Pakistan Jersey Controversy in IND vs ENG 4th Test: ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড মাঠে টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচে (IND vs ENG 4th Test Match) ভারত যে ভাবে ম্যাচ ড্র করেছে, তা কার্যত নৈতিক জয়-ই বলা চলে। প্রায় হেরে যাওয়া অবস্থায় দাঁড়িয়ে রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, কেএল রাহুল এবং অধিনায়ক শুভমান গিলের লড়াকু ইনিংস ভারত ম্যাচে ফেরে।
পাকিস্তানি জার্সি ঘিরে বিতর্ক
এই রোমাঞ্চকর ম্যাচ চলাকালীন গ্যালারিতে এক অদ্ভুত ঘটনা ঘটে যায়। এক দর্শক, যিনি পাকিস্তান ক্রিকেট দলের জার্সি পরে মাঠে এসেছিলেন, তাঁকে নিরাপত্তারক্ষীরা সেই জার্সি ঢাকতে বলেন। ওই দর্শককে ভাইরাল হওয়া ভিডিওতে বলতে শোনা যায়, “ভারতীয় দর্শকদের যদি কোনও আপত্তি না থাকে, তাহলে আপনাদের কী সমস্যা?”
যদিও ম্যাচ শুরুর আগেই স্টেডিয়ামের নির্দেশিকায় জানানো হয়েছিল, শুধুমাত্র ভারত ও ইংল্যান্ড (India vs England) দলের পতাকা, ব্যানার ও জার্সিই মাঠে অনুমোদিত থাকবে। ল্যাঙ্কাশায়ার কাউন্টি ক্লাব জানিয়েছে, তারা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে। ক্লাবের এক মুখপাত্র বলেছেন, “আমরা এই ঘটনার বিষয়ে অবগত এবং পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।”
আরও পড়ুন ইংল্যান্ড সিরিজে ১১-৭ স্কোরে এগিয়ে ভারত! এই পরিসংখ্যান দেখলে কুর্নিশ জানাবেন টিম ইন্ডিয়াকে
শুভমান-রাহুল-জাদেজা-সুন্দরের অসাধারণ পারফরম্যান্স
ভারতের ইনিংসে অধিনায়ক শুভমান গিল খেলেন এক অনবদ্য ১০৩ রানের ইনিংস, আর কেএল রাহুল করেন গুরুত্বপূর্ণ ৯০ রান। দু’জন মিলে তৃতীয় উইকেটে ১৮৮ রানের জুটি গড়েন, যা ভারতের লড়াইয়ে ফেরার ভিত তৈরি করে। এরপর রবীন্দ্র জাডেজা ও ওয়াশিংটন সুন্দর দু’জনেই শতরান করে ইংল্যান্ডের মুখের গ্রাস কেড়ে নেন।
আরও পড়ুন পয়েন্ট টেবিলে বড় রদবদল, ম্যানচেস্টার টেস্ট ড্র'য়ের পর কোথায় দাঁড়িয়ে টিম ইন্ডিয়া?
এখন সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট খেলা হবে লন্ডনের ওভাল মাঠে। তবে ভারত সেই ম্যাচ জিতলেও সিরিজ জিততে পারবে না, কারণ চারটি ম্যাচ শেষে তারা সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে।