ইডেনে ভারতের হৃদয় ভাঙলেন এক ভারতীয়-ই। রোহিত বরাবরের মত ইডেনে মাতাচ্ছিলেন। হাফসেঞ্চুরিও করে ফেলে দলকে টানছিলেন দুরন্ত ছন্দে। তবে হিটম্যান সহ গোটা মাঠকে স্তব্ধ করে দিয়ে একহাতে অবিশ্বাস্য ক্যাচ নিলেন ইশ সোধি।
১২ তম ওভারের ঘটনা। সেই সময় ভেঙ্কটেশ আইয়ারকে সঙ্গে ক্রিজে ব্যাট করছিলেন ক্যাপ্টেন। সেই ওভারের দ্বিতীয় বলেই ইশ সোধিকে সোজাসুজি হাঁকিয়েছিলেন। তবে সরিয়ে নেওয়ার বদলে সাহসের সঙ্গে বাড়িয়ে দিয়েছিলেন হাত। সকলকে অবাক করে দিয়ে বল যেন আঠার মত আটকে যায় হাতে।
আরও পড়ুন: ভারত-নিউজিল্যান্ড ম্যাচের আগেই বড় ঘটনা! ইডেন এলাকায় গ্রেফতার ১১জন
ভারত ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে রোহিতকে হারিয়ে বেশ বিপাকে পড়ে যায়। ভারত টসে জিতে প্ৰথমে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত স্কোরবোর্ডে ১৮৪/৭ তুলল রোহিতের হাফসেঞ্চুরিতে ভর করেই। ৩১ বলে ৫৬ করে গেলেন ক্যাপ্টেন। পয়া ইডেন উদ্যানে রোহিতের ব্যাট থেকে বেরোল ৫টা বাউন্ডারি, ৩টে ওভার বাউন্ডারি।
ভরা ইডেনে ভারত শুরুটা মারকাটারি করেছিল। রোহিত-ঈশানের তুলকালাম ব্যাটে টিম ইন্ডিয়া সিরিজের সেরা পাওয়ার প্লে স্কোর খাড়া করেছিল রবিবারই। ৬ ওভারের মধ্যেই স্কোরবোর্ডে ভারত তুলে ফেলে ৬৯। লকি ফার্গুসন থেকে মিলনে- কিউয়ি পেসারদের তুলোধোনা করছিলেন ঈশান-রোহিত।
তবে পাওয়ার প্লে-র ঠিক পরেই নিউজিল্যান্ডকে ম্যাচে ফেরান মিচেল স্যান্টনার। যিনি সাউদির বদলে এদিন ব্ল্যাক ক্যাপসদের নেতৃত্ব দিচ্ছেন। একই ওভারে পরপর তিনি ফিরিয়ে দেন ঈশান কিষান এবং সূর্যকুমার যাদবকে।
আরও পড়ুন: সপাটে মাথায় আছড়াল বল! অভিষেকেই মৃত্যু মুখে উইন্ডিজের সোলোজানো, দেখুন মর্মান্তিক ভিডিও
দুরন্ত এক্সপ্রেসের গতিতে ছুটতে থাকা ভারতীয় ব্যাটিংকে হ্যাঁচকা টানে দাঁড় করিয়ে দেন স্যান্টনার। সূর্যকুমার আউট হওয়ার পরে ছক্কা হাঁকাতে গিয়ে প্যাভিলিয়নে ফেরেন ঋষভ পন্থও। ১০৩/৪ হয়ে যাওয়ার পরে ভারতের উদ্ধারকাজে নামেন দুই আইয়ার-শ্রেয়স (২৫) এবং ভেঙ্কটেশ (২০)।
পঞ্চম উইকেটে দুজনে ছোটখাটো ক্যামিও ইনিংসে কিছুটা নিরাপদে আনেন দলকে। তবে পরপর দু-ওভারে মিলনে এবং বোল্ট ফিরিয়ে ফের একবার ঝটকা দেন ভারতকে। এরপরে ডেথ ওভারে হর্ষল প্যাটেল (১১ বলে ১৮) এবং দীপক চাহারের (৮ বলে ২১) ঝড় ভারতকে ১৮৪-এর প্ল্যাটফর্মে পৌঁছে দেয়।
ভারতের প্রথম একাদশ:
ঈশান কিষান, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, দীপক চাহার, হর্ষল প্যাটেল
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন