লুকিয়ে লুকিয়ে খাবার খাচ্ছিলেন। সেটাই ধরা পড়ে গেল ক্যামেরায়। রোহিত শর্মাকে নিয়ে তারপরেই হাসির তুফান উঠেছে ক্রিকেট মহলে। এমনিতে ওজন নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমত ট্রোলের শিকার হন তারকা ক্রিকেটার। মাঠে বিধ্বংসী ফর্ম দেখালেও ট্রোলাররা হিটম্যানকে কোনোরকম ছাড় দেন না। আগামী দিনে সম্ভবত নতুনভাবে ট্রোলিংয়ের মোকাবিলা করতে হবে তাঁকে।
প্রথম দুই টি২০-তে রোহিত শর্মাকে বিশ্রামে পাঠানো হয়েছে। তাঁর অনুপস্থিতিতে ভারতের টপ অর্ডার প্রথম ম্যাচে ভেঙে পড়েছিল। মাত্র ১২৪ রানে গুটিয়ে গিয়েছিল। সেই রান তাড়া করে ইংল্যান্ড ৮ উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। তবে রবিবারই দারুণভাবে প্রত্যাবর্তন ঘটিয়ে ভারত সিরিজ ১-১ করে ফেলেছে।
আরো পড়ুন: ফিফটির পরে ব্যাট তুললেন দেরিতে, ম্যাচের শেষে অদ্ভুত কারণ জানালেন ঈশান
আর রবিবারে দলের সতীর্থরা যখন মাঠে ব্যস্ত তখন রোহিত সাজঘরে বসে খেলা দেখছিলেন। চুপচাপ বসে খেলা দেখার সময়েই কিছু খাবার নিয়ে বেঞ্চে বসার পরিকল্পনা ছিল তারকার। একজন সাপোর্ট স্টাফের পিছনে খাবার রেখে তা উদরস্ত করছিলেন তিনি। জনসমক্ষে তা লুকিয়ে রাখতে সমর্থ হলেও ক্যামেরায় রোহিতের খাবার দৃশ্য ধরা পড়ে যায়।
সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হতেই তা ভাইরাল। একের পর এক নেটিজেনরা রোহিতকে নিয়ে টুইট করতে থাকেন। রোহিতকে ভালোবেসে সমর্থকরা ডাকেন ‘বড়া পাও’ শর্মা বলে। রবিবারের পর সেই ‘ভালোবাসার অত্যাচার’ যে আরো জোরালো হবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।
আরো পড়ুন: মুম্বই ইন্ডিয়ান্স ছাড়বেন ঈশান, সূর্যকুমার! আগামী IPL-এ বড়সড় ধাক্কার মুখে চ্যাম্পিয়ন দল
যাইহোক, দ্বিতীয় টি২০ ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে ভারত ইংল্যান্ডকে ৭ উইকেটে বিধ্বস্ত করেছে। প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ১৬৪/৬ তোলে। ওপেনার জেসন রয় (৪৬) আরো একবার দলের সর্বোচ্চ স্কোরার হলেন। বেন স্টোকস (২৪), ডেভিড মালান (২৪) ইয়ন মর্গ্যানরাও (২৮) ব্যাট হাতে অবদান রাখেন।
ভারতের ব্যাটসম্যানদের কাছে এই রান তুলতে কোনো সমস্যাই হয়নি। কেএল রাহুল প্ৰথম ওভারেই শূন্য রানে আউট হয়ে ফিরে গেলেও ভারতের ইনিংস টেনে নিয়ে যান অভিষেককারী ঈশান কিষান (৫৬) এবং ক্যাপ্টেন বিরাট কোহলি (৭৩)। দুজনে দ্বিতীয় উইকেটেই তুলে দেন ৯৪ রান। ঈশান কিষান আউট হয়ে গেলেও কোহলি অপরাজিত থেকে দলকে জয়ের সীমানায় পৌঁছে দেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন