বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার জসপ্রীত বুমরা। তবে নেতৃত্বের অভিষেক টেস্টে তিনি যে এভাবে ব্যাট হাতে সাইক্লোন তুলবেন, কে ভাবতে পেরেছিল! এজবাস্টনে ভারতীয় ইনিংসের ৮৩তম ওভারে স্টুয়ার্ট ব্রড ৩৫ রান খরচ কে বসলেন। সেই সুবাদে ভারতও ৪০০ রানের গন্ডি পেরিয়ে গেল।
এর মধ্যে পাঁচ রান এল ওয়াইড থেকে। বাকি ২৯ তুললেন বুমরা। ভারতের নতুন টেস্ট ক্যাপ্টেন চারটে বাউন্ডারি, জোড়া ওভার বাউন্ডারি হাঁকালেন। যাতে। বার্মিংহ্যামের দর্শকরা কুর্নিশ করতে বাধ্য হলেন বুমরাকে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে লজ্জাজনক রেকর্ড গড়ে ফেললেন ব্রড। এটাই টেস্টের ইতিহাসে সবথেকে খরুচে ওভার। সেই সঙ্গে রেকর্ড নয়ছয় করার খেলায় বুমরা পেরিয়ে গেলেন লারাকেও। টেস্টে এক ওভারে সবথেকে বেশি রান তোলার মালিক ছিলেন এতদিন লারা। বুমরা পেরিয়ে গেলেন সেই কীর্তি।
আরও পড়ুন: পন্থের ব্যাটে তছনছ রেকর্ড বই! একের পর এক কীর্তির সিংহাসনে সুপারস্টার
টেস্ট ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ রান
২৯- ব্রডের ওভারে বার্মিংহ্যাম টেস্টে জসপ্রীত বুমরা, ২০২২
২৮- পিটারসেনের ওভারে জোহানেসবার্গ টেস্টে ব্রায়ান লারা, ২০০৩
২৮- জেমস আন্ডারসনের ওভারে পারথ টেস্টে জর্জ বেইলি, ২০১৩
এক ওভারে ৩৫ রান খরচ করার পরে ব্রড আপাতত টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ওভারে সবথেকে রান খরচ করার নিরিখে শীর্ষে। টি২০ ক্রিকেটেও এক ওভারে সবথেকে বেশি রান দেওয়ার নিরিখেও শ্রীলঙ্কার আকিলা ধনঞ্জয়ের সঙ্গে 'যুগ্ম শীর্ষে' ইংরেজ পেসার। ২০০৭ টি২০ ওয়ার্ল্ড কাপে যুবরাজ সিংয়ের কাছে ৩৬ রান খরচ করতে হয়েছিল তাঁকে। যুবরাজ ব্রডের এক ওভারে টানা ছয়টা ছক্কা হাঁকিয়েছিলেন।
আরও পড়ুন: পন্থের কীর্তিতে স্থির থাকলেন না শান্ত দ্রাবিড়ও! ‘সৌরভ’ হয়ে সেলিব্রেশনে মাতলেন হেডস্যার, দেখুন
আর আগুনে বুমরার ব্যাটে ভর করে ভারত স্কোরবোর্ডে ৪১৬ তুলে ফেলল। প্ৰথম দিন ৯৮/৫ হয়ে যাওয়ার পরে ভারতের এই কামব্যাক ফের রেকর্ডের বন্যায় ভেসে এল। প্ৰথম দিন ঋষভ পন্থের সেঞ্চুরির পরে দ্বিতীয় দিনে প্ৰথম সেশনেই শতরান পূর্ণ করে ফেলেন রবীন্দ্র জাদেজা। জাদেজা-পন্থের ২২২ রানের পার্টনারশিপ সেরার সেরা হয়ে থাকল।