Advertisment

দ্বিতীয় টেস্টে একাধিক রদবদল ভারতীয় দলে, শাস্ত্রীর ইঙ্গিতে চাঞ্চল্য

ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন ছিল জাদেজা বনাম অশ্বিন নিয়ে। টেস্টের স্কোয়াডে জাদেজা ও অশ্বিন দু-জনেই অটোমেটিক চয়েস। তবে বিদেশের সিমিং কণ্ডিশনে এক স্পিনারেই খেলছে ভারত।

author-image
IE Bangla Web Desk
New Update
Team India

প্রথম টেস্টে টিম ইন্ডিয়া (বিসিসিআই টুইটার)

প্রথম টেস্টে শোচনীয়ভাবে হারতে হয়েছে। দ্বিতীয় টেস্টেও হারলে কিউয়ি সফর লজ্জাজনকভাবে শেষ হবে ভারতীয় ক্রিকেট দলের। প্রথম টেস্টের দল নির্বাচন নিয়ে আগেই প্রশ্ন তোলা হয়েছিল। হারের পরে সেই প্রশ্ন সমালোচনার রূপ নেয়। শনিবারে ক্রাইস্টচার্চের হেগলে ওভালে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। সেই টেস্টের আগে দলবদলের কী কী সম্ভবনা রয়েছে, দেখে নেওয়া যাক-

Advertisment

পৃথ্বী শ বনাম শুবমান গিল

বৃহস্পতিবার পায়ে চোট পেয়ে সমস্যা বাড়িয়েছিলেন ওপেনার পৃথ্বী শ। তারপরে মেডিকেল চেক আপ হয় তারকা ক্রিকেটারের। পৃথ্বী-র বিকল্প হিসেবে ভেবে রাখা হয়েছিল শুবমান গিলের নাম। নাইট তারকাও টেস্ট অভিষেকের জন্য মানসিক প্রস্তুতি নিতে শুরু করেছিলেন। তবে শুক্রবারেই রবি শাস্ত্রী জানিয়ে দিয়েছেন, পৃথ্বী শ ফিট। দ্বিতীয় টেস্টেও থাকছেন পৃথ্বী।

আরও পড়ুন ট্র্যাক্টর চালিয়ে শিরোনামে ধোনি, ভিডিও দেখে চমকে গেল ভক্তরা

অশ্বিন বনাম জাদেজা

ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন ছিল জাদেজা বনাম অশ্বিন নিয়ে। টেস্টের স্কোয়াডে জাদেজা ও অশ্বিন দু-জনেই অটোমেটিক চয়েস। তবে বিদেশের সিমিং কণ্ডিশনে এক স্পিনারেই খেলছে ভারত। প্রথম টেস্টে অশ্বিনেই ভরসা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। যদিও তিনি বল হাতে সেরকম ম্যাজিক দেখাতে পারেননি। লোয়ার অর্ডারে ব্যাট হাতে উল্লেখযোগ্য অবদান দেখাতে ব্যর্থ তিনি। তারপরেই ফের একবার জাদেজাকে ঢোকানোর দাবি জোরালো হয়েছে।

জাদেজা না অশ্বিন- দ্বিতীয় টেস্টের প্রথম একাদশে কে থাকছেন, তা নিয়ে শাস্ত্রীকে জিজ্ঞাসা করা হলে, তিনি সাফ জানিয়ে দেন, শনিবার পিচের কণ্ডিশন দেখেই স্পিনারের নাম চূড়ান্ত করা হবে। শাস্ত্রী সাংবাদিক সম্মেলনে বলে দিয়েছেন, "অশ্বিন বিশ্বমানের স্পিনার। এই নিয়ে কোনও সন্দেহই নেই। সঠিক পরিস্থিতি অনুযায়ী সঠিক ক্রিকেটার নির্বাচন করতে হবে। গত কয়েকবছরে অশ্বিন বোলার হিসেবে নিজের উন্নতি করেছে। তবে ওকে যে বিষয় নিয়ে খাটতে হবে, তা হল ওঁর ব্যাটিং।"

