India vs England: রোহিত শর্মার টেস্ট থেকে অবসরের পর, ভারতীয় টেস্ট দলের (Indian Cricket Team) পরবর্তী অধিনায়ক হিসেবে জসপ্রীত বুমরাহ-ই (Jasprit Bumrah) বোর্ডের (BCCI) প্রথম পছন্দ ছিলেন। কিন্তু হঠাৎ করেই ছবিটা বদলে যায়, এবং সেই দায়িত্ব তুলে দেওয়া হয় শুভমান গিলের (Shubman Gill) হাতে। কেন এমন হল? বুমরাহ কি নিজে এই দায়িত্ব নিতে অস্বীকার করেছিলেন? এই প্রশ্নগুলোর উত্তর নিজেই দিয়েছেন বুমরাহ এক পডকাস্টে।
IPL 2025 চলাকালীন টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। এরপর বুমরাহকে অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয়, যিনি রোহিতের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার মাটিতে তিনটি টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। তবে সেই সিরিজের শেষ টেস্টে পিঠে চোট পান তিনি, যার কারণে চার মাস মাঠের বাইরে থাকতে হয়। এই ইনজুরি ও ওয়ার্কলোড নিয়ে উদ্বেগ থেকেই বুমরাহ অধিনায়কের প্রস্তাব ফিরিয়ে দেন।
আরও পড়ুন সিডনিতে একটা ভুলেই সব স্বপ্ন শেষ, নিজের দোষেই কপাল পুড়ল বুমরাহের!
SKY স্পোর্টস-এর জন্য দীনেশ কার্তিকের সঙ্গে এক দীর্ঘ কথোপকথনে বুমরাহ জানান, রোহিত ও কোহলির অবসরের আগেই তিনি BCCI ও নির্বাচকদের সঙ্গে তাঁর ওয়ার্কলোড নিয়ে আলোচনা করেন। চিকিৎসক ও ফিজিওর পরামর্শে, কেরিয়ার দীর্ঘায়িত করতে তাঁকে ওয়ার্কলোড সামলাতে বলা হয়। এই কারণেই তিনি স্পষ্ট জানিয়ে দেন, অধিনায়কত্বের জন্য তাঁর নাম বিবেচনা না করাই ভাল হবে, কারণ তিনি নিশ্চিত নন যে টেস্ট সিরিজের সবকটি ম্যাচ খেলতে পারবেন কিনা।
আরও পড়ুন বুমরাহকে ছেঁটেই ফেলল BCCI! ইংল্যান্ড সফরে টিম ইন্ডিয়ার ভার কার কাঁধে দিতে চায় বোর্ড?
বুমরাহ বলেন, “হ্যাঁ, BCCI আমাকে একজন লিডার হিসেবে দেখত। তবুও আমাকে এই প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছে। আমি চাইনি এক সিরিজে একাধিক অধিনায়ক হোক। দলের স্বার্থ সবসময় আমার কাছে সবার আগে। মাঝে মাঝে আপনাকে বড় ছবি দেখতে হয়। আমি অধিনায়কত্বের চেয়ে ক্রিকেট খেলা বেশি উপভোগ করি। আমি একজন খেলোয়াড় হিসেবে দলকে সাহায্য করতে চাই। তাই BCCI-কে জানিয়ে দিয়েছিলাম, আমি এই দায়িত্বের জন্য প্রস্তুত নই, কারণ আমি যতদিন সম্ভব ক্রিকেট খেলতে চাই।”