/indian-express-bangla/media/media_files/2025/06/07/tDOqesS98XDR5QKlNTfC.jpg)
টিম ইন্ডিয়ার পারফরম্য়ান্স নিয়ে মুখ খুললেন সঞ্জয় সেন
Mohun Bagan Super Giant: ভারতীয় ফুটবলের দৈন্যদশা আরও একবার ফুটে উঠল। সম্প্রতি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তারা থাইল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া (Indian Football Team) ০-২ গোলে পরাস্ত হয়। এই পরাজয়ের পরই ভারতীয় ফুটবলে 'গেল গেল রব' শুরু হয়ে যায়। ময়নাতদন্তের টেবিলে শুরু হয়ে যায় দলের পারফরম্য়ান্স নিয়ে বিস্তর কাটাছেঁড়া।
ইতিমধ্যে ভারতীয় ফুটবলের এই জঘন্য় পারফরম্য়ান্স নিয়ে মুখ খুললেন সদ্য সন্তোষ ট্রফিজয়ী বাংলার কোচ সঞ্জয় সেন (Sanjay Sen)। কাঠগড়ায় তুললেন মোহনবাগান সুপার জায়ান্ট দলের একজন তারকা ফুটবলারকে।
Mohun Bagan Super Giant News: মাথায় হাত মেরিনার্সদের, মোহনবাগানে খেলতে অনীহা তারকা ফুটবলারের
সঞ্জয়ের কোচিংয়ে আই-লিগ জিতেছিল মোহনবাগান
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মোহনবাগান ক্লাবের সঙ্গে সঞ্জয় সেনের নাম একেবারে অঙ্গাঙ্গীভাবে জড়িত। সঞ্জয়ের কোচিংয়েই বাগান ব্রিগেড প্রথমবার আই-লিগ (২০১৪-১৫) খেতাব জয় করেছিল। কে ছিলেন না সেই দলে? সোনি নর্ডি, কাটসুমি থেকে শুরু করে বলবন্ত সিং পর্যন্ত। একেবারে তারকা খচিত একটি দল! এর পাশাপাশি মোহনবাগান দলকে তিনি ফেডারেশন কাপও জিতিয়েছেন। কিন্তু, সবুজ-মেরুন ব্রিগেডের সাম্প্রতিক পারফরম্য়ান্স তাঁকে যথেষ্ট হতাশ করেছে। বিশেষ করে ভারতীয় ফুটবলের দলের জার্সিতে খেলা একজন ফুটবলারের নাম উল্লেখ করে তিনি উত্তম-মধ্যম সমালোচনা করলেন।
আশিষ রাইয়ের পারফরম্য়ান্স নিয়ে তুলোধনা সঞ্জয় সেনের
কে সেই ফুটবলার? এতক্ষণে এই প্রশ্নটা নিশ্চয়ই আপনাদের মাথায় ঘুরপাক খেতে শুরু করেছে। এই ফুটবলারটি আর কেউ নন, বাগানের তারকা ডিফেন্ডার আশিস রাই। সিকিমের এই ফুটবলার ২০২২ সাল থেকে মোহনবাগানের হয়ে খেলছেন। কিন্তু, ভারতীয় ফুটবল দলের হয়ে গত ম্য়াচে তিনি একেবারেই নজর কাড়তে পারেননি। কলকাতা ময়দানে সঞ্জয় সেন বরাবরই স্পষ্টবাদী হিসেবে পরিচিত।
সম্প্রতি অলস্পোর্টস টিভি'কে দেওয়া একটি অডিও সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'বর্তমানে এমন অনেক ফুটবলার রয়েছে, যারা খুব সহজেই ভারতীয় দলে খেলার সুযোগ পেয়ে যাচ্ছেন। এমন ঘটনা আগে কখনও হয়নি। কনস্ট্যানটাইনের সময়ও আমরা দেখেছি ৪৫-৫০ জন ফুটবলারকে খেলাচ্ছে।'
ISL-য়ে হিরো, ভারতীয় ফুটবলে জিরো!
সঙ্গে তিনি আরও যোগ করলেন, 'বর্তমানে যারা ভারতীয় ফুটবল দলের হয়ে খেলছে, তাদের মধ্যে অনেকেরই খেলার কোনও যোগ্যতা নেই। এক্ষেত্রে আমি একজন ফুটবলারের নামও উল্লেখ করতে পারি। আশিস রাই। ওর ডিফেন্সিভ কোয়ালিটি একেবারে জিরো। অথচ বহুদিন ধরেই রাইট ব্যাকে খেলে যাচ্ছে। আইএসএল টুর্নামেন্টে এরাই তো সব তারকা ফুটবলার। অথচ ভারতীয় ফুটবলে একবিন্দু পারফরম্য়ান্স করতে পারে না। এটাই ভারতীয় ফুটবলের বর্তমান অবস্থা।'