/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/03/imgonline-com-ua-twotoone-QiviniRr3l_copy_1200x676.jpg)
বেন স্টোকস গালাগালি দিয়েছেন মহম্মদ সিরাজকে। চতুর্থ টেস্টের প্রথম দিনের খেলার শেষেই বিস্ফোরণ ঘটালেন ভারতীয় পেসার। দিনের শেষেই মুরলি কার্তিককে দেওয়া সম্প্রচারকারী চ্যানেলের হয়ে সাক্ষাৎকারে মহম্মদ সিরাজ পুরো ঘটনা খোলসা করলেন। জানিয়ে দিলেন, বেন স্টোকস রীতিমত অপশব্দ প্রয়োগ করেন। তারপরেই পাল্টা দেন ক্যাপ্টেন কোহলি।
"বেন স্টোকস আমাকে গালি দিচ্ছিল। তারপরে সেই ঘটনা বিরাট ভাইকে জানাই। তারপরে ও গোটা ঘটনা সামলে দেয়।" বলে দেন তিনি।
আরো পড়ুন: সিরাজকে গালি, তারপরেই স্টোকসকে তেড়ে গেলেন কোহলি! মোতেরার আগুন ভিডিও দেখুন
এদিন স্টোকস এবং কোহলিকে দেখা গিয়েছিল উত্তপ্ত বাক্য বিনিময় করতে। তার আগে অবশ্য একপ্রস্থ বেঁধে গিয়েছিল সিরাজ এবং স্টোকসের। কী কারণে এই উত্তপ্ত বাদানুবাদ? আসলে সিরাজ যখন বল করতে এসেছিলেন তখন সদ্য ক্রিজ থেকে ফিরে গিয়েছেন জো রুট। সেই ওভারেই শরীর লক্ষ্য করে হায়দরাবাদি পেসার তীব্র বাউন্সার দিয়ে বসেন বিগ বেন-কে। এটা মোটেই ভালোভাবে নেননি স্টোকস। সঙ্গেসঙ্গেই সিরাজকে একহাত নেন তিনি।
Best vs Best!!😬#India 🇮🇳🇮🇳#stokes#Kohli#INDvsENG#AhmedabadTest#siraj#sledgepic.twitter.com/fDefXT5bwz
— Parikshit manglunia (@pa10231) March 4, 2021
এরপরেই এই লড়াইয়ে প্রবেশ করেন কোহলি। দলের পেসারের পাশে দাঁড়িয়ে কার্যত ধুয়ে দেন স্টোকসকে। সেই সময় জনি বেয়ারস্টো অবশ্য মুচকি হাসছিলেন। যদিও স্টোকসকে অতটা রিল্যাক্সড লাগছিল না।
আরো পড়ুন: মারের নাম ধনঞ্জয়! ওভারে ছয় ছক্কা হাঁকিয়ে মস্তানির রেকর্ড পোলার্ডের, দেখুন ভিডিও
সেই সময়েই দুই তারকাকে থামান আম্পায়ার। এখানেই ঝামেলার পরিসমাপ্তি ঘটেনি। সেই ওভারে সিরাজ এবং স্টোকসের আগুনে দৃষ্টি বিনিময় হয় বেশ কয়েকবার। সিরাজকে তিনটে বাউন্ডারিও হাঁকান স্টোকস সেই ওভারে।
প্রসঙ্গত, এর আগেও অস্ট্রেলীয় সফরে বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের শিকার হয়েছিলেন তারকা পেসার। চতুর্থ টেস্টের প্রথম দিনে বল হাতে দারুণ করে গেলেন তিনি।
Virat - Ben Stokes 😠
Ben - Yeah ,Virat What you saying ?
Virat - Nothing,you won't get it
Ben - Ohh I got it 👀 #INDvsENG#ViratKohli#benstokespic.twitter.com/7BCZhHicEt— ¶ Mahesh ¶ (@CloudyMahesh) March 4, 2021
প্রথম সেশনে জো রুটকে আউট করেন। তারপর লাঞ্চের পরেই ফিরিয়ে দেন ক্রিজে টিকে যাওয়া জনি বেয়ারস্টোকে। সিরাজ নিজেদের পরিকল্পনা জানাতে গিয়ে বলেন, "এটা পুরোপুরি ব্যাটিং সহায়ক উইকেট। বল ব্যাটে আসছিল দারুণভাবে। আমাদের প্ল্যানিং ছিল একই জায়গায় বল রেখে ধৈর্য্য রাখা। বিরাট ভাই বলেছিল, আমাদের মাত্র দুজন ফাস্ট বোলার। তাই আমাদের দুজনকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে।"
এদিন জোড়া উইকেট শিকারের পর সিরাজ আরো বলেছেন, "রিলায়েন্স এন্ড থেকে যখন বোলিং করলে একটু আধটু বাউন্স মিলছিল। অস্ট্রেলিয়া হোক বা দেশের মাটি যেখানেই খেলি নিজেকে উজাড় করে দেওয়ার চেষ্টা করি। এতে দলের ওপর থেকে চাপ কমে।"
এদিকে, ইংল্যান্ডের প্রথম ইনিংসে ২০৫ রানের জবাবে ভারত দিনের শেষে ২৪/১। শুভমান গিল ইনিংসের প্রথম ওভারেই ফিরে যাওয়ার পর ক্রিজে অপরাজিত রয়েছেন রোহিত শর্মা (১৫) এবং চেতেশ্বর পূজারা (৮)।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন