পাকিস্তানের পরে নিউজিল্যান্ড, পরপর দু ম্যাচে হেরে ভারত কার্যত সেমিফাইনালে ওঠার দৌড় থেকে বিদায়ের মুখে। তবে এখনও ভারতের সেমিফাইনালে ওঠার আশা বেঁচে রয়েছে। যদিও তা খাতায় কলমে।
টুর্নামেন্ট শুরুর আগে ভারতকে চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে ফেভারিট বাছা হয়েছিল। দুর্দান্ত স্কোয়াড, আমিরশাহিতে আইপিএল খেলার অভিজ্ঞতা, এবং আইপিএল পারফরম্যান্স- তিন কারণে কাপ জয়ের বিষয়ে ফেভারিট ছিল ভারত। তবে প্রথম দুই ম্যাচ হারের পরেই ভারত কড়া বাস্তবের মুখে দাঁড়িয়েছে। তবে জোড়া হারের পরেও ভারতের সেমিফাইনাল স্বপ্ন এখনও বেঁচে আছে। কীভাবে, দেখে নেওয়া যাক!
গ্রুপ-২ এ টানা তিন ম্যাচ (ভারত, নিউজিল্যান্ড এবং আফগানিস্তান) জিতে পাকিস্তান আপাতত শীর্ষে। দুই কম শক্তির দেশের (নামিবিয়া, স্কটল্যান্ড) বিরুদ্ধে খেলতে হবে বাবর আজমদের। এই দুই ম্যাচ সহজেই জিতে পাকিস্তান শীর্ষস্থান দখলে রাখবে, এমনটাই ধরা হচ্ছে। যদিও বাকি দুই ম্যাচের একটিতে হারে পাকিস্তান। তাহলেও নেট রান রেটের হিসাবে শীর্ষস্থান ধরে রাখতে সমস্যা হবে না পাক দলের।
আরও পড়ুন: চেনা নেমেসিসে ধ্বংস কোহলিরা! বিশ্বকাপ থেকে প্রায় লজ্জার বিদায় ভারতের
দ্বিতীয় স্থানে রয়েছে আফগানিস্তান। +৩.০৯৭ রান রেট নিয়ে আফগানরা প্ৰথম তিন ম্যাচের দুটোতেই জয়লাভ করেছে। তবে এখনও নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা বাকি রয়েছে আফগানিস্তানের।
ভারত কীভাবে সেমিফাইনালে পৌঁছতে পারে?
ভারতকে সেমিতে উঠতে হলে বাকি সমস্ত ম্যাচে জয়লাভ করতেই হবে। তারপরেও অন্য ম্যাচের ফলাফলের দিকে নজর রাখতে হবে। আফগানিস্তানকে জিততে হবে নিউজিল্যান্ড ম্যাচে। নেট রানরেট আফগানদের পক্ষে থাকায়, ভারতের দৃষ্টিকোণ থেকে কিউয়ি ম্যাচে আফগানদের অল্প রানের ব্যবধানে জিততে হবে। এরপরে বিশাল ব্যবধানে ভারতকে হারাতে হবে রশিদ খানের দলকে। যাতে নেট রানরেট বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকে ভারতের কাছে।
আরও পড়ুন: হাঁটু মুড়ে প্রতিবাদ জানালেন না কোহলিরা! কেন, জানা গেল তারপরই
এমন ফলাফল ঘটলে পাকিস্তানের পরে রানার্স আপ লড়াই চলবে ভারত, নিউজিল্যান্ড এবং আফগানিস্তান। সমস্ত সমীকরণ উপরোক্ত হিসাবে চললে তিন দলই তিনটে জয় পকেটে পুরবে। সেক্ষেত্রে তিন দলের মধ্যে নেট রানরেট যার ভাল, সেই সেমিফাইনালের লড়াইয়ে পৌঁছবে।
বাকি সূচি:
ভারত
বনাম আফগানিস্তান- নভেম্বর ৩,
বনাম স্কটল্যান্ড- নভেম্বর ৫,
বনাম নামিবিয়া- নভেম্বর ৮
নিউজিল্যান্ড
বনাম স্কটল্যান্ড- নভেম্বর ৩
বনাম নামিবিয়া- নভেম্বর ৫
বনাম আফগানিস্তান- নভেম্বর ৭
আফগানিস্তান
বনাম ভারত- নভেম্বর ৩
বনাম নিউজিল্যান্ড- নভেম্বর ৭
সমস্ত সমীকরণ তখনই প্রযোজ্য হবে, যখন ভারত গ্রুপের বাকি তিন ম্যাচের তিনটিতেই জয়লাভ করবে। সেই সঙ্গে বিশাল রানের ব্যবধানে জিততে হবে। যাতে নেট রানরেট সকলের থেকে বেশি থাকে। নামিবিয়া, স্কটল্যান্ডের মত দেশ যদি নিউজিল্যান্ডকে হারায়, তা ভারতের পক্ষেই যাবে। তবে সেরকম কি আদৌ ঘটবে, প্রশ্ন তুলছে ক্রিকেট মহল।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন