হারের পরেই বড়সড় ধাক্কা খেল ভারত। হাসপাতালে নিয়ে যাওয়া হল রবীন্দ্র জাদেজাকে। লিডসে তৃতীয় টেস্ট চলাকালীনই হাঁটুতে চোট পান জাদেজা। তারপরেই শনিবার টেস্ট শেষের পরে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে জাদেজাকে লিডসের এক হাসপাতালে স্ক্যান করতে নিয়ে যাওয়া হয়।
Advertisment
চলতি ইংল্যান্ড সিরিজের পরপর তিনটে টেস্টেই খেলেছেন জাদেজা। জানা গিয়েছে লিডস টেস্টের প্রথম দিনে ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট পান তিনি। লিডস টেস্টের প্রথম দিনে জাদেজা হাঁটুতে চোট পান। শামির বল পয়েন্ট দিয়ে হাঁকিয়েছিলেন ইংরেজ ওপেনার হাসিব হামিদ। সেই বল সরাসরি জাদেজার হাঁটুতে আছড়ে পড়ে। সেই ওভারেই জাদেজাকে দেখা গিয়েছিল ডান পায়ের খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন তিনি। তারপরে ইংল্যান্ডের ইনিংসের ৩২ তম ওভারে মাঠ ছাড়েন তিনি।
হাসপাতালে স্ক্যান করতে নিয়ে যাওয়ার পরে জাদেজা নিজের ইনস্টাগ্রাম একাউন্টে একটি ছবি পোস্ট করেন। যেখানে তাঁকে দেখা যাচ্ছে, রোগীদের পোশাক পরে পোজ দিচ্ছেন। ক্যাপশনে লেখা, "এমন জায়গায় আসা মোটেই ভাল নয়।"
জাদেজার চোট নিয়ে অবশ্য খুব বেশি উদ্বিগ্ন নয় টিম ম্যানেজমেন্ট। কারণ জাদেজার চোট যে সিরিয়াস, তা ধরা হচ্ছে না। স্ক্যান রিপোর্ট ঠিকঠাক এলে টিমের সঙ্গে অগাস্টের ৩০-এ লিডস ছাড়ছেন জাদেজা।
২ সেপ্টেম্বর থেকে ওভালে চতুর্থ টেস্ট। সেই টেস্টে জোড়া স্পিনারে দল সাজাতে পারে ভারত। জাদেজার সঙ্গে অশ্বিনকেও প্রথম একাদশে দেখা যেতে পারে। ওভালের পিচ চিরাচরিতভাবে স্লো বোলারদের উপযোগী।
অশ্বিন চলতি ইংল্যান্ড সিরিজের একটিও ম্যাচ না খেললেও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলেছিলেন। তারপরে কাউন্টিতে খেলেন সারের জার্সিতে। সেখানে এক ইনিংসে হাফডজন শিকার করেন তিনি।