/indian-express-bangla/media/media_files/2025/09/13/sourav-ganguly-on-india-vs-pakistan-2025-09-13-22-28-35.jpg)
ভারত-পাকিস্তান ম্য়াচ নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়
Asia Cup 2025: রাত পোহালেই মহারণ। ২০২৫ এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান (India vs Pakistan)। এই ম্য়াচ কেন্দ্র করে ইতিমধ্যে ব্য়াপক উত্তেজনা তৈরি হয়েছে। পহেলগাঁও জঙ্গি হানার (Pahalgam Terror Attack) পর এই প্রথমবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলকে ফের ২২ গজের লড়াইয়ে দেখতে পাওয়া যাবে। সেকারণে চাপটা আরও বেশি করে তৈরি হচ্ছে। তবে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) অবশ্য ক্রিকেটের এই মহারণ নিয়ে একেবারেই মাথা ঘামাতে নারাজ। তিনি নিশ্চিত যে ক্রিকেটের রবিবাসরীয় ডার্বিতে টিম ইন্ডিয়া কার্যত খড়কুটোর মতো উড়িয়ে দেবে পাকিস্তানকে।
Sourav Ganguly CAB President: রবিতেই সিলমোহর! বঙ্গ ক্রিকেটের সভাপতি ফের সৌরভই?
শনিবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে এসেছিলেন সৌরভ। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, রবিবারের এই হাইভোল্টেজ ম্য়াচে শক্তির বিচারে টিম ইন্ডিয়া ঠিক কতখানি এগিয়ে। তখনই সৌরভ বলেন, 'ভারত এবং পাকিস্তান ক্রিকেট দলের মধ্যে যদি শক্তির বিচার করা হয়, তাহলে টিম ইন্ডিয়া অনেকটাই এগিয়ে থাকবে। টি-২০ ক্রিকেটে হয়ত এই ব্যবধান কিছুটা হলেও কমতে পারে। কারণ খেলা যত ছোট হয়, ব্যবধান ততই কমে। ভারত অনেক বেশি শক্তিশালী। সেখানে পাকিস্তান ক্রিকেট দল একেবারে ধর্তব্যের মধ্যেই আসে না।'
ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে তুঙ্গে উত্তেজনা, উঠল বয়কটের ডাক, মোদীকে নিশানা কেজরির
পাকিস্তানকে ধর্তব্যের মধ্যেই রাখলেন না সৌরভ
সঙ্গে তিনি আরও যোগ করলেন, 'টি-২০ ক্রিকেট এমন একটা ফরম্য়াট, যেখানে এক-আধদিন যে কোনও দলের ভাগ্য আচমকা বদলে যেতে পারে। যদি গত ১০ বছরের ইতিহাস ঘেঁটে দেখা যায়, তাহলেই তো গোটা ব্যাপারটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। পাকিস্তানের বিরুদ্ধে ভারত কতবার জিতেছে, তাহলেই প্রমাণ হয়ে যাবে।'
Sourav Ganguly: ভারতীয় ক্রিকেট প্রশাসনে ফের সৌরভ? এই একটা ইঙ্গিতেই স্পষ্ট যাবতীয় ছবি
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারত বনাম পাকিস্তান মহারণের দিনই আবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দিতে যাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আপাতত একেবারে শেষবেলার প্রস্তুতি চলছে। অনেকেই বলছেন, সৌরভই নাকি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী সভাপতি হতে চলেছেন। এই ব্যাপারে সৌরভকে প্রশ্ন করা হলে, খুব বেশি খোলসা করতে চাইলেন না তিনি। মহারাজ বললেন, 'সভাপতির পদে আমিই দাঁড়াব। আমিই নাম দেব। তবে প্যানেলে কারা থাকবেন, সেই তালিকাটি আগামীকাল আমি ঘোষণা করব। এখনও নমিনেশনের একটা দিন বাকি রয়েছে। আগামীকাল দেখা যাক, কী হয়। তবে এটা নিশ্চিত যে সভাপতির পদে আমিই দাঁড়াব।'