/indian-express-bangla/media/media_files/2025/09/15/indian-cricket-team-18-2025-09-15-00-50-53.jpg)
দেশের সম্মান রক্ষা করল ভারতীয় ক্রিকেট দল
India vs Pakistan: শেষ হল ভারত বনাম পাকিস্তান লড়াই। ২০২৫ টি-২০ এশিয়া কাপের (Asia Cup 2025) ষষ্ঠ ম্য়াচে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এই ম্য়াচে টিম ইন্ডিয়া (Indian Cricket Team) ৭ উইকেটে জয়লাভ করে। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ক্রিকেট দল ভারতের সামনে ১২৮ রানের টার্গেট দিয়েছিল। টিম ইন্ডিয়া ১৫.৫ ওভারেই ৩ উইকেট হারিয়ে সেই টার্গেট অর্জন করে ফেলে। এই টুর্নামেন্টে টানা দ্বিতীয় ম্য়াচ জিতল টিম ইন্ডিয়া। আগামী ১৯ সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট দল ওমানের বিরুদ্ধে পরবর্তী ম্য়াচ খেলতে নামবে।
পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি টিম ইন্ডিয়া
নিয়ম অনুসারে কোনও ক্রিকেট ম্য়াচের পর দুই দলের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে করমর্দন করেন। এভাবেই দুই দলের মধ্যে সৌহার্দ্য বিনিময় করা হয়। তবে রবিবার (১৪ সেপ্টেম্বর) ম্য়াচজয়ী ছক্কাটা হাঁকানোর পরই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) সোজা ড্রেসিংরুমের দিকে হাঁটা দেন। তাঁর পিছু নেন শিবম দুবেও। এদিকে পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে হারের জ্বালা তো ছিলই। তার উপরে সূর্যের এই আচরণ দেখে অধিনায়ক সলমান আলি আগা কার্যত কিংকর্তব্যবিমূঢ়ের মতো দাঁড়িয়ে থাকেন। অবশেষে ভারতীয় ক্রিকেটাররা হাত মেলাবে না বুঝতে পেরে তিনি এবং তাঁর গোটা দল ধীরপায়ে মাঠ ছাড়েন। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
দেখে নিন ভিডিও
No handshake by Indian team.
— Aman (@dharma_watch) September 14, 2025
Pakistan waited for handshake but India went to the dressing room and closed the doors.
What a humiliation by Indian team 🤣
Belt treatment for Porkis#INDvPAK#IndianCricket#INDvsPAK#indvspak2025#AsiaCupT20#AsiaCup#ShubmanGill#ViratKohli𓃵pic.twitter.com/zXMXZEmiuP
এই ম্য়াচ বয়কটের দাবি উঠেছিল
তবে গত কয়েকদিন ধরেই এই ম্য়াাচকে কেন্দ্র করে ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে প্রবল বিক্ষোভ দেখা গিয়েছিল। গত এপ্রিল মাসে পহেলগাঁও জঙ্গি হানার পর এই প্রথমবার ক্রিকেট ময়দানে ভারত এবং পাকিস্তান মুখোমুখি হল। অনেকেই দাবি তুলেছিলেন যে এই ম্য়াচটা বয়কট করা হোক। এমনকী, পহেলগাঁও জঙ্গি হামলায় নিহতদের পরিবারও এই ম্যাচ বয়কটের দাবি তুলেছিলেন। ফলে ম্য়াচ শুরুর আগেই একটা অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল। অবশেষে ভারতীয় ক্রিকেট দল ম্য়াচটা খেলল। ৭ উইকেটে জয়লাভও করল। কিন্তু, ম্য়াচের পর টিম ইন্ডিয়া স্পষ্ট বার্তা দিয়ে গেল যে খেলা এবং রাজনীতিকে হয়ত এক করা হচ্ছে না। কিন্তু, পহেলগাঁওয়ের যন্ত্রণা আজও গোটা দেশকে কুড়ে কুড়ে খাচ্ছে।
IND vs PAK Asia Cup 2025: ভারতের সামনে 'মওকা-মওকা', এশিয়া কাপে 'খেল খতম' পাকিস্তানের?
দেশ জওয়ানদের জয় উৎসর্গ করলেন সূর্যকুমার
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব বললেন, 'পহেলগাঁও জঙ্গি হানায় নিহতদের পরিবারের পাশে আমরা সবসময় আছি। ওই পরিবারগুলোর জন্য আমরা সহানুভুতি জানাই। আমরা আজকের এই জয়টা দেশের সশস্ত্র সেনাবাহিনীকে উৎসর্গ করতে চাই।' সূর্যের মুখে এই কথা শোনার পর স্টেডিয়ামে উপস্থিত ভারতীয় ক্রিকেট সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us