India vs England: ২০২৫ আইপিএল টুর্নামেন্ট শেষ হলেই ইংল্যান্ড সফরের উদ্দেশ্যে রওনা দেবে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। আগামী ২০ জুন থেকে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে ৫ ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হবে। এই সিরিজের কথা মাথায় রেখে শনিবারই (২৪ মে) ভারতীয় ক্রিকেট বোর্ডের মুখ্য নির্বাচক অজিত আগরকর টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করেছেন। এই স্কোয়াডে বেশ কয়েকটি চমক দেখতে পাওয়া গিয়েছে। বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারের নাম যেমন এই তালিকা থেকে বাদ পড়েছে, তেমনই তালিকায় সংযোজিত হয়েছে কয়েকটি নতুন নামও। আর সেখানেই রয়েছে অভিমন্যু ঈশ্বরণের (Abhimanyu Easwaran) নাম।
দীর্ঘ অপেক্ষার অবসান
অভিমন্যু ঈশ্বরণ। দীর্ঘ অপেক্ষার পর ভারতীয় টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়েছেন বাংলার এই ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটে তিনি ওপেন করতেই অভ্যস্ত। কিন্তু, টিম ইন্ডিয়ায় কি আদৌ তিনি নিজের পছন্দের জায়গাটা পাবেন? তার থেকেও বড় কথা, বাংলার এই ক্রিকেটার টিম ইন্ডিয়ায় হয়ত এন্ট্রি নিয়েছেন ঠিকই, কিন্তু দলের প্রথম একাদশে তিনি সুযোগ পাবেন কি না, তা নিয়ে ইতিমধ্যে মতান্তর শুরু হয়ে গিয়েছে। আসুন, তাহলে এই ব্যাপারটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক।
India Test Team: দীর্ঘ ৮ বছর পর কামব্যাক, টিম ইন্ডিয়ায় ধামাকাদার এন্ট্রি তারকা ক্রিকেটারের
জায়গা নেই মিডল অর্ডারে
সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। রোহিত এবং বিরাটের এই সিদ্ধান্ত টিম ইন্ডিয়ায় যে বিশাল একটা শূন্যস্থান তৈরি করেছে, সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এই পরিস্থিতিতে আশা করা হচ্ছে, ভারতীয় ক্রিকেট দলের নয়া অধিনায়ক শুভমান গিল ৪ নম্বরে ব্যাট করতে নামবেন। এতদিন ধরে বিরাট কোহলি যে জায়গায় রাজত্ব করে এসেছেন, এবার সেই ফেলে আসা সিংহাসনেই বসতে পারেন গিল। এক্ষেত্রে শুভমান যদি চার নম্বরে ব্যাট করতে নামেন, তাহলে তিন নম্বর জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে। তিন নম্বর জায়গাটার জন্য সাই সুদর্শন এবং করুণ নায়ারের মধ্যে জোর টক্কর দেখা যেতে পারে। চলতি আইপিএল টুর্নামেন্টে এই জুই ব্যাটারই বেশ ভাল পারফরম্য়ান্স করেছেন।
Virat Kohli Replacement: বিরাটের জুতোয় পা গলাবেন কে? নজরে রয়েছেন এই ভারতীয় ক্রিকেটার
বাকি থাকল ওপেনিং স্লট
বাকি থাকল এক এবং দুই। অর্থাৎ দুটো ওপেনিং স্লট। এখানে অভিমন্যু আদৌ ফিট হতে পারবেন কি না, তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েই যাচ্ছে। কারণ এই স্কোয়াডে রয়েছেন কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়াল। এই দুই ব্যাটারই আপাতত যথেষ্ট রানে রয়েছেন। ২০২৫ আইপিএল টুর্নামেন্টেও রাহুল এবং যশস্বীর ব্যাটে রানের বন্যা দেখতে পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে অভিমন্যুর সুযোগ পাওয়া যে বেশ মুশকিল, তা আপাতদৃষ্টিতে মনে হচ্ছে। কারণ পাঁচ নম্বরে ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক তথা উইকেট-কিপার ব্যাটার ঋষভ পন্থ ব্যাট করতে নামবেন। তারপর থেকে শুরু হয়ে যাচ্ছে লোয়ার মিডল অর্ডার। সেখানে টিম ইন্ডিয়ার অলরাউন্ডার এবং পেস বোলারদের সুযোগ দেওয়া হবে। এখনও পর্যন্ত এই ছবিটাই বেশ স্পষ্ট। এরপর ভারতীয় ক্রিকেট দলের কোচ গম্ভীরের মনে অন্য কোনও চিন্তাভাবনা থাকতেই পাারে। সেটা অবশ্য আলাদা কথা।