Suryakumar Yadav: এ কী সাংঘাতিক কাণ্ড! রোহিতের রোগ লাগল সূর্যের, ভাইরাল ভিডিও

Suryakumar Yadav Asia Cup 2025: ২০২৫ টি-২০ এশিয়া কাপে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব। ওমানের বিরুদ্ধে খেলতে নেমে তিনি এমন একটি কাণ্ড ঘটালেন, যা দেখে সকলের রোহিত শর্মার কথা মনে পড়ে যাচ্ছে।

Suryakumar Yadav Asia Cup 2025: ২০২৫ টি-২০ এশিয়া কাপে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব। ওমানের বিরুদ্ধে খেলতে নেমে তিনি এমন একটি কাণ্ড ঘটালেন, যা দেখে সকলের রোহিত শর্মার কথা মনে পড়ে যাচ্ছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Suryakumar Yadav (4)

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব

Suryakumar Yadav: চলতি টি-২০ এশিয়া কাপে (Asia Cup 2025) শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ভারত এবং ওমান (India vs Oman) একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে। এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) অধিনায়ক সূর্যকুমার যাদব টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। এই ম্য়াচে টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেনে জোড়া পরিবর্তন করা হয়েছে। কিন্তু, টসের সময় একটি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক প্রথম একাদশই ভুলে গেলেন। প্রথম দুটো ম্য়াচ জিতে টিম ইন্ডিয়া ইতিমধ্যে টুর্নামেন্টের সুপার ফোরে উঠে গিয়েছে।

Advertisment

India vs Oman Asia Cup 2025 Live Streaming Details: ফ্রি'তে দেখুন ভারত বনাম ওমান ম্যাচ, এই ছোট্ট কাজ করলেই কেল্লাফতে

টসের সময় প্লেয়িং ইলেভেন ভুলে গেলেন সূর্য

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব বললেন, 'আমরা এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত একবারও প্রথমে ব্যাট করিনি। সুপার ফোরে যাওয়ার আগে পর্যাপ্ত খেলার সময় অত্যন্ত দরকার। প্রথম দুটো ম্য়াচেই আমরা যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছিল।' সূর্যের কথায়, এই উইকেটটা দেখে যথেষ্ট ভাল মনে হচ্ছে। ভারতীয় ক্রিকেট দলের ওপেনাররা এই ফায়দা কীভাবে তুলতে পারে, সেটাই এখন দেখার। টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেনে দুটো পরিবর্তন হয়েছে। হর্ষিত রানা প্লেয়িং ইলেভেনে সুযোগ পেয়েছে। দ্বিতীয় পরিবর্তনটা আমি ভুলে গিয়েছি। প্রসঙ্গত, সূর্যকুমার মনে করার অনেক চেষ্টা করেন। কিন্তু, কিছুতেই তাঁর মনে পড়ে না। এরপর তিনি বলেন, 'আমি বোধহয় রোহিত শর্মার মতো হয়ে গেলাম।' বলার পরই হাসতে শুরু করেন। প্রসঙ্গত, রোহিত যখন অধিনায়ক ছিলেন, তখন তিনিও বেশ কয়েকবার প্রথম একাদশ ভুলে গিয়েছিলেন।

Advertisment

Asia Cup 2025 Super 4 Fixture: শুরু হচ্ছে সুপার ৪-এর মহাযুদ্ধ, কবে-কার বিরুদ্ধে খেলতে নামবে ভারত?

দেখে নিন ভিডিও:

বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাহকে

ওমানের বিরুদ্ধে এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলের প্লেয়িং ইলেভেনে হর্ষিত রানাকে স্পিনার বরুণ চক্রবর্তীর জায়গায় সুযোগ দেওয়া হয়েছে। অন্য়দিকে, দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছে. তাঁর জায়গায় প্রথম একাদশে সুযোগ পেয়েছেন আর্শদীপ সিং। চলতি এশিয়া কাপে এই প্রথমবার আর্শদীপ কোনও ম্য়াচ খেলার সুযোগ পেলেন।

Asia Cup, SL vs AFG: নবির ৫ বলে ৫ ছক্কার ঝড় ব্যর্থ, এশিয়া কাপে সিংহই উদ্ধার করল টাইগারদের!

প্রথমবার এই দুই দলের মধ্যে খেলা আয়োজন করা হয়েছে

ভারত এবং ওমান এই প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে। ইতিপূর্বে, কখনও এই দুই দলের মধ্যে কোনও আন্তর্জাতিক ক্রিকেট ম্য়াচ আয়োজন করা হয়নি।

Asia Cup 2025: মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়লেন আম্পায়ার, তোলপাড় ক্রিকেট দুনিয়া!

শেষ হল টিম ইন্ডিয়ার ব্যাটিং

ওমানের বিরুদ্ধে টস জিতে ভারতীয় ক্রিকেট দল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। মাত্র ৫ রান করে প্যাভিলিয়নে ফিরে যান শুভমান গিল। এরপর অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনের মধ্যে ৬৬ রানের একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে ওঠে। অভিষেক তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ১৫ বলে ৩৮ রান করেন। তবে দুর্দান্ত একটি হাফসেঞ্চুরি হাঁকালেন সঞ্জু স্য়ামসন। ৪৫ বলে ৫৬ রান করেন তিনি। এই ইনিংসে তিনি তিনটে করে চার এবং ছক্কা হাঁকিয়েছেন। টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও ১ রান করে প্যাভিলিনয়ে ফিরে যান। অক্ষর প্যাটেল ১৩ বলে করেন ২৬ রান। শেষপর্যন্ত টিম ইন্ডিয়া ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৮ রান করেছে।

Asia Cup 2025 India vs Oman Indian Cricket Team Suryakumar Yadav