লর্ডস টেস্ট শেষ একসপ্তাহ আগেই। বুধবার থেকে শুরু হয়ে গেল লিডস টেস্টও। তবে লর্ডস টেস্ট শেষ হয়েও যেন শেষ হচ্ছে না। লিডস টেস্ট শুরুর দিনেই এবার বড় খবর আছড়ে পড়ল ক্রিকেট মহলে।লর্ডসের লং রুমে নাকি দুই দলের ক্রিকেটারদের মধ্যে তুমুল বাক বিতণ্ডা হয়েছিল। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শেষে দুদলের ঝামেলায় জড়িয়ে পড়েন দুই ক্যাপ্টেন বিরাট কোহলি, জো রুটও। এমনটাই জানিয়েছে ব্রিটিশ প্রচারমাধ্যম 'দ্যা ডেইলি টেলিগ্রাফ'।
সেই প্রতিবেদনেই জানানো হয়েছে, লর্ডসের লং রুমে বেশ উত্তেজনাকর মুহূর্ত তৈরি হয়েছিল। লং রুম থেকে ড্রেসিংরুমে যাওয়ার পথেও দু-দলের ক্রিকেটারদের দেখা গিয়েছে তর্কাতর্কি করতে। লং রুমের ঝামেলা গড়ায় ড্রেসিংরুমেও।
আরও পড়ুন: কোহলির মাঠের ‘দাদাগিরি’তে পুরো সমর্থন শাস্ত্রীর, বেফাঁস মন্তব্যে ভয়ঙ্কর বিতর্কে নাসের
লর্ডসের লং রুম, ড্রেসিংরুমেও থেমে যায়নি দুই দলের ঝামেলা। প্যাভিলিয়নে ফেরার সময় উত্তেজিত কথাবার্তায় জড়িয়ে পড়েন জো রুট, বিরাট কোহলিও। সেই প্রতিবেদনের বক্তব্য, "ইংলিশ ক্রিকেটের পবিত্রতম স্থান লর্ডসের লং রুমে ঝামেলা! এমনটা আগে কখনও শোনা যায়নি।"
জেমস আন্ডারসনকে বাউন্সারে বিদ্ধ করার পরিকল্পনা নাকি এই উত্তেজনার পরেই। বুমরাকে লেলিয়ে দেন কোহলি। তারপরেই ১০ নম্বরে ব্যাট করতে নেমে নরক দর্শন করে যান আন্ডারসন। একের পর এক বাউন্সারে কাবু হয়ে আন্ডারসনকে স্বীকার করতে হয়, "এরকম পরিস্থিতিতে কেরিয়ারে কখনও পড়িনি।"
আরও পড়ুন: ‘ইংরেজদের নরক দর্শন করাও!’ কোহলির অতি আগ্রাসনে এবার মুখ খুললেন ভনও
লর্ডসে টেস্ট চালাকালীন সাধারণত এমসিসি সদস্যরা লং রুম থেকেই খেলা উপভোগ করেন। কোভিড অতিমারীর বিধিনিষেধ হিসাবে এবার এমসিসি সদস্যদের লং রুমে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তাই দুই দলের জন্যই ডাইনিং রুম হয়ে উঠেছিল লর্ডসের লং রুম।
সেই ঘটনার পর গড়িয়ে গিয়েছে অনেক জল। জেমস আন্ডারসনকে বাউন্সার বৃষ্টির পাল্টা দেন মার্ক উডরা। বুমরা-শামিদের করা শর্ট বল অবশ্য বুমেরাং হয়ে ফেরত যায় ইংল্যান্ড শিবিরেই। শেষমেষ ভারত ১৫১ রানে টেস্ট জিতে মোক্ষম জবাব দেয় ইংরেজদের।
লর্ডসের পর আপাতত কোহলিদের টার্গেট লিডস টেস্টেও জয় হাসিল করে সিরিজে ২-০ এগিয়ে যাওয়া। বুধবার লিডস টেস্টে টসে জিতে ভারত প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন