Advertisment

দ্রাবিড়-রোহিতের ভারত আজ নিউজিল্যান্ডের সামনে! প্ৰথম টি২০ কখন, কোন চ্যানেলে দেখবেন

বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই এবার ভারত ঘরের মাঠে নিউজিল্যান্ডের মুখোমুখি। জয়পুরে প্ৰথম টি২০ ম্যাচের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দ্রাবিড়-রোহিত জমানার সূচনা হচ্ছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

India vs New Zealand 2021, Schedule, Squads, Live Streaming: মাত্র দু-দিন আগেই আমিরশাহিতে অস্ট্রেলিয়ার কাছে কাপ জয়ের স্বপ্ন চূর্ণ হয়েছে নিউজিল্যান্ডের। সেই হারের রেশ কাটিয়ে ওঠার আগেই নিউজিল্যান্ড ভারতের বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে তিনটে টি২০ এবং দুটো টেস্টে। আজ বুধবার জয়পুরে প্ৰথম টি২০ ম্যাচের মাধ্যমে সিরিজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাচ্ছে। বিরাট কোহলি-রবি শাস্ত্রী জমানা খতম হওয়ার পরে ভারত দ্রাবিড়-রোহিতের জুটিতে নয়া অবতারে হাজির হচ্ছে বিশ্বক্রিকেটে। রোহিত শর্মা টি২০-তে নেতৃত্ব দেবেন। টেস্টে কোহলির অনুপস্থিতিতে রাহানে আবার টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন।

Advertisment

সূচি:

চার বছর পরে ভারতে দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য এসেছে কিউয়িরা। তিন সপ্তাহ ব্যাপী সিরিজে তিনটে টি২০ খেলার পাশাপাশি দুটো টেস্ট খেলবে দুই দল। যদিও সিরিজে কোনও ওয়ানডে নেই। ১৭ নভেম্বর জয়পুরে প্ৰথম টি২০ হওয়ার পরে ১৯ তারিখে দ্বিতীয় টি২০ রাঁচিতে। ২১ তারিখে সিরিজের শেষ টি২০ কলকাতার ইডেন গার্ডেন্সে। ভারতীয় সময় অনুযায়ী, তিনটে টি২০-ই খেলা হবে সন্ধে ৭ টা থেকে।

আরও পড়ুন: জুতো থেকেই মদ্যপান! বিশ্বজয়ের আনন্দে বেলাগাম অস্ট্রেলীয়রা, দেখুন ভিডিও

তিনটে টি২০ খেলার পরে প্ৰথম টেস্টের আসর বসবে কানপুরে, ২৫ নভেম্বর থেকে। কিউয়িদের সিরিজ শেষ হচ্ছে মুম্বইয়ে ওয়াংখেড়ে টেস্টের পর। ৩-৭ ডিসেম্বর ইন্ডিয়া-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্ট। সকাল ৯.৩০ থেকে শুরু হবে দুটো টেস্ট।

লাইভ স্ট্রিমিং:

দুটো টেস্ট এবং তিনটে টি২০ ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। Disney+Hotstar এপেও খেলা সরাসরি উপভোগ করা যাবে।

ভারতের টেস্ট স্কোয়াড:

কেএল রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, শুভমান গিল, শ্রেয়স আইয়ার, ঋদ্ধিমান সাহা, কেএস ভরত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, জয়ন্ত যাদব

আরও পড়ুন: চ্যাম্পিয়ন-রানার্স হয়ে কোটি কোটি পাচ্ছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড! ভারত-পাকও পাবে মোটা টাকা

নিউজিল্যান্ডের টেস্ট স্কোয়াড:

কেন উইলিয়ামসন, টম ব্ল্যান্ডেল, কাইল জেমিসন, টম ল্যাথাম, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, উইল সমারভিলে, টিম সাউদি, রস টেলর, উইল ইয়ং, নীল ওয়াগনার

ভারতের টি২০ স্কোয়াড:

রোহিত শর্মা (ক্যাপ্টেন), কেএল রাহুল (ভাইস ক্যাপ্টেন), রুতুরাজ গায়কোয়াড, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, ঈশান কিষান, ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, আর অশ্বিন, অক্ষর প্যাটেল, আবেশ খান, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ

নিউজিল্যান্ডের টি২০ স্কোয়াড:

কেন উইলিয়ামসন, টড আসলে, ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, লকি ফার্গুসন, টিম সাউদি, কাইল জেমিসন, মার্টিন গাপটিল, ড্যারেল মিচেল, এডাম মিলনে, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট, ইশ সোধি

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Cricket Team Indian Team New Zealand
Advertisment