/indian-express-bangla/media/media_files/2025/09/15/pakistani-cricket-fan-2025-09-15-18-20-14.jpg)
কান্নায় ভেঙে পড়লেন পাকিস্তানি ক্রিকেট সমর্থকরা
India vs Pakistan: ২০২৫ এশিয়া কাপে ভারতীয় ক্রিকেট দলের কাছে লজ্জার হার স্বীকার করল পাকিস্তান। টিম ইন্ডিয়া ৭ উইকেটে এই ম্য়াচে জয়লাভ করেছে। এই ম্যাচের আগে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সলমান হুঙ্কার দিয়েছিলেন, টিম ইন্ডিয়াকে তিনি কড়া টক্কর দেবেন। কিন্তু, সেই প্রতিশ্রুতি তিনি পালন করতে পারেননি। সেইসঙ্গে আরও একবার তিনি পাকিস্তান ক্রিকেট সমর্থকদের হতাশ করলেন। এবার সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে বিক্ষোভের আগুন ছড়াতে শুরু করেছে। পাশাপাশি টিম ইন্ডিয়ার ভরপুর প্রশংসা করছেন পাকিস্তানি ক্রিকেট সমর্থকরা। আর নিজেদের ক্রিকেটারদের নিয়ে উঠতে শুরু করেছে সমালোচনার ঝড়।
হারের পর শোকে ভেঙে পড়লেন পাকিস্তানি ক্রিকেটাররা
এই পরাজয়ের পর সোশ্যাল মিডিয়ায় একজন পাকিস্তানি ক্রিকেট সমর্থকের ইন্টারভিউ রীতিমতো ভাইরাল হয়েছে। চলতি এশিয়া কাপে পাকিস্তানের এই লজ্জাজনক হারের ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। জবাবে ওই ক্রিকেট সমর্থক কুলদীপ যাদবের প্রশংসা করেন এবং বলেন, 'এরা কোনওদিন শোধরাবে না। এবার আমাদের মাথাব্য়থা হতে শুরু করেছে। গত ৫ বছর ধরে টানা কুলদীপ যাদব আমাদের ধরাশায়ী করে যাচ্ছে। এই ব্যাপারে আমাদের ব্যাটাররা কোনও ভাবনাচিন্তাই করছেন না। কেউ কোনও কাজের নয়। এরা শুধুমাত্র ছোট দলগুলোকেই হারাতে পারে। ওরা ভেবেছিল, ভারতকেও হয়ত হারিয়ে দেবে। কিন্তু, শেষপর্যন্ত সেটা করতে পারেনি।'
অপর একজন পাকিস্তান ক্রিকেট দলের সমর্থক আবার কটাক্ষের সুরে বললেন, 'আমি পাকিস্তানের একটাও ম্য়াচ মিস করি না। আমরা কি এখানে অপমানিত হওয়ার জন্যই বারংবার আসি? আমি পাকিস্তান ক্রিকেট দলকে সাপোর্ট করতে আসি। আর মাইক হেসন কি করছেন? ব্যাটারদের দিয়ে বোলিং করাচ্ছেন, আর বোলারদের ব্যাটিং। সায়েম আইয়ুব উইকেট শিকার করছেন, আর শাহিন আফ্রিদি রান করছেন। এটা দেখে আপনারা হয়ত খুশি হচ্ছেন। শাহিন আসলে বোলিংটা করতেই পারছে না। আপনারা আমাদের অপমানিত হওয়ার জন্য় প্রত্যেকবার ডাকেন। দলটাকেই তুলে দিন।'
হতাশ করলেন পাকিস্তান ক্রিকেট অধিনায়কও
পাকিস্তানের টি-২০ ক্রিকেট দল থেকে কার্যত ছেঁটে ফেলা হয়েছে বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানকে। দলকে নেতৃত্ব দিচ্ছেন সলমান আলি আগা। কিন্তু, তাঁর মধ্যে অভিজ্ঞতার যথেষ্ট অভাব রয়েছে। এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে এই প্রথমবার নেতৃত্ব দিচ্ছেন তিনি। ওমানের বিরুদ্ধে প্রথম বলেই নিজের উইকেট হারিয়েছিলেন। টিম ইন্ডিয়ার বিরুদ্ধেও তিনি মাত্র ৩ রান করেন। পাকিস্তান ক্রিকেট দলকে যদি ভাল পারফরম্য়ান্স করতে হয়, তাহলে দলের অধিনায়ককে ভাল পারফরম্য়ান্স করতে হবে। নাহলে ভারতীয় ক্রিকেট দলের সামনে আবারও তারা ল্য়াজে-গোবরে হবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us