India vs Pakistan Asia Cup 2025: পাকিস্তান ম্য়াচের আগে সাংবাদিক বৈঠকে অনুপস্থিত সূর্য! কোন প্রশ্ন এড়াতে চাইলেন ভারত অধিনায়ক?

India vs Pakistan: ২০২৫ এশিয়া কাপের ষষ্ঠ ম্য়াচে ভারত এবং পাকিস্তান একে-অপরের বিরুদ্ধে খেলতে নামছে। রবিবার অর্থাৎ ১৪ সেপ্টেম্বর এই মহারণের আয়োজন করা হচ্ছে। অপারেশন সিন্দুরের পর ভারত এবং পাকিস্তান এই প্রথমবার ক্রিকেট ময়দানে একে-অপরের বিরুদ্ধে খেলতে নামছে।

India vs Pakistan: ২০২৫ এশিয়া কাপের ষষ্ঠ ম্য়াচে ভারত এবং পাকিস্তান একে-অপরের বিরুদ্ধে খেলতে নামছে। রবিবার অর্থাৎ ১৪ সেপ্টেম্বর এই মহারণের আয়োজন করা হচ্ছে। অপারেশন সিন্দুরের পর ভারত এবং পাকিস্তান এই প্রথমবার ক্রিকেট ময়দানে একে-অপরের বিরুদ্ধে খেলতে নামছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Suryakumar Yadav and Gautam Gambhir

সূর্যকুমার যাদব এবং গৌতম গম্ভীর

India vs Pakistan: ২০২৫ এশিয়া কাপের (Asia Cup 2025) ষষ্ঠ ম্য়াচে ভারত এবং পাকিস্তান একে-অপরের বিরুদ্ধে খেলতে নামছে। রবিবার অর্থাৎ ১৪ সেপ্টেম্বর এই মহারণের আয়োজন করা হচ্ছে। অপারেশন সিন্দুরের পর ভারত এবং পাকিস্তান এই প্রথমবার ক্রিকেট ময়দানে একে-অপরের বিরুদ্ধে খেলতে নামছে। যদিও ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ এই ম্য়াচ বয়কট করার দাবি তুলেছে। শনিবার অর্থাৎ ১৩ সেপ্টেম্বর এই ম্য়াচের আগে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। এই বৈঠকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) কিংবা কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) কাউকে দেখা যায়নি। ভারত-পাকিস্তান ম্য়াচ সংক্রান্ত প্রশ্ন এড়াতেই কি সূর্য এবং গম্ভীর দুজনেই অনুপস্থিত রইলেন? বদলে পাঠানো হল একজন বিদেশি কোচকে!

Advertisment

Asia Cup 2025 News: 'ধর্তব্যের মধ্যেই পড়ে না পাকিস্তান...', এশিয়া কাপের আগে হুঙ্কার সৌরভের

সাংবাদিক বৈঠকে এলেন না সূর্য এবং গম্ভীর

ভারত বনাম পাকিস্তান মহারণের আগে অধিনায়ক সূর্যকুমার যাদব এবং কোচ গৌতম গম্ভীর সাংবাদিক বৈঠক করতে এলেন না। আশা করা হয়েছিল, সূর্য কিংবা গম্ভীর এই বৈঠকে আসবেন। ভারত-পাকিস্তান ম্য়াচ নিয়ে কথা বলবেন। কিন্তু, এই সাংবাদিক বৈঠক এড়াতেই স্কাই এবং গম্ভীরের পরিবর্তে রায়ান টেন দুশখাতেকে পাঠানো হয়। ভারত-পাকিস্তান ম্য়াচ সংক্রান্ত যাবতীয় প্রশ্নের জবাব দিলেন রায়ান টেন দুশখাতে।

Advertisment

Asia Cup 2025: বয়কটের পথে ভারত-পাকিস্তান ম্য়াচ? মুখ ফিরিয়েছেন BCCI কর্তারাও!

ভারতে চড়ছে বিক্ষোভের পারদ

পাকিস্তানের বিরুদ্ধে আয়োজিত এই ম্য়াচের আগে ভারতে রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। সম্প্রতি পহেলগাঁও জঙ্গি হানায় ভারতের ২৬ নিরাপরাধ পর্যটক মারা গিয়েছিলেন। সেই ক্ষত ভারতীয়দের হৃদয়ে আজও দগদগে হয়ে রয়েছে। সেকারণে তাঁরা এই ম্য়াচ বয়কটের ডাক দিচ্ছেন। এই ম্য়াচকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনাও ক্রমশ বাড়তে শুরু করেছে। 

Asia Cup 2025 Points Table: মেরা ভারত মহান, পাকিস্তান জিতলেও শীর্ষে সেই ভারতই!

ভারত-পাকিস্তান ম্য়াচ নিয়ে কী বললেন রায়ান টেন দুশখাতে?

ভারত-পাকিস্তান ম্য়াচ সম্পর্কে দুশখাতে বললেন, 'আপনারা একেবারে সঠিক কথাই বলছেন। বেশ কয়েকটা ম্য়াচ বয়কটের উদাহরণও আপনারা দিলেন। তবে এই ঘটনার অপর একটা দিক রয়েছে। খেলা এবং রাজনীতি, দুটো বিষয়কে আলাদাভাবে দেখা উচিত। অনেকেই হয়ত এই ব্যাপারে ভিন্ন মতামত দেবেন। আশা করছি, পাকিস্তানের বিরুদ্ধে আমরা যেভাবে পারফরম্য়ান্স করব, সেটা জাতীয়তাবোধকে আরও উন্নত করতে পারবে। পরিস্থিতি এবং আবেগ, দুটোই আমি বুঝতে পারছি। তবে বিসিসিআই এবং ভারত সরকার এই মুহূর্তে দেশের জন্য যেটা ভাল বলে মনে করেছেন, আমরা সেই পথেই হাঁটছি।'

Suryakumar Yadav Gautam Gambhir Asia Cup 2025 India vs Pakistan