WTC Points Table: পয়েন্ট টেবিলে বড় রদবদল, ম্যানচেস্টার টেস্ট ড্র'য়ের পর কোথায় দাঁড়িয়ে টিম ইন্ডিয়া?

India vs England Manchester Test: ড্র হয়ে গিয়েছে ম্যানচেস্টার টেস্ট ম্য়াচ। ভারতীয় ব্যাটারদের আপ্রাণ লড়াইয়ের পর ইংরেজদের জয়ের স্বপ্ন চুরমার হয়ে গিয়েছে। এই সিরিজে ড্র করার সুযোগ এখনও রয়েছে ভারতের সামনে।

India vs England Manchester Test: ড্র হয়ে গিয়েছে ম্যানচেস্টার টেস্ট ম্য়াচ। ভারতীয় ব্যাটারদের আপ্রাণ লড়াইয়ের পর ইংরেজদের জয়ের স্বপ্ন চুরমার হয়ে গিয়েছে। এই সিরিজে ড্র করার সুযোগ এখনও রয়েছে ভারতের সামনে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shubman Gill (6)

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল

WTC Points Table 2025-27: ড্র হয়ে গিয়েছে ম্যানচেস্টার টেস্ট ম্য়াচ (IND vs ENG 4th Test Match)। ভারতীয় ব্যাটারদের আপ্রাণ লড়াইয়ের পর ইংরেজদের জয়ের স্বপ্ন চুরমার হয়ে গিয়েছে। এই সিরিজে ড্র করার সুযোগ এখনও রয়েছে ভারতের (Indian Cricket Team) সামনে। আগামী ৩১ জুলাই থেকে দ্য ওভালে সিরিজের অন্তিম তথা পঞ্চম টেস্ট ম্য়াচ খেলা হবে। এই ম্য়াচটা টিম ইন্ডিয়া যে কোনও মূল্যে জিততে চায়। কারণ, চলতি টেস্ট সিরিজে ইংল্যান্ড (India vs England) এখনও ২-১ ব্য়বধানে এগিয়ে রয়েছে। তারা লিডস (প্রথম) এবং লর্ডস (তৃতীয়) টেস্ট ম্য়াচে জয়লাভ করে। অন্যদিকে ভারত বার্মিংহাম (দ্বিতীয়) টেস্ট ম্য়াচে জিতে সকলকে চমকে দিয়েছিল।

Advertisment

IND vs ENG 4th Test: '১০ রান না করলে কিছু যায় আসত না', হ্যান্ডশেক বিতর্কে দোষ মানতে নারাজ স্টোকস

কোনও বদল হয়নি পয়েন্ট টেবিলে

Advertisment

ভারত এবং ইংল্যান্ডের মধ্যে আয়োজন পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে চতুর্থ ম্য়াচটা ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট স্টেডিয়ামে খেলা হয়েছিল। এই ম্য়াচের ফলাফল শেষপর্যন্ত ড্র হয়। আর এই ড্র'য়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ২০২৫-২৭ চক্রে খুব একটা বেশি পরিবর্তন দেখতে পাওয়া যায়নি। ইংল্যান্ড তৃতীয় স্থানে এবং ভারত চতুর্থ স্থানে দাঁড়িয়ে রয়েছে। দুটো দলের ঝুলিতে যথাক্রমে ২৬ এবং ১৬ পয়েন্ট রয়েছে। অন্যদিকে, জয়ের শতকরা হার যথাক্রমে ৫৪.১৭ এবং ৩৩.৩৩। এই তালিকায় শীর্ষস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তারা ৩৬ পয়েন্ট সংগ্রহ করেছে। জয়ের শতকরা হার ১০০ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। তারা দুটো টেস্ট ম্য়াচের মধ্যে মাত্র একটাই জিততে পেরেছে। ঝুলিতে রয়েছে ১৬ পয়েন্ট। জয়ের শতকরা হার ৬৬.৬৭।

IND vs ENG: ঠিক যেন রিপিট টেলিকাস্ট! ৮৯ বছর আগে ওল্ড ট্রাফোর্ডে কী ঘটেছিল ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচে?

ড্র'য়েই পরিসমাপ্তি চতুর্থ টেস্ট ম্য়াচ

শুভমান গিল, রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর ম্যানচেস্টারের দ্বিতীয় ইনিংসে শতরান করেন। আর এই সেঞ্চুরির দৌলতেই ভারত এবং ইংল্যান্ডের মধ্য়ে আয়োজিত চতুর্থ টেস্ট ম্য়াচ ড্র হয়ে যায়। এই ম্য়াচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত। যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন এবং ঋষভ পন্থের হাফসেঞ্চুরির দৌলতে ভারত প্রথম ইনিংসে ৩৫৮ রান তোলে। জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে ১০ উইকেট হারিয়ে করে ৬৬৯ রান। সেইসঙ্গে ৩১১ রানে তারা এগিয়ে যায়। এরপর টিম ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৪২৫ রান করে। শেষপর্যন্ত এই ম্য়াচ ড্র ঘোষণা করা হয়। পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে ইংল্যান্ড এখনও পর্যন্ত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। চলতি সিরিজের শেষ টেস্ট ম্য়াচটি আগামী ৩১ জুলাই থেকে দ্য ওভালে আয়োজন করা হবে।

Indian Cricket Team India vs England IND vs ENG 4th Test Match WTC Points Table 2025-27