/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/08/image-2021-08-12T215509.069_copy_1200x676.jpg)
লর্ডসে বিশ্বরেকর্ড গড়ে ফেলল টিম ইন্ডিয়া। ওপেনিংয়েই নজির গড়ে ফেললেন কেএল রাহুল এবং রোহিত শর্মা। টিম ইন্ডিয়ার হয়ে ওপেনিংয়ে লর্ডসে একশো রানের জুটি গড়ে ৬৯ বছরের রেকর্ড ভেঙে চুরমার করে দিলেন রোহিত-রাহুল।
টসে হেরে ভারত প্রথমে ব্যাট করতে নেমে লর্ডসে প্রথম জুটিতেই তুলে ফেলেছিলেন ১২৬ রান। মেঘলা আবহাওয়ায় ব্যাট করতে নেমে কেএল রাহুল, রোহিত শর্মা দুজনেই সতর্কভাবে ইনিংসের গোড়াপত্তন করেন। প্ৰথম ১৫ ওভারে ধীরে সুস্থে খেলার পর দুই ওপেনার খোলস ছেড়ে বেরোয় তারপরে।
আরও পড়ুন: আমিরশাহি নামার অনুমতিই নেই সিএসকের! IPL-এর আগেই ব্যাপক ঝামেলায় ধোনিরা
রান রেটও আস্তে আস্তে বাড়তে থাকে। হিটম্যানের সামনে এদিন মার্ক উড, জেমস আন্ডারসন, স্যাম কুরানরা কার্যত বিশেষ সুবিধা করতে পারেনি। রোহিত আগ্রাসী ভূমিকা নেওয়ার পরে অন্যপ্রান্তে সেকেন্ড ফিডলের ভূমিকা নেন কেএল রাহুল। ১৯৫২ সালে ভারত শেষবার লর্ডসে একশো রানের ওপেনিং পার্টনারশিপ গড়েছিল। সেই টেস্টে ভারতের দুই ওপেনার ছিলেন বিনু মানকড এবং পঙ্কজ রায়। সেই টেস্টে মানকাদ এবং পঙ্কজ রায় স্কোরবোর্ডে ১০৬ রান তুলেছিলেন। ৬৯ বছরের পুরোনো সেই রেকর্ড পেরিয়েই এদিন রোহিত-রাহুলের ব্যাটে ভারত তুলল ১২৬ রান।
A 💯- run partnership for #TeamIndia openers at Lord's 👏👏
Live - https://t.co/KGM2YELLde#ENGvINDpic.twitter.com/BVKle9QyMt— BCCI (@BCCI) August 12, 2021
ইংলিশ কন্ডিশনে দুই ওপেনার ই দুরন্ত ছন্দে ব্যাট করছিলেন। শতরানের কাছাকাছি পৌঁছেও গিয়েছিলেন রোহিত। তবে আন্ডারসনের বলে ব্যক্তিগত ৮৩ রানের মাথায় ফিরতে হয় হিটম্যানকে। রোহিতকে আউট করে ভারতীয় ইনিংসে প্রথম ধাক্কা দেন আন্ডারসনই। সরাসরি বোল্ড করে রোহিতকে শতরান থেকে বঞ্চিত করেন আন্ডারসন।
আরও পড়ুন: ইন্ডিয়া সিরিজে মুনাফা কোটি কোটি! সৌরভদের কাছে কৃতজ্ঞতায় ঝুঁকল লঙ্কান বোর্ড
রোহিত ফিরে যাওয়ার কিছুক্ষণ পরেই ভারতকে দ্বিতীয় ঝটকা দেন আন্ডারসন-ই। চেতেশ্বর পূজারাকে (৯) ফিরিয়ে দিয়ে। চা বিরতির পর ব্যাট করতে নেমে ভারত আপাতত কেএল রাহুল (৭৯ নটআউট) এবং বিরাটের (৯) ব্যাটে বড় রান গড়ার ইঙ্গিত দিচ্ছে। দুজনে স্কোরবোর্ডে ফিফটি রানের পার্টনারশিপ গড়ে ফেলেছেন ইতিমধ্যেই।
ভারতের প্রথম একাদশ:
রোহিত শর্মা, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরা
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন