Advertisment

India Vs New Zealand T20: নিউজিল্যান্ডের বিরুদ্ধে আজ নামছেন কোহলিরা, কোথায়-কখন দেখবেন

When and Where to watch IND Vs NZ Match Live: চলতি বছরেই টি২০ বিশ্বকাপ। সেই বিশ্বকাপের কাউন্ট ডাউন কিউয়ি সফরের মাধ্যমেই শুরু হয়ে যাচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
ind vs NZ t20, india vs New Zealand

ভারত বনাম নিউজিল্যান্ড (বিসিসিআই টুইটার)

IND vs NZ T20 Match Live Telecast: সীমিত ওভারের ক্রিকেটে ভারত যে কতটা ভয়ঙ্কর, তা প্রমাণ হয়ে গিয়েছে অস্ট্রেলিয়া সিরিজেই। প্রথম ম্যাচে হারলেও ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতে নিয়েছে ভারত। তবে সেই সিরিজের হ্য়াংওভার কাটতে না কাটতেই টিম ইন্ডিয়াকে নিউজিল্যান্ডে পাড়ি দিয়ে নেমে পড়তে হচ্ছে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে।

Advertisment

চলতি বছরেই টি২০ বিশ্বকাপ। সেই বিশ্বকাপের কাউন্ট ডাউন কিউয়ি সফরের মাধ্যমেই শুরু হয়ে যাচ্ছে। আপাতত নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচটা টি২০-র পাশাপাশি তিনটে ওয়ানডে এবং দুটো টেস্টও খেলবেন কোহলিরা।

আরও পড়ুন কেকেআরের ‘নতুন’ নেতা শুবমান গিল? শাহরুখের ‘জবাবে’ হইচই শুরু

শেষ টি২০ সিরিজে দেশের মাটিতে অনভিজ্ঞ শ্রীলঙ্কান দলকে বধ করেছিল ভারত। তবে এবার নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে নামছে ভারত। এই সিরিজেই আবার অন্তর্ভূক্ত করা হয়েছে সঞ্জু স্যামসন, মহম্মদ শামিদের। এতে ভারতীয় দলে বৈচিত্র্য যে বাড়তে চলেছে, তা বলাই বাহুল্য়।

পাঁচ ম্যাচের টি২০ সিরিজে সুবিধা রয়েছে জোড়া। প্রথমত, দুই দল যেমন নিজেদের রিজার্ভ বেঞ্চের শক্তি যাচাই করে নিতে পারবে। তেমনই প্রথমদিকে হারলেও ঘুরে দাঁড়ানোর জন্য পর্যাপ্ত সময়ও পাওয়া যাবে।

আরও পড়ুন স্বামী হীনা দু-বছর একলা হাসিন! কেমন আছেন শামির স্ত্রী

শেষবার যখন ভারত নিউজিল্যান্ডের মাটিতে টি২০ সিরিজ খেলেছিল, সেই সময় জাতীয় দলের হয়ে সবথেকে বেশি রান স্কোরার ছিলেন শিখর ধাওয়ান (১৮৮) ও আম্বাতি রায়ড়ু (১৯০)। এই দুই তারকাই এবার স্কোয়াডে নেই। রায়ডু নির্বাচকদের নজরেই নেই। ধাওয়ান আবার চোট পেয়ে স্কোয়াডের বাইরে।

ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টি২০ ম্যাচ কবে?
ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টি২০ ম্যাচটি ২৪ জানুয়ারি, শুক্রবার।

ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টি২০ ম্যাচ কোথায় হবে?
ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টি২০ ম্যাচটি অকল্যান্ডের ইডেন পার্কে অনুষ্ঠিত হবে।

ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টি২০ ম্যাচ কখন শুরু হবে?
ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টি২০ ম্যাচটি ভারতীয় সময় দুপুর ১২.২০ থেকে শুরু। টস হবে সকাল ১১.৫০ টার সময়।

ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টি২০ ম্যাচ কোন টিভি চ্যানেলে ম্যাচ দেখা যাবে?
ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টি২০ ম্যাচ স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডি (ইংরেজি), স্টার স্পোর্টস-১ এইচডি (হিন্দি), তে দেখা যাবে।

ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টি২০ ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?
হটস্টার ডট কমে, হটস্টার অ্যাপ এবং জিও টিভিতে এই ম্যাচ সরাসরি দেখা যাবে।

ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টি২০ ম্যাচ অনলাইনে কোথায় দেখা যাবে?
ম্যাচের লাইভ স্কোর ও আপডেট পেতে নজর রাখুন https://indianexpress.com/sports/

cricket New Zealand
Advertisment