আরও পড়ুন বাতিল উইলিয়ামসন, ‘কলঙ্কিত’ তারকাকে নেতা বাছল হায়দরাবাদ

ঋদ্ধিমান বনাম ঋষভ পন্থ

প্রথম টেস্টে ঋদ্ধিমানের পরিবর্তে প্রথম একাদশে ঋষভ পন্থকে দেখে চমকে গিয়েছিল ক্রিকেট মহল। টেস্টের অটোমেটিক এক নম্বর কিপারকে বসিয়ে পন্থকে খেলাতেই প্রতিবাদে সরব হয়েছিল ক্রিকেট মহলের একাংশ। পন্থকে টিম ম্যানেজমেন্ট টেস্টের একাদশে অন্তর্ভূক্ত করায় রাগে ফেটে পড়েছিলেন হর্ষ ভোগলের মতো ব্যক্তিত্বও। তবে ঘটনা হল, দ্বিতীয় টেস্টেও সম্ভবত পন্থকেই খেলানো হবে। বাইরেই বসে থাকতে হবে বাংলার তারকা উইকেটকিপারকে।

জাতীয় দলের কোচ রবি শাস্ত্রী সরাসরি সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিয়েছেন, “ভারতে ঋদ্ধিমিানকে খেলানো হত, কারণ ছিল একটাই। ওখানের পিচ টার্নিং ট্র্যাক। সেই ধরণের পিচে সাহা বিশ্বের অন্যতম সেরা। তবে নিউজিল্যান্ডের বিষয়টি আলাদা। এখানে কিন্তু স্পিন বোলিং ম্যাচে ততটা প্রভাব ফেলে না। আমাদের তরফে জোর দেওয়া হয়েছিল ব্যাটিং এবং ফাস্ট বোলিংয়ে। লোয়ার অর্ডারে আক্রমণাত্মক ব্যাটসম্যান হিসেবে ঋষভকেই তাই বেছে নেওয়া হয়।”

ক্রাইস্টচার্চের হেগলে ওভালে সিম সহায়ক পিচেই খেলতে হবে ভারতকে। ভারতীয় ব্যাটিংয়ের সামনে শক্ত চ্যালেঞ্জই ছুঁড়ে দেবেন কিউয়ি পেসাররা। শাস্ত্রীর যুক্তি মানলে শনিবার থেকে শুরু হতে চলা টেস্টেও সম্ভবত বাইরে থাকতে চলেছেন বাংলাক ঋদ্ধি।

উমেশ যাদব বনাম মহম্মদ শামি

বেসিন রিজার্ভে ভারতীয় দলের পেস বোলিংয়ে কামড়টাই ছিল না। বুমরা অফ ফর্ম রয়েছেন। মহম্মদ শামিকেও চেনা ছন্দে পাওয়া যায়নি। দ্বিতীট টেস্টে শামিকে বাইরে রেখে উমেশ যাদবকে প্রথম একাদশে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। সিমিং কণ্ডিশনে এমন একজন বোলারের প্রয়োজন যিনি অতিরিক্ত পেস রেখেও বল সুইং করাতে পারবেন। সেক্ষেত্রে উমেশ শামির থেকে এগিয়ে। বলা বাহুল্য, ওয়েলিংটনে ভারত উমেশের অভাব ভালভাবে অনুভব করেছে। তবে ঘটনা হল, শামিকে মাত্র এক টেস্ট দেখেই বাদ দেওয়ার পক্ষপাতী নয় টিম ম্যানেজমেন্ট। তাই শামিকেই সম্ভবত হেগলে ওভালে বল হাতে দেখা যাবে। চূড়ান্ত সিদ্ধান্ত কী নেওয়া হয়, সেটাই দেখার।

Read the full article in ENGLISH

New Zealand Test cricket
Advertisment