বৃহস্পতিবার প্ৰথম টেস্টে খেলতে নামছে ভারত-নিউজিল্যান্ড। কোহলি, রোহিত, রাহুলের অনুপস্থিতিতে বেশ কিছু তারকা নিজেদের প্রমাণে উন্মুখ থাকবে। বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনেই বিশ্রামে রয়েছেন। বিরাট কোহলি দ্বিতীয় টেস্টে প্রত্যাবর্তন করছেন। প্ৰথম টেস্টে ভারতের নেতৃত্বের দায়িত্ব সামলাচ্ছেন অজিঙ্কা রাহানে।
টেস্ট সিরিজে একাধিক তারকাকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বিশ্রামে পাঠানো হয়েছে। এই তালিকায় রয়েছেন ঋষভ পন্থ, জসপ্রীত বুমরা, মহম্মদ শামির মত তারকারা। এখন দেখার কানপুরে কেমন একাদশ সাজিয়ে ভারত খেলতে নামে।
আরও পড়ুন: দ্রাবিড় নিজের ঢাক নিজে পেটান না! শাস্ত্রীকে কাছাখুলে আক্রমণ গম্ভীরের
কেএল রাহুল একদিন আগেই চোটের কারণে ছিটকে গিয়েছেন। তাঁর বদলে দলে ঢুকেছেন সূর্যকুমার যাদব। এমনিতে শুভমান গিলকে মিডল অর্ডারে খেলানোর পরিকল্পনা ছিল টিম ম্যানেজমেন্টের। তবে কেএল রাহুলের চোটে আপাতত সেই প্ল্যান বিশ বাঁও জলে। এর অর্থ, শুভমান গিল ওপেন করতে নামবেন মায়াঙ্ক আগারওয়ালের বিরুদ্ধে।স্ট্যান্ড ইন ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিয়েছেন, শ্রেয়স লক্ষ্মীবারে অভিষেক ঘটাবেন টিম ইন্ডিয়ার জার্সিতে।
অস্ট্রেলিয়ায় ব্যর্থ হওয়ার পরে প্ৰথম একাদশে জায়গা খুঁইয়েছিলেন মায়াঙ্ক আগারওয়াল। কিউয়ি সিরিজে ব্যাটিং দেখিয়ে টিম ইন্ডিয়ায় নিজের জায়গা পুনরুদ্ধার করার সুযোগ মায়াঙ্কের কাছে। একইভাবে ইংল্যান্ড সফরে চোট পেয়ে ছিটকে যেতে হয়েছিল শুভমান গিলকে। এবার ফের একবার লম্বা ফরম্যাটের ক্রিকেটে টিম ইন্ডিয়ার জার্সিতে নামবেন গিল।
মিডল অর্ডারে শ্রেয়স আইয়ারের সঙ্গেই ভারতের ভরসা হতে চলেছেন ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে এবং চেতেশ্বর পূজারা। তিন বছর সেঞ্চুরি নেই পূজারার ব্যাটে। তবে পূজারার ওপরেই আস্থা এখনও অটুট দ্রাবিড়-রাহানের।
আরও পড়ুন: মুম্বইয়ে ১৭.৫৮ কোটিতে ভিলা বিক্রি ভাজ্জির! অভিজাত সম্পত্তিতে মন উঠল তিন বছরেই
ঋষভ পন্থের অনুপস্থিতিতে একাদশে জায়গা পাকা ঋদ্ধিমান সাহার। অস্ট্রেলিয়া সফরে এক বছর আগে জায়গা হারিয়েছিলেন ঋদ্ধিমান। তারপরে পন্থই তিন ফরম্যাটে অটোমেটিক চয়েস হয়ে উঠেছিলেন। এবার পন্থ না থাকায় অনেক চাপমুক্ত ভাবে মেলে ধরার সুযোগ থাকছে ঋষিমানের কাছে।
তিন স্পিনার হিসাবে অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা- তিনজনকেই নামানো হতে পারে গ্রিনপার্কে। দুই পেসার হিসাবে কোচ দ্রাবিড়ের ফার্স্ট চয়েস হতে পারেন উমেশ যাদব এবং ইশান্ত শর্মা। দুজনের অভিজ্ঞতাই ভারতের পেস বিভাগে বড় অস্ত্র। ম্যাচ যত গড়াবে ততই রিভার্স সুইং খেলায় প্রভাব ফেলতে পারে। সেক্ষেত্রে উমেশ এবং ইশান্ত দুজনেই কার্যকরী ভূমিকা নিতে পারবেন। তাই সিরাজের বদলে উমেশকে খেলানোরই পাল্লা ভারি।
ভারতের সম্ভাব্য প্ৰথম একাদশ:
শুভমান গিল, মায়াঙ্ক আগারওয়াল, অজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, আর অশ্বিন, অক্ষর প্যাটেল, উমেশ যাদব, ইশান্ত শর্মা
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন