Advertisment

অপরাজিত থেকেও সেঞ্চুরি হল না, হৃদয় জিতেও মন খারাপ সুন্দরের

মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি মিস করলেন ওয়াশিংটন সুন্দর। সঙ্গী ব্যাটসম্যানরা সবাই আউট হয়ে যাওয়ায় শতরান করার সুযোগ হাতছাড়া করলেন তারকা অলরাউন্ডার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ইংল্যান্ড: ২০৫/১০ (প্রথম ইনিংস)

Advertisment

ভারত: ৩৬৫/১০ (প্রথম ইনিংস)

মাত্র ৪ রান! ৪ রানের জন্যই শতরান থেকে বঞ্চিত থাকতে হল ওয়াশিংটন সুন্দরকে। অস্ট্রেলিয়ায় পন্থের মতই ব্যাট হাতে ঝলক দেখিয়ে এসেছিলেন ওয়াশিংটন সুন্দর। মোতেরায় কেরিয়ারের প্রথম টেস্ট শতরানের মুখে দাঁড়িয়ে ছিলেন। তবে সঙ্গীর অভাবে ভারতের ইনিংস শেষে ৯৬ রানেই অপরাজিত থাকতে হয় ওয়াশিংটনকে। ভারতও প্রথম ইনিংসে ফুরিয়ে যায় ৩৬৫ রানে। প্রথম ইনিংসে পন্থের শতরান এবং ওয়াশিংটনের ব্যাটে ভর করেই ভারত ১৬০ রানের লিড নিল।

গতকাল পন্থ-ধামাকার পর এদিন দেখার ছিল ওয়াশিংটন কেরিয়ারের প্রথম শতরান পান কিনা! অক্ষরের সঙ্গে দারুণ খেলছিলেন তিনি। ঋষভ পন্থ গতকাল আউট হয়ে যাওয়ার পরে অক্ষর-ওয়াশিংটন জুটি ৯৫ রানের পার্টনারশিপও গড়ে ফেলেন। সেই সময় হাফসেঞ্চুরির মুখে দাঁড়িয়ে ছিলেন অক্ষরও। তবে জো রুটের ডিরেক্ট থ্রো-য়ে ৪৩ রানে অক্ষর প্যাটেল আউট হতেই শেষ ভারতের প্রতিরোধ। স্কোরবোর্ডে আর কোনো রান যোগ হওয়ার ফাঁকেই বেন স্টোকস পরপর আউট করে দেন মহম্মদ সিরাজ এবং ইশান্ত শর্মাকে।

আরো পড়ুন: আন্ডারসনকে ‘পাড়ার বোলার’ বানিয়ে ‘পাগলু’ শট! পন্থের কাণ্ডে কুর্নিশ বিশ্বের, দেখুন ভিডিও

ক্রিজের অন্যপ্রান্তে তখন সঙ্গীর অভাবে শতরান পূর্ণ করা থেকে ৪ রান দূরে ওয়াশিংটন। আরো একবার শতরান মিস করলেও ওয়াশিংটন যে লম্বা দৌড়ের ঘোড়া তা প্রমাণ করে দিয়েছেন ইতিমধ্যেই। মোতেরার কঠিন পিচে যেখানে রুট, কোহলি, পূজারারা রান করতে হিমশিম খেয়েছেন সেখানে চাপের মুখে কি সাবলীল ব্যাটিং-ই না করলেন তিনি।

আরো পড়ুন: পন্থের ব্যাটিং চমকে দিল সৌরভকে! সর্বকালের সেরা, বলে দিচ্ছেন বাঙালি কিংবদন্তি

সবমিলিয়ে বল হাতে ইংল্যান্ডের সেরা পারফর্মার বেন স্টোকস। ভারতীয় ইনিংসে ৪ জনকে আউট করেছেন তিনি। জেমস আন্ডারসনের দখলে ৩ উইকেট। জ্যাক লিচ নিয়েছেন ২ উইকেট।

ভারত প্রথম একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল, আর অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ এবং ইশান্ত শর্মা

ইংল্যান্ড প্রথম একাদশ: ডম সিবলে, ড্যান লরেন্স, জ্যাক ক্রলি, জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস, অলি পোপ, বেন ফোকস, জ্যাক লিচ, ডম বেস, জেমস আন্ডারসন

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Cricket Team England
Advertisment