Advertisment

কোহলি ফিরলেই বাদ পড়ছেন এই তারকা! যোগ্যতা দেখিয়েও ফের হবেন ব্রাত্য

বিরাট কোহলি ফিরলে প্ৰথম একাদশের বাইরে বসবেন কোন তারকা, তা নিয়ে এখন থেকেই চিন্তা ভাবনা শুরু হয়ে গিয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

প্ৰথম একাদশ বাছাইয়ে টিম ম্যানেজমেন্টের মাথাব্যথা, এমনিতে ভাল লক্ষণ। ভারতীয় দলের প্রথম একাদশ বাছাই তো কার্যত গবেষণার বিষয় বর্তমানে। বিরাট কোহলির হঠাৎ চোটে শুরুর একাদশে প্রত্যাবর্তন ঘটেছে হনুমা বিহারীর। সেই সিডনি টেস্টের পর টিম ইন্ডিয়ার জার্সিতে ফের একবার দেখা গেল বিহারিকে।

Advertisment

আর সুযোগ পেয়েই সