Indian Cricket Team: ফাইনালের আগে ভয়ঙ্কর দুর্ঘটনা, চোটে কাহিল ভারতের তারকা ব্যাটার

Indian Cricket Team: নবমবার এশিয়া কাপ ট্রফি জিততে মরিয়া ভারতীয় ক্রিকেট দল। আগামী রবিবার (২৮ সেপ্টেম্বর) পাকিস্তানের বিরুদ্ধে তারা ফাইনাল ম্য়াচ খেলতে নামবে। তবে এই ম্য়াচের আগে ভারতীয় শিবির কার্যত মিনি হাসপাতালে পরিণত হয়েছে।

Indian Cricket Team: নবমবার এশিয়া কাপ ট্রফি জিততে মরিয়া ভারতীয় ক্রিকেট দল। আগামী রবিবার (২৮ সেপ্টেম্বর) পাকিস্তানের বিরুদ্ধে তারা ফাইনাল ম্য়াচ খেলতে নামবে। তবে এই ম্য়াচের আগে ভারতীয় শিবির কার্যত মিনি হাসপাতালে পরিণত হয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Indian Cricket Team (21)

ফাইনাল ম্য়াচের আগে টেনশন বাড়ল টিম ইন্ডিয়ার

Indian Cricket Team: ২০২৫ টি-২০ এশিয়া কাপ (Asia Cup 2025 Final) আপাতত শেষলগ্নে এসে দাঁড়িয়েছে। ফাইনাল ম্য়াচে খেলতে নামবে ভারত এবং পাকিস্তান (India vs Pakistan)। এই টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেট দল এখনও পর্যন্ত একটাও ম্যাচ হারেনি। ফাইনালেও তারা এই জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে। তবে টিম ইন্ডিয়ায় বেশ কয়েকজন ক্রিকেটারের চোট মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এবং অভিষেক শর্মার (Abhishek Sharma) চোট সমর্থকদের চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে, জসপ্রীত বুমরাহ এবং শিবম দুবে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে নিশ্চিতভাবে কামব্যাক করবেন। আর সেকারণে ফাইনাল ম্য়াচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে একাধিক পরিবর্তন দেখা যেতে পারে।

Advertisment

Shoaib Akhtar on IND vs PAK: 'ভারতের খারাপ সময় আসন্ন...', ফাইনালের আগে ভুলভাল বকছেন শোয়েব

টেনশন বাড়াচ্ছে টিম ইন্ডিয়ার চোট

গত ম্য়াচে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে হার্দিক পান্ডিয়া এবং অভিষেক শর্মা চোট পেয়েছেন। হার্দিক পান্ডিয়া বল করার সময় চোট পান। অন্যদিকে, অভিষেক শর্মা ফিল্ডিং করার সময়। এই দুজনের চোটই ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্য়াচের আগে টিম ইন্ডিয়ার টেনশন বাড়াচ্ছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ম্যাচের শেষে ভারতীয় ক্রিকেট দলের বোলিং কোচ মর্নি মর্কেল জানালেন, অভিষেক শর্মা আপাতত একেবারে সুস্থ। তবে হার্দিকের চোট কতখানি গুরুতর, সেটা পরীক্ষা সাপেক্ষ।

Advertisment

Abhishek Sharma Makes History: ইতিহাস গড়লেন অভিষেক, চুরমার এই পাক ব্যাটারের রেকর্ড

প্লেয়িং ১১-য় নিশ্চিত বদল

পাকিস্তান ক্রিকেট দলের বিরুদ্ধে ফাইনাল ম্য়াচ খেলতে নামার আগে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে নিশ্চিত পরিবর্তন করা হবে। গত ম্য়াচে জসপ্রীত বুমরাহ এবং শিবম দুবেকে বিশ্রাম দেওয়া হয়েছিল। টুর্নামেন্টের অন্তিম ম্য়াচে তাঁরা কামব্যাক করতে পারেন বলে আশা করা হচ্ছে। জসপ্রীত বুমরাহ যোগ দিলে ভারতের বোলিং ডিপার্টমেন্ট আরও শক্তিশালী হবে। অন্যদিকে, অলরাউন্ডার হিসেবে ভারতীয় ক্রিকেট দলে ভারসাম্য ফেরাবেন শিবম দুবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে হর্ষিত রানাকে সুযোগ দেওয়া হলেও, তিনি একেবারেই নজর কাড়তে পারেননি। সেকারণে তাঁর নাম বাদ পড়তে পারে। তবে সুপার ওভারে দুর্দান্ত বল করেছিলেন আর্শদীপ সিং। ফাইনাল ম্য়াচের প্রথম একাদশে তাঁকে রাখা হয় কি না, সেটাই আপাতত দেখার। 

India vs Pakistan: সূর্যকুমারের সামনে 'সুবর্ণ সুযোগ', স্পর্শ করতে পারেন মহেন্দ্র সিং ধোনির রেকর্ড!

গত ২ ম্য়াচে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে ভারতীয় ক্রিকেট দল। দুটো ম্য়াচেই জয়লাভ করেছে টিম ইন্ডিয়া। টিম ম্যানেজমেন্ট অবশ্যই এই সফল কম্বিনেশনটা ধরে রাখতে চাইবে। কিন্তু, ক্রিকেটারদের চোটের কথা মাথায় রেখে শেষপর্যন্ত সেটা কি আদৌ সম্ভব হবে? সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন সমর্থকরাও। এই পরিস্থিতিতে অধিনায়ক সূর্যকুমার যাদব এবং টিম ম্য়ানেজমেন্ট ফাইনাল ম্য়াচে কেমন প্রথম একাদশ নির্বাচন করে, সেদিকেই সকলের নজর রয়েছে।

India vs Pakistan Asia Cup 2025 Final: ভারতের সামনে 'নস্যি' পাকিস্তান! জানেন কতবার জিতেছে এশিয়া কাপ?

ভারতীয় ক্রিকেট দলের সম্ভাব্য একাদশ:

অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ এবং বরুণ চক্রবর্তী।

Abhishek Sharma Hardik Pandya India vs Pakistan Asia Cup 2025 Final Indian Cricket Team