Advertisment

বুমরার গোলা-বারুদে ভাঙচুর উইকেট, জয়ের কাছেই ভারত, দেখুন ভিডিও

ম্যাচের পঞ্চম দিনে বল হাতে আগুন ঝরাচ্ছেন জসপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাদেজা। দুজনেই লাঞ্চের পরে জোড়া শিকার করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ওভালে ঐতিহাসিক জয়ের থেকে আর মাত্র কয়েক ধাপ দূরে। আর শেষদিনে ভারতকে জয়ের দোরগোড়ায় নিয়ে গেলেন জসপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাদেজা জুটি।

Advertisment

লাঞ্চের পরে ইংল্যান্ড ৬ উইকেট হারিয়ে ধুঁকছে। জাদেজা এবং বুমরার ক্ষেপণাস্ত্র সামলাতে ব্যর্থ ইংল্যান্ড। প্ৰথম সেশনেই জোড়া উইকেট তুলে নিয়েছিল ইন্ডিয়া। ১০০ রানের ওপেনিং পার্টনারশিপ ভেঙে ইংরেজ ব্যাটিং অর্ডারে পতনের সূচনা করেছিলেন শার্দূল ঠাকুর। রোরি বার্নসকে (৫০) ফিরিয়ে। এরপরে হাসিব হামিদের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন দাভিদ মালানও। লাঞ্চের সময় ক্রিজে ব্যাটিং করছিলেন হাসিব হামিদ এবং জো রুট।

আরও পড়ুন: মাঠেই নামতে পারলেন না পূজারা-রোহিত! বড় ধাক্কায় তোলপাড় কোহলির ভারত

আর দ্বিতীয় সেশনেই জাদেজা-বুমরার হাতে লাঞ্ছিত ইংল্যান্ড। দুজনেই জোড়া উইকেট শিকার করেছেন শেষ আপডেট অনুযায়ী। লাঞ্চের পরেই জাদেজার ঘূর্ণিতে বোল্ড হন হামিদ। ঠিক তারপরেই বুমরার শিকার অলি রবিনসন। সরাসরি ইংল্যান্ড তারকাকে বোল্ড করে দেন তিনি। মাঝে জাদেজা মঈন আলিকে (০) ফিরিয়ে দেন।

আরও পড়ুন: খুন খারাপি মেজাজে বুমরা ভাঙলেন কপিলের কীর্তি, ওভালে রেকর্ডের পর রেকর্ড

অলি রবিনসনকে ফেরানোর পরের ওভারেই বুম বুম বুমরা শিকার জনি বেয়ারস্টো। ১৪৩ কিমির ইয়র্কার রুখতে পারেননি বেয়ারস্টো। বিনা উইকেটে ১০০ থেকে ইংল্যান্ড ১৪৭/৬ হয়ে যায়। স্কোরবোর্ডে ৪৭ রান যোগ করার ফাঁকেই ইংল্যান্ডের মিডল অর্ডারে ধস নেমে গিয়েছে।

বেয়ারস্টোকে আউট করার সঙ্গেই বুমরার টেস্ট উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ১০১-এ। ড্রিংক্স বিরতি পর্যন্ত ইংল্যান্ড ১৫০/৬। অধিনায়ক জো রুটের (১৯) সঙ্গে ক্রিজে ব্যাটিং করছেন ক্রিস ওকস। ভারত আর জয়ের মাঝে এখন কেবল একজনই- জো রুট!

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

England Indian Cricket Team Jasprit Bumrah
Advertisment