/indian-express-bangla/media/media_files/2025/09/19/indian-cricket-team-19-2025-09-19-23-56-45.jpg)
এশিয়া কাপের গ্রুপ পর্বে অপরাজেয় ভারত
Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দল চলতি এশিয়া কাপের (Asia Cup 2025) সুপার ফোর পর্বে ইতিমধ্যে নিজেদের নাম লিখিয়ে ফেলেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ওমানের বিরুদ্ধে তারা নেহাতই সম্মানরক্ষার ম্যাচ খেলতে নেমেছিল। বলতে কোনও বাধা নেই, আর একটু হলেই সম্মানহানি হচ্ছিল ভারতীয় ক্রিকেট দলের। দুর্বল ওমানের (India vs Oman) বিরুদ্ধে শেষপর্যন্ত ২১ রানে জয়লাভ করেছে টিম ইন্ডিয়া। সবথেকে লজ্জার বিষয়, এই ম্য়াচে টিম ইন্ডিয়ার বোলিং ডিপার্টমেন্ট কার্যত মুখ থুবড়ে পড়েছে।
Suryakumar Yadav: এ কী সাংঘাতিক কাণ্ড! রোহিতের রোগ লাগল সূর্যের, ভাইরাল ভিডিও
একনজরে গোটা ম্য়াচের সারাংশ
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৫ এশিয়া কাপের দ্বাদশ ম্য়াচটি আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আয়োজন করা হয়। এটাই গ্রুপ পর্বের শেষ ম্য়াচ ছিল। আর এই ম্য়াচে টিম ইন্ডিয়া ২১ রানে জয়লাভ করেছে। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। টিম ইন্ডিয়া এই ম্য়াচে প্রথম একাদশে জোড়া পরিবর্তন করে। যাইহোক, ওমানের বিরুদ্ধে তারা শেষপর্যন্ত জয়ের জন্য ১৮৯ রানের টার্গেট রাখে। ভারতের হয়ে সঞ্জু স্যামসন সর্বাধিক ৪৫ বলে ৫৬ রান করেন। জবাবে ওমান নির্ধারিত ২০ ওভার ব্যাট করার পর ৪ উইকেট হারিয়ে ১৬৭ রান করতে পারে। ওমানের হয়ে আমির কালিম এবং হাম্মাদ মির্জা হাফসেঞ্চুরি করেন।
Hardik Pandya Out Controversy: চরম বিপদে পড়লেন হার্দিক, চুপচাপ দাঁড়িয়ে দেখলেন নিজের দুর্ভোগ!
নজর কাড়ল আমির কালিম এবং হাম্মাদ মির্জার দুর্দান্ত ব্যাটিং
১৮৯ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা বেশ ভালই করেছিল ওমান। প্রথম উইকেটে যতিন্দর সিং এবং আমির কালিম ৫৬ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। যতিন্দর সিং ৩৩ বলে ৩২ রান করে কুলদীপ যাদবের বলে আউট হন। এরপর তিন নম্বরে ব্যাট করতে নামেন হাম্মাদ মির্জা। আমির কালিমকে যোগ্য সঙ্গত দেন তিনি। দ্বিতীয় উইকেটে তাঁরা দুজনে ৯৩ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। ভারতীয় বোলাররা দ্বিতীয় সাফল্য পান ১৮ ওভারে এসে। এই ওভারে আমির কালিমকে প্যাভিলিয়নে ফেরত পাঠান হর্ষিত রানা। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে আমির ৪৬ বলে ৭ চার এবং জোড়া ছক্কার দৌলতে ৬৪ রান করেন। অন্যদিকে, হাম্মাদ মির্জা ৩৩ বলে ৫১ রান করে আউট হলেন। ভারতের হয়ে হর্ষিত, আর্শদীপ, কুলদীপ এবং হার্দিক একটি করে উইকেট শিকার করেছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us