/indian-express-bangla/media/media_files/2025/06/17/2CiLkPXJXtpTlcZ8DQlO.jpg)
ভারতীয় ক্রিকেট দল থেকে বাদ পড়তে পারেন রবীন্দ্র জাদেজা
Indian Cricket Team: আপাতত ইংল্যান্ড সফরে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজে দুই দলের মধ্যে ৫ টেস্ট ম্য়াচের আয়োজন করা হবে। সিরিজের (India vs England) প্রথম ম্য়াচটি আগামী ২০ জুন থেকে হেডিংলে লিডসে খেলা হবে। এই টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার হয়ে খেলবেন না বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবিচন্দ্রন অশ্বিনের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। এই পরিস্থিতিতে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), কেএল রাহুল এবং ঋষভ পন্থের মতো সিনিয়র ক্রিকেটারদের উপর ভাল পারফরম্য়ান্সের চাপ অবশ্যই থাকবে। এই সবকিছুর মধ্যেই ভারতীয় স্কোয়াডে এমন একজন ক্রিকেটার রয়েছেন, যাঁর কাছে এই ইংল্যান্ড সফরই শেষ সুযোগ হতে পারে! ইতিমধ্যে আপনারা হয়ত ভাবতে শুরু করেছেন যে কোন ক্রিকেটারকে নিয়ে আলোচনা করা হচ্ছে। এই ক্রিকেটার আর কেউ নন, টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
টেস্ট ক্রিকেটে রবীন্দ্র জাদেজার সাম্প্রতিকতম পারফরম্য়ান্স
টেস্ট ক্রিকেটে রবীন্দ্র জাদেজার সাম্প্রতিকতম পারফরম্যান্স যে একেবারেই নজরকাড়া নয়, তা বলাই বাহুল্য। গত ১০ ম্য়াচে তিনি ২২.৮১ গড়ে মাত্র ৩৬৫ রান করেছেন। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে মাত্র দুটো হাফসেঞ্চুরি দেখতে পাওয়া গিয়েছে। এমনকী, তাঁর স্ট্রাইক রেটও মাত্র ৪৮.১৫।
India vs England Test Series: ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে শুভমান, ভাঙতে পারেন সৌরভের রেকর্ড
যদিও তাঁর বোলিং পারফরম্য়ান্স তুলনামূলকভাবে কিছুটা হলেও ভাল। ১০ ম্য়াচের ১৬ ইনিংসে তিনি মোট ৩৬ উইকেট শিকার করেছেন। এরমধ্যে ১৬ উইকেট আবার তিনি নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে শিকার করেছিলেন। ভারতীয় উইকেটে জাদেজা বল হাতে যতটা বিষাক্ত হয়ে উঠতে পারেন, বিদেশের মাটিতে তার ছিটেফোঁটাও দেখতে পাওয়া যায় না। এক-একটা উইকেট শিকার করার জন্য তাঁকে যথেষ্ট লড়াই করতে হয়। এই পরিস্থিতিতে যদি জাদেজাকে টেস্ট ক্রিকেট দলে নিজের জায়গা ধরে রাখতে হয়, তাহলে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট এবং বল হাতে যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করতে হবে।
কে হতে পারেন রবীন্দ্র জাদেজার বিকল্প?
আপনারা হয়ত ভাবছেন যে রবীন্দ্র জাদেজাকে যদি ভারতীয় ক্রিকেট দল থেকে বাদ দেওয়া হয়, তাহলে অলরাউন্ডার হিসেবে কাকে সুযোগ দেওয়া হবে? জানিয়ে রাখা ভাল, একাধিক অলরাউন্ডার আপাতত টিম ইন্ডিয়ার টেস্ট স্কোয়াডে জায়গা পাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। সেই তালিকায় নাম রয়েছে অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দরের মতো ক্রিকেটারদের। ইতিপূর্বে, এই দুই ক্রিকেটারকে লাল বলে যখনই সুযোগ দেওয়া হয়েছে, তাঁরা নিজেদের যোগ্যতার প্রতি সুবিচার করেছেন। এই পরিস্থিতিতে আসন্ন ইংল্যান্ড সিরিজে রবীন্দ্র জাদেজা যদি ভাল পারফরম্য়ান্স না করতে পারেন, তাহলে তাঁর জায়গায় অক্ষর কিংবা সুন্দরকে ভারতীয় ক্রিকেট দলে নেওয়া হতে পারে।