/indian-express-bangla/media/media_files/2025/06/25/indian-cricket-team-coach-gautam-gambhir-2025-06-25-19-03-25.jpg)
ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর
India vs England: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এই সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি বার্মিংহামে আয়োজন করা হবে। আর এই টেস্ট ম্য়াচের আগে টিম ইন্ডিয়ার স্কোয়াড থেকে রিলিজ করে দেওয়া হল তারকা পেসার হর্ষিত রানাকে (Harshit Rana)।
টিম ইন্ডিয়ার এই তরুণ স্পিডস্টারকে ইতিপূর্বে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে থেকে যেতে বলা হয়েছিল। কিন্তু, বার্মিংহাম যাওয়ার পথে টিম ইন্ডিয়ার বাসে তাঁকে দেখতে পাওয়া যায়নি।
স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা নাগাদ ভারতীয় ক্রিকেট দল লিডস থেকে রওনা দিয়েছে। বার্মিংহাম পৌঁছতে তাদের তিন ঘণ্টার সামান্য বেশি সময় লেগেছে।
Gautam Gambhir: 'কুৎসিত বলে দেবেন...', গৌতম গম্ভীরকে বেনজির আক্রমণ অভিনেতা অনুজয়ের
সূত্রের খবর, আগামী ২ দিন ভারতীয় ক্রিকেট দল বিশ্রাম নেবে। তারপর দ্বিতীয় টেস্ট ম্য়াচের জন্য শুরু করবে অনুশীলন। বার্মিংহামে টিম ইন্ডিয়া এই সিরিজে সমতা ফেরানোর চেষ্টা করবে। কাটাতে চাইবে হেডিংলের হতাশা।
ব্যাকআপ হিসেবে রাখা হয়েছিল হর্ষিতকে, জানালেন গম্ভীর
প্রথম টেস্টে ভারতীয় ক্রিকেট দলের পরাজয়ের পর হর্ষিত রানাকে নিয়ে গৌতম গম্ভীর (Gautam Gambhir) বলেন, 'আমি এই ব্যাপারে প্রথমে প্রধান নির্বাচকের সঙ্গে কথা বলিনি। কিন্তু, দলে হালকা চোট থাকার কারণে শেষপর্যন্ত বলতে বাধ্য হই। সেকারণে ওকে ব্যাকআপ হিসেবে রাখা হয়েছিল। তবে আপাতত সবকিছু ঠিক হয়ে গিয়েছে। আর যেহেতু সবকিছু ঠিক হয়ে গিয়েছে, তাই ওকে দেশে ফিরে যেতে বলেছি।'
এই প্রসঙ্গে, আপনাদের জানিয়ে রাখি, হেডিংলে টেস্টে টিম ইন্ডিয়া মোট ৮৩৫ রান করেছিল। এরমধ্যে রয়েছে পাঁচটি শতরান। তারপরও ভারত ৫ উইকেটে হেরে গিয়েছে।
4 Unwanted Record For Team India: একে তো লজ্জার হার, তার উপরে টিম ইন্ডিয়ার ঝুলিতে ৪ কলঙ্কের বোঝা!
টেস্ট ক্রিকেট ইতিহাসে এই প্রথমবার কোনও একটি দল পাঁচটি শতরান করেও ম্য়াচ হেরে গেল। টিম ইন্ডিয়ার এই পারফরম্য়ান্স নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় বইতে শুরু করেছে।