India vs Pakistan: সময় যত এগিয়ে আসছে, ভারত বনাম পাকিস্তান ম্য়াচের উষ্ণতা ততই যেন গনগনে হয়ে উঠছে। ২০২৫ এশিয়া কাপের (Asia Cup 2025) ষষ্ঠ ম্য়াচে ক্রিকেট বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল রবিবাসরীয় (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় খেলতে নামছে। তবে ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ ইতিমধ্যে দাবি করছেন, এই ম্য়াচ যেন বয়কট করা হয়। কারণ পহেলগাম জঙ্গি হানার পর পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্য়াচ খেলার কোনও মানেই হয় না। অন্তত এমনটাই দাবি করা হচ্ছে। এই ব্যাপারে মুখ খুললেন বাংলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায় (Sambaran Banerjee)। তিনি মনে করেন, ক্রিকেট এবং রাজনীতিকে একসঙ্গে গুলিয়ে ফেলা উচিত হবে না।
Kapil Dev on Asia Cup 2025: ক্রমশ বাড়ছে ভারত-পাকিস্তান ম্য়াচের উত্তেজনা, এরমধ্যে বেফাঁস মন্তব্য কপিলের?
আদৌ বয়কট করা উচিত পাকিস্তান ম্য়াচ?
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে দুরভাষ সাক্ষাৎকারে সম্বরণ বললেন, 'এটা অত্যন্ত সংবেদনশীল একটি ব্যাপার। এমন একটা বিষয় নিয়ে কথা বলা সত্যিই খুব মুশকিল। এটা (পহেলগাম জঙ্গি হানা) অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। আমরা প্রত্যেকেই যথেষ্ট মর্মাহত। তবে এই ম্য়াচটা খেলার সিদ্ধান্ত একেবারেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের। ওরা যেটা ভাল বুঝেছে, সেটাই করেছে। তবে বিসিসিআই তো এই সিদ্ধান্তও গ্রহণ করেছে যে পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ আয়োজন করা হবে না। শুধুমাত্র এশিয়া কাপ কিংবা বিশ্বকাপেও তারা পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। তবে আমি মনে করি যে খেলাটাকে রাজনীতির বাইরে রাখাই ঠিক হবে।'
India vs Pakistan Asia Cup 2025: পাকিস্তান ম্য়াচের আগে সাংবাদিক বৈঠকে অনুপস্থিত সূর্য! কোন প্রশ্ন এড়াতে চাইলেন ভারত অধিনায়ক?
ভারত না পাকিস্তান, শক্তির বিচারে এগিয়ে কারা?
তবে সম্বরণ বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, চলতি এশিয়া কাপে ভারতীয় ক্রিকেট দল তুলনামূলকভাবে অনেক বেশি শক্তিশালী। টিম ইন্ডিয়ার সামনে পাকিস্তান কার্যত পাত্তাই পাবে না। তাঁর কথায়, 'আজকের ম্য়াচটা নিয়ে কোনও প্রশ্নই থাকতে পারে না। পাকিস্তানের তুলনায় ভারতীয় ক্রিকেট দল অনেক-অনেক বেশি শক্তিশালী। টিম ইন্ডিয়া অনেকটাই এগিয়ে রয়েছে। এই ম্য়াচটা যদি পাকিস্তান জেতে, তাহলে সেটাই একটা বড় দুর্ঘটনা হবে। ক্রিকেট খেলায় আগে থেকে কিছু বলা যায় না। তবে এই ম্য়াচে ৯০ শতাংশ ভারতীয় ক্রিকেট দলেরই জেতার সম্ভাবনা রয়েছে।'
Asia Cup 2025 News: 'ধর্তব্যের মধ্যেই পড়ে না পাকিস্তান...', এশিয়া কাপের আগে হুঙ্কার সৌরভের
কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ?
গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, পাকিস্তানের বিরুদ্ধে নাকি কুলদীপ যাদবকে রিজার্ভ বেঞ্চে বসানো হতে পারে। তাঁর জায়গায় ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে আসতে পারেন আর্শদীপ সিং। যদিও গত ম্য়াচে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে কুলদীপ চার উইকেট শিকার করেছিলেন। এই ব্যাপারেও সম্বরণ বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে তিনি বললেন, 'গত ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল যে প্রথম একাদশ নিয়ে মাঠে নেমেছিল, এই ম্য়াচেও সেটা নিয়েই নামবে। গত ম্য়াচের মতো বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদবকে দলে রাখা হবে। পাকিস্তানের পক্ষে ভারতীয় স্পিন আক্রমণকে মোকাবিলা করা বেশ কঠিন হবে। মানছি যে পাকিস্তানেরও স্পিন বোলার রয়েছে। তবে ভারতীয় স্পিনারদের পারফরম্য়ান্স অনেক বেশি ভাল। সবদিক থেকেই ভারতীয় ক্রিকেট দল অনেকটা এগিয়ে রয়েছে।'
India vs Pakistan Asia Cup 2025: 'ক্রিকেটকে রাজনীতির বাইরে রাখাই উচিত', দাবি বাংলার প্রাক্তন ক্রিকেটারের
India vs Pakistan: সময় যত এগিয়ে আসছে, ভারত বনাম পাকিস্তান ম্য়াচের উষ্ণতা ততই যেন গনগনে হয়ে উঠছে। ২০২৫ এশিয়া কাপের ষষ্ঠ ম্য়াচে ক্রিকেট বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল রবিবাসরীয় (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় খেলতে নামছে।
