Abhimanyu Easwaran Coach on Team India Selection: শিষ্য অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran) ইংল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট দলে নির্বাচিত হওয়ার খবরে তাঁর শৈশবের কোচ নির্মল সেনগুপ্ত যারপরনাই দারুণ খুশি। তাঁর আশা যে ডানহাতি এই ব্যাটসম্যান প্লেয়িং ইলেভেনে সুযোগ পাবেন। নির্মল আরও জানান, অভিমন্যুর ছাত্ররা তাঁকে একজন আদর্শ ও রোল মডেল হিসেবে দেখে।
১০ বছর বয়সে অভিমন্যু কলকাতায় চলে আসেন এবং সেখানেই নির্মল সেনগুপ্তের তত্ত্বাবধানে ক্রিকেটার ও মানুষ হিসেবে তাঁর বিকাশ ঘটে। কলকাতায় থাকাকালীন ২৯ বছর বয়সী অভিমন্যু কোচ নির্মলকে প্রায়শই নিজের সাফল্যের কৃতিত্ব দিতেন।
কোচ নির্মল বলেন, “প্রত্যেক কোচের স্বপ্ন থাকে যে তাঁর ছাত্র একদিন ভারতের জাতীয় দলের হয়ে খেলবে। আজ যখন অভিমন্যু ভারতীয় দলে সুযোগ পেয়েছে, তখন খুব ভাল লাগছে। সে ১০-১৫ বছর ধরে আমার কাছে অনুশীলন করছে। আমি খুব আশাবাদী যে রোহিত শর্মা ও বিরাট কোহলির অনুপস্থিতিতে সে মাঠে নামবে এবং জাতীয় দলের হয়ে নিজের সেরাটা দেবে।”
তিনি আরও বলেন, “সে ভারত এ দলের সিরিজের জন্য ইংল্যান্ড যাচ্ছিল। আজ সকালেই আমাকে ফোন করে জানায়, সে জাতীয় দলে নির্বাচিত হয়েছে। (ছাত্রদের উদ্দেশে) উদাহরণ তোমাদের সামনে, এই মাঠেই ওঁকে ভারতের খেলোয়াড় হিসেবে গড়ে তোলা হয়েছে। আমার সময়ে আদর্শ ছিলেন শচীন তেণ্ডুলকর ও সৌরভ গাঙ্গুলি, কিন্তু এই নতুন প্রজন্মের কাছে অভিমন্যু ঈশ্বরণ-ই এখন তাঁদের আদর্শ।”
আরও পড়ুন টিম ইন্ডিয়ায় তো এলেন, প্রথম একাদশে 'চক্রব্যুহ' ভাঙতে পারবেন অভিমন্যু?
উল্লেখ্য, অভিমন্যু ৩-১ ব্যবধানে হারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফি সিরিজ চলাকালীন ভারতীয় দলের অংশ ছিলেন, তবে একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি। তিনি এখনও পর্যন্ত ১০১টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৮.৮৭ গড়ে ৭৬৭৪ রান করেছেন, যার মধ্যে রয়েছে ২৭টি শতরান ও ২৯টি অর্ধশতরান। তাঁর সর্বোচ্চ স্কোর ২৩৩। তিনি নিয়মিত ভারত এ দলের সদস্য এবং ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ৩০ মে থেকে ২ জুন পর্যন্ত ক্যান্টারবারিতে এবং ৬-৯ জুন পর্যন্ত নর্থাম্পটনে হতে চলা দুটি ওয়ার্ম-আপ ম্যাচে দলের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেবেন।
আরও পড়ুন সিলেক্টরদের সঙ্গে পাঙ্গা নেওয়াই কাল হল! অস্ট্রেলিয়ায় না গিয়ে কেরিয়ার আঁধারে টিম ইন্ডিয়ার তারকার