এমনটাই দাবি কয়েক জন ইংল্যান্ড ক্রিকেটারের।
ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিলের জেরে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে ইসিবিকে। ভারতীয় মুদ্রায় যাঁর অঙ্ক ২০০ কোটি টাকারও বেশি। ইসিবিকে যে বিষয় ক্ষুন্ন করেছে তা হল টেস্ট দু-একদিন পিছিয়ে আইপিএলও নির্ধারিত সময়ের দু-একদিন পরে বিসিসিআই সহজেই আয়োজন করতে পারত।
আরও পড়ুন: বাতিল টেস্টে জয়ী কে! বেনজির ঝামেলায় জড়ালো ভারত-ইংল্যান্ড বোর্ড
বিসিসিআই আপাতত জাতীয় দলের তারকাদের ইংল্যান্ড থেকে আমিরশাহিতে নিয়ে আসতে ব্যস্ত। এদিকে, আইপিএলেও পাঁচজন ইংল্যান্ড ক্রিকেটার অংশ নিচ্ছেন- জনি বেয়ারস্টো, স্যাম কুরান, মঈন আলি, দাভিদ মালান এবং ক্রিস ওকস। তাঁরা নাকি আইপিএল থেকে নিজেদের সরিয়ে নিতে পারে।
পাঁচজন ইংল্যান্ড তারকা ভারতীয় দলের সঙ্গেই আমিরশাহি পৌঁছনোর কথা ছিল। তারপরে আমিরশাহিতে ছয়দিনের কোয়ারেন্টিন সারার বিষয়ও পাকা ছিল।
আরও পড়ুন: ইংল্যান্ডকে ডুবিয়ে দিল ভারত! বিস্ফোরণ ঘটিয়ে সৌরভ-কোহলিদের তুলোধোনা ভনের
যাইহোক, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার সময় ইংল্যান্ডের ক্রিকেটাররা জানতে পারেন ভারতীয় শিবিরে করোনা সংক্রমণের জেরে কোহলিরা খেলতে চাইছেন না। পরে ইংলিশ ক্রিকেটারর জানতে পারেন, নতুন করে সংক্রমিত হওয়ার ভয়েই সরিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া।
ম্যাচের দিন অনেক ইংল্যান্ড ক্রিকেটারই কিটস নিয়ে হাজির হন ওল্ড ট্র্যাফোর্ডে। দর্শকরাও চলে এসেছিলেন। আসেননি শুধু কোহলিরাই।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন