/indian-express-bangla/media/media_files/2025/09/15/suryakumar-yadav-3-2025-09-15-00-12-05.jpg)
পাকিস্তানের বিরুদ্ধে জয় ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করলেন সূর্যকুমার
India vs Pakistan: অপারেশন সিন্দুরের পর এবার ক্রিকেট ময়দানে পাকিস্তানকে বধ করল ভারত (Indian Cricket Team)। ২০২৫ এশিয়া কাপের (Asia Cup 2025) ষষ্ঠ ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল তাদের প্রতিবেশী দেশকে ৭ উইকেটে দুরমুশ করেছে। ম্য়াচের শেষে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এমন একটা কথা বললেন, যা শুনে গোটা দেশ তাঁকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, পহেলগাঁও জঙ্গি হানায় নিহতদের পরিবারের পাশে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। আর রবিবাসরীয় এই জয়টা দেশের সশস্ত্র সেনাবাহিনীকে তিনি উৎসর্গ করতে চান।
প্রসঙ্গত, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান টস জিতে প্রথমে ব্য়াট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু, ভারতীয় স্পিনারদের সামনে তাঁদের যাবতীয় হাওয়া বেরিয়ে যায়। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা মাত্র ১২৭ রানই করতে পেরেছিল। এই টার্গেট টিম ইন্ডিয়া ৭ উইকেটে হেসেখেলে জিতে নেয়। শুরুটা বিধ্বংসী মেজাজে করেছিলেন অভিষেক শর্মা। তিনি ১৩ বলে ৩১ রান করেন। তিলক বর্মা এবং অধিনায়ক সূর্যও ব্যাট হাতে নজরকাড়া পারফরম্য়ান্স করেন। চলতি টুর্নামেন্টে এই নিয়ে টিম ইন্ডিয়া টানা দ্বিতীয়ে ম্য়াচ জিতল।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এই মহারণের দিনই আবার ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের জন্মদিন ছিল। খেলার শেষে গোটা স্টেডিয়াম তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। জবাবে সূর্যকুমার বললেন, 'পাকিস্তানের বিরুদ্ধে এই গুরুত্বপূর্ণ ম্য়াচটা জিততে পেরে খুব ভাল লাগছে। আর এই জয়টা গোটা দেশের কাছে তাঁর রিটার্ন গিফট।' এই কথাটা বলেই তিনি হেসে ফেলেন।
দেখে নিন ভিডিও:
Well done, Team India! After thrashing Pakistan, the Indian team didn’t even come out to shake hands with the losing side, as is customary.
— Amit Malviya (@amitmalviya) September 14, 2025
The best part: Captain Suryakumar Yadav expressed solidarity with the families of the victims of the Pahalgam terror attack. He dedicated… pic.twitter.com/MlAC8axCGa
সঙ্গে তিনি আরও যোগ করলেন, বাকি আর পাঁচটা ম্য়াচের মতোই পাকিস্তানের বিরুদ্ধেও অত্যন্ত সাধারণ একটা ম্য়াচ হিসেবে খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। এই ম্য়াচের আগে ভারতীয় ক্রিকেট দল মাঠে নামে। প্রতিদিনের মতোই অনুশীলন করেছে। ফলে এই ম্য়াচটাকে তাঁরা আলাদা কোনও গুরুত্ব দিতে চাননি। এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষে তিনি যোগ করেন, 'পহেলগাঁও জঙ্গি হানায় নিহতদের পরিবারের পাশে আমরা সবসময় আছি। ওই পরিবারগুলোর জন্য আমরা সহানুভুতি জানাই। আমরা আজকের এই জয়টা দেশের সশস্ত্র সেনাবাহিনীকে উৎসর্গ করতে চাই।' সূর্যের মুখে এই কথা শোনার পর স্টেডিয়ামে উপস্থিত ভারতীয় ক্রিকেট সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us