India vs Pakistan Advertisement Rate: ১০ সেকেন্ডে ইনকাম ১৬ লাখ টাকা! এক রাতে কতটা 'মালামাল' হবে বিসিসিআই?

India vs Pakistan: ২০২৫ এশিয়া কাপে আজকের দিনটা ক্রিকেট সমর্থকদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ ভারত বনাম পাকিস্তান হাইভোল্টেজ ম্য়াচ আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচের দিকে তাকিয়ে রয়েছে গোটা ক্রিকেট বিশ্ব।

India vs Pakistan: ২০২৫ এশিয়া কাপে আজকের দিনটা ক্রিকেট সমর্থকদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ ভারত বনাম পাকিস্তান হাইভোল্টেজ ম্য়াচ আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচের দিকে তাকিয়ে রয়েছে গোটা ক্রিকেট বিশ্ব।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Pakistan Advertisement Rate

কয়েকঘণ্টার মধ্যেই শুরু হচ্ছে ভারত বনাম পাকিস্তান ক্রিকেটের মহাযুদ্ধ

India vs Pakistan: ২০২৫ এশিয়া কাপে (Asia Cup 2025) আজকের দিনটা ক্রিকেট সমর্থকদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ ভারত বনাম পাকিস্তান হাইভোল্টেজ ম্য়াচ আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচের দিকে তাকিয়ে রয়েছে গোটা ক্রিকেট বিশ্ব। ভারত এবং পাকিস্তানের মধ্যে যখনই কোনও ক্রিকেট খেলা আয়োজন করা হয়, তখন স্টেডিয়াম একেবারে কানায়-কানায় পরিপূর্ণ থাকে। পাশাপাশি এই ম্য়াচ চলাকালীন বিজ্ঞাপনী সংস্থাগুলোর মধ্যেও যথেষ্ট হুড়োহুড়ি দেখতে পাওয়া যায়। বিসিসিআই (BCCI) এবং পিসিবি তো বটেই, ভারত বনাম পাকিস্তান ম্য়াচ থেকে আইসিসি যে টাকা ইনকাম করে, সেটা মধ্যবিত্তের চিন্তাভাবনাতেও আসবে না। রবিবাসরীয় ম্য়াচেও তেমনই দৃশ্য দেখা যেতে পারে।

Advertisment

India vs Pakistan Asia Cup 2025: 'ক্রিকেটকে রাজনীতির বাইরে রাখাই উচিত', দাবি বাংলার প্রাক্তন ক্রিকেটারের

১০ সেকেন্ড বিজ্ঞাপনের জন্য খরচ ১৬ লাখ টাকা!

এই বছর এশিয়া কাপের সম্প্রচার সত্ত্ব রয়েছে সোনির হাতে। সেকারণে ম্য়াচের লাইভ টেলিকাস্ট সোনি স্পোর্টস নেটওয়ার্ক এবং লাইভ স্ট্রিমিং সোনি লিভ অ্যাপে করা হচ্ছে। খুব স্বাভাবিকভাবে এই ম্য়াচ দেখার জন্য কোটি-কোটি ক্রিকেট সমর্থক টেলিভিশন এবং মোবাইলের পর্দায় চোখ রাখবেন। ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদন অনুসারে, ২০২৫ এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্য়াচ চলাকালীন ১০ সেকেন্ড বিজ্ঞাপনের জন্য সংস্থাগুলো ১৬ লাখ টাকা পর্যন্ত খরচ করতে রাজি হয়েছে।

Advertisment

Kapil Dev on Asia Cup 2025: ক্রমশ বাড়ছে ভারত-পাকিস্তান ম্য়াচের উত্তেজনা, এরমধ্যে বেফাঁস মন্তব্য কপিলের?

ভারত-পাকিস্তান ম্য়াচে টিকিট বিক্রি থেকে উপার্জন

২০২৫ এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্য়াচে টিকিটের দাম ১১,৩৯০ টাকা থেকে ১২,৫৮৯ টাকার মধ্যে রাখা হয়েছিল। ইতিপূর্বে, এই দুটো দল যখন দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নেমেছিল, সেইসময় শুধুমাত্র টিকিট বিক্রি করেই ১০০ কোটি টাকা উপার্জন হয়েছিল। তবে এবার টিকিট বিক্রি করে কত টাকা উপার্জন হয়, সেটাই আপাতত দেখার। আসলে, এই বছর ভারত-পাকিস্তান ম্য়াচ নিয়ে যথেষ্ট বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ এই ম্য়াচ বয়কট করার দাবিও তুলেছেন। পহেলগাম জঙ্গি হামলার কারণেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজ অবধি ভারতীয় নাগরিকরা এই হামলার ক্ষত ভুলতে পারেননি। এই ঘটনায় ২৬ নিরাপরাধ পর্যটক প্রাণ হারিয়েছিলেন।

Asia Cup 2025: বয়কটের পথে ভারত-পাকিস্তান ম্য়াচ? মুখ ফিরিয়েছেন BCCI কর্তারাও!

রাত ৮টা থেকে শুরু হবে খেলা

ভারত এবং পাকিস্তানের মধ্যে এই মহারণ ভারতীয় সময় অনুসারে রাত ৮টা থেকে শুরু হবে। আর এই ম্য়াচের জন্য সন্ধ্যা সাড়ে ৭টায় টস আয়োজন করা হবে। এই ম্য়াচটা দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে। ইতিপূর্বে, সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধেও ভারত এই মাঠেই খেলেছিল।

Asia Cup 2025 BCCI India vs Pakistan