/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/09/Untitled-design-5-1_copy_1200x676.jpg)
পঞ্চম টেস্টে বাতিলে নির্ধারিত সূচির আগেই শেষ হয়ে গিয়েছে ভারত-ইংল্যান্ড সিরিজ। তবে সেই সিরিজ শেষ হয়ে গেলেও উত্তেজনা এখনও বহাল। সদ্য সমাপ্ত সিরিজ একের পর এক উত্তেজক মুহূর্ত উপহার দিয়েছে। এর মধ্যে লর্ডসে জসপ্রীত বুমরা বনাম জেমস আন্ডারসনের ঝামেলা এখনও ক্রিকেট মহলে মুখরোচক বিষয়।
লর্ডসে জিতে ভারত সিরিজে ১-০ এগিয়ে যায়। তবে সেই ম্যাচে আন্ডারসন এবং বুমরার ঝামেলা ক্রিকেট মহলে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। দুই দলের তারকা ক্রিকেটারদের মধ্যে কী নিয়ে বাগবিতণ্ডা হয়েছিল, তা এখনও প্রকাশ্যে আসেনি। তবে শার্দুল ঠাকুর সেই বিষয়ে মুখ খুললেন এবার।
আরও পড়ুন: আইপিএলে আমিরশাহি ঢুকতে ‘বাধা’ আফগান তারকাকে! বড় সমস্যায় নাজেহাল সানরাইজার্স
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে শার্দূল বলেছেন, "আমরা আন্ডারসনকে আক্রমণ করতে চেয়েছিলাম। লর্ডসের সেই ঘটনার রেশ ওভালেও পৌঁছে গিয়েছিল। আমাকে বলা হয়েছিল, বুমরাকে গালিগালাজ করেছে ইংল্যান্ড শিবির। এই গালিগালাজ প্রকাশ্যে বলা সম্ভব নয়। তবে প্রত্যেকে সেই ঘটনার পরে চার্জড আপ হয়ে যায়।"
লর্ডসে আন্ডারসনকে একের পর এক বাউন্সারে ভাসিয়ে দেন বুমরা। তারপরেই আন্ডারসন ব্যাপক ক্ষুব্ধ হন। পরে বুমরা ব্যাট করতে নেমে অলি রবিনসন, মার্ক উডদের কাছ থেকে একের পর এক শরীর লক্ষ্য করে শর্ট বল হজম করেন। যদিও মহম্মদ শামি এবং জসপ্রীত বুমরা ব্যাট হাতে ৮৯ রানের পার্টনারশিপ গড়ে ইংল্যান্ডকে রিংয়ের বাইরে ছিটকে দেন।
আরও পড়ুন: অন্ধ্রপ্রদেশ ছাড়লেন বিহারি! আজাহারউদ্দিনের পরামর্শে কেরিয়ারের বড় সিদ্ধান্ত তারকার
শার্দূলের বক্তব্য, ভারতীয় টেলএন্ডাররা প্রতিপক্ষ দলের শর্ট বলের শিকার হন হামেশাই। তাই প্রতিপক্ষ দলকে একই 'ওষুধ' প্রয়োগে সমস্যা কোথায়! সাক্ষাৎকারে তারকা অলরাউন্ডারের যুক্তি, "আমরা যখন বিদেশে যাই। টেলএন্ডারদের লক্ষ্য করে বাউন্সার করা হয়। নটরাজন প্রথম শ্রেণির ক্রিকেটেও বেশি ব্যাট করেনি, তা জানা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় মিচেল স্টার্ক, প্যাট কামিন্সরা বাউন্সারে ভাসিয়ে দিয়েছিল। তাই এখন প্রতিপক্ষ দলের টেলএন্ডাররা যখন ব্যাট করতে নামে, আমরা কেন বাউন্সার দিতে পারব না? আমরা কেন বডিলাইন আক্রমণ করব না? আমরা কাউকে সন্তুষ্ট করার জন্য মাঠে নামিনা। জয়ের জন্যই একমাত্র আমাদের মাঠে নামা।"
লর্ডসে জেতার পরে ভারত হেডিংলেতে শোচনীয়ভাবে হেরে বসে। তারপরে ওভালে দুরন্ত কামব্যাক ঘটিয়ে জিতে ভারত সিরিজে ২-১ এগিয়ে যায়। এখন পঞ্চম টেস্ট বাতিল হয়ে যাওয়ায় দ্বিপাক্ষিক সিরিজের ফলাফল এখন কী হয়, সেটাই দেখার।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন