/indian-express-bangla/media/media_files/2025/09/14/indian-cricket-team-17-2025-09-14-23-03-27.jpg)
জয়ের পর ভারতীয় ক্রিকেট দলের উল্লাস
India vs Pakistan: চলতি এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্রিকেট খেলা আদৌ উচিত হবে কি না, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। বিশেষ করে পহেলগাম হামলার পর ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ এই ম্য়াচ বয়কট করার দাবি তুলেছিলেন। যাবতীয় বিরোধিতা সরিয়ে রেখেই ম্য়াচটা খেলতে নামে ভারত (Indian Cricket Team)। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে 'নিকেশ' করে শেষপর্যন্ত মাঠ ছাড়ে। পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৭ উইকেটে জয়লাভ করে ভারতীয় ক্রিকেট দল।
মাত্র ১২৭ রান করে পাকিস্তান
এই ম্য়াচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান ক্রিকেট দল। কিন্তু, পাক ব্যাটাররা ভারতীয় বোলারদের সামনে কার্যত মুখ থুবড়ে পড়ে। ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে তারা মাত্র ১২৭ রান করে। তাও শেষবেলায় শাহিন শাহ আফ্রিদি বেশ কয়েকটা বড় শট হাঁকিয়েছিলেন বলেই পাকিস্তানের স্কোর সেঞ্চুরি স্পর্শ করে। নাহলে দলের রান তিন অঙ্ক স্পর্শ করত কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। পাক ব্যাটারদের কেউই হাফসেঞ্চুরি করতে পারেননি। দলের ওপেনার সাহিবজাদা ফারহান সর্বাধিক ৪০ রান করেন।
ভারতীয় বোলারদের মধ্যে নায়কোচিত পারফরম্য়ান্স করলেন কুলদীপ যাদব। তিনি একাই তিনটে উইকেট শিকার করেন। অন্যদিকে, বুমরাহ এবং অক্ষর প্যাটেল দুটো করে উইকেট শিকার করেছেন। এই ম্য়াচে ভারতীয় স্পিনাররা দুর্দান্ত পারফরম্য়ান্স করলেন।
সহজ জয় টিম ইন্ডিয়ার
ভারতের সামনে জয়ের জন্য টার্গেট ছিল মাত্র ১২৮ রানের। এই জায়গা থেকে কেউ কল্পনা করেননি যে পাকিস্তান কোনও মহাজাগতিক পারফরম্য়ান্সে কামব্যাক করতে পারবে। দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার আগে সকলেই কার্যত টিম ইন্ডিয়ার জয়ের অপেক্ষা করছিলেন। শুরু থেকেই টিম ইন্ডিয়ার টার্গেট দিনের আলোর মতো স্পষ্ট করে দিয়েছিলেন ওপেনার অভিষেক শর্মা। মাত্র ১৩ বলে ৩১ রান করেন তিনি। ৪ চার এবং ২ ছক্কা হাঁকান। শুভমান শুরুটা ভাল করলেও, ৮ বলে ১০ রান করে আউট হয়ে যান। তিলক বর্মা আরও একবার নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করলেন। ১০০-র স্ট্রাইক রেটে তিনি ৩১ রান করে জয়ের ভিতটা একেবারে মজবুত করে দেন।
IND vs PAK Asia Cup 2025: ভারতের সামনে 'মওকা-মওকা', এশিয়া কাপে 'খেল খতম' পাকিস্তানের?
তবে এই ম্য়াচে আলাদা করে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের কথা বলতেই হবে। রবিবার (১৪ সেপ্টেম্বর) তাঁর জন্মদিন। আর এই বিশেষ দিনেই সূর্যের নেতৃত্বে জয়লাভ করল টিম ইন্ডিয়া। এরথেকে বড় বার্থডে গিফট আর কীই বা হতে পারে! ফিল্ডিং করার সময় তাঁর নেতৃত্ব সকলের নজর কেড়েছিল। তবে ব্যাট হাতে তিনি বিধ্বংসী পারফরম্য়ান্স করলেন। ৩৭ বলে অপরাজিত ৪৭ রান করেন তিনি। শেষপর্যন্ত ছক্কা হাঁকিয়ে তিনি টিম ইন্ডিয়াকে জেতান। এই শটটা ১৪০ কোটি ভারতীয় ক্রিকেট সমর্থকের হৃদয় জয় করে নিয়েছে। ইতিমধ্যে টিম ইন্ডিয়া সুপার ফোর পর্বে নাম লিখিয়ে ফেলেছে। আগামী ১৯ তারিখ তারা ওমানের বিরুদ্ধে সম্মানরক্ষার ম্য়াচ খেলতে নামবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us