India vs Pakistan: সময় যত এগিয়ে আসছে, ভারত বনাম পাকিস্তান ম্য়াচের উষ্ণতা ততই যেন গনগনে হয়ে উঠছে। ২০২৫ এশিয়া কাপের ষষ্ঠ ম্য়াচে ক্রিকেট বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল রবিবাসরীয় (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় খেলতে নামছে।
এশিয়া কাপে মুখোমুখি ভারত এবং পাকিস্তান
India vs Pakistan: সময় যত এগিয়ে আসছে, ভারত বনাম পাকিস্তান ম্য়াচের উষ্ণতা ততই যেন গনগনে হয়ে উঠছে। ২০২৫ এশিয়া কাপের (Asia Cup 2025) ষষ্ঠ ম্য়াচে ক্রিকেট বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল রবিবাসরীয় (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় খেলতে নামছে। তবে ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ ইতিমধ্যে দাবি করছেন, এই ম্য়াচ যেন বয়কট করা হয়। কারণ পহেলগাম জঙ্গি হানার পর পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্য়াচ খেলার কোনও মানেই হয় না। অন্তত এমনটাই দাবি করা হচ্ছে। এই ব্যাপারে মুখ খুললেন বাংলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায় (Sambaran Banerjee)। তিনি মনে করেন, ক্রিকেট এবং রাজনীতিকে একসঙ্গে গুলিয়ে ফেলা উচিত হবে না।
Kapil Dev on Asia Cup 2025: ক্রমশ বাড়ছে ভারত-পাকিস্তান ম্য়াচের উত্তেজনা, এরমধ্যে বেফাঁস মন্তব্য কপিলের?
আদৌ বয়কট করা উচিত পাকিস্তান ম্য়াচ?
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে দুরভাষ সাক্ষাৎকারে সম্বরণ বললেন, 'এটা অত্যন্ত সংবেদনশীল একটি ব্যাপার। এমন একটা বিষয় নিয়ে কথা বলা সত্যিই খুব মুশকিল। এটা (পহেলগাম জঙ্গি হানা) অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। আমরা প্রত্যেকেই যথেষ্ট মর্মাহত। তবে এই ম্য়াচটা খেলার সিদ্ধান্ত একেবারেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের। ওরা যেটা ভাল বুঝেছে, সেটাই করেছে। তবে বিসিসিআই তো এই সিদ্ধান্তও গ্রহণ করেছে যে পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ আয়োজন করা হবে না। শুধুমাত্র এশিয়া কাপ কিংবা বিশ্বকাপেও তারা পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। তবে আমি মনে করি যে খেলাটাকে রাজনীতির বাইরে রাখাই ঠিক হবে।'
India vs Pakistan Asia Cup 2025: পাকিস্তান ম্য়াচের আগে সাংবাদিক বৈঠকে অনুপস্থিত সূর্য! কোন প্রশ্ন এড়াতে চাইলেন ভারত অধিনায়ক?
ভারত না পাকিস্তান, শক্তির বিচারে এগিয়ে কারা?
তবে সম্বরণ বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, চলতি এশিয়া কাপে ভারতীয় ক্রিকেট দল তুলনামূলকভাবে অনেক বেশি শক্তিশালী। টিম ইন্ডিয়ার সামনে পাকিস্তান কার্যত পাত্তাই পাবে না। তাঁর কথায়, 'আজকের ম্য়াচটা নিয়ে কোনও প্রশ্নই থাকতে পারে না। পাকিস্তানের তুলনায় ভারতীয় ক্রিকেট দল অনেক-অনেক বেশি শক্তিশালী। টিম ইন্ডিয়া অনেকটাই এগিয়ে রয়েছে। এই ম্য়াচটা যদি পাকিস্তান জেতে, তাহলে সেটাই একটা বড় দুর্ঘটনা হবে। ক্রিকেট খেলায় আগে থেকে কিছু বলা যায় না। তবে এই ম্য়াচে ৯০ শতাংশ ভারতীয় ক্রিকেট দলেরই জেতার সম্ভাবনা রয়েছে।'
Asia Cup 2025 News: 'ধর্তব্যের মধ্যেই পড়ে না পাকিস্তান...', এশিয়া কাপের আগে হুঙ্কার সৌরভের
কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ?
গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, পাকিস্তানের বিরুদ্ধে নাকি কুলদীপ যাদবকে রিজার্ভ বেঞ্চে বসানো হতে পারে। তাঁর জায়গায় ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে আসতে পারেন আর্শদীপ সিং। যদিও গত ম্য়াচে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে কুলদীপ চার উইকেট শিকার করেছিলেন। এই ব্যাপারেও সম্বরণ বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে তিনি বললেন, 'গত ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল যে প্রথম একাদশ নিয়ে মাঠে নেমেছিল, এই ম্য়াচেও সেটা নিয়েই নামবে। গত ম্য়াচের মতো বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদবকে দলে রাখা হবে। পাকিস্তানের পক্ষে ভারতীয় স্পিন আক্রমণকে মোকাবিলা করা বেশ কঠিন হবে। মানছি যে পাকিস্তানেরও স্পিন বোলার রয়েছে। তবে ভারতীয় স্পিনারদের পারফরম্য়ান্স অনেক বেশি ভাল। সবদিক থেকেই ভারতীয় ক্রিকেট দল অনেকটা এগিয়ে রয়েছে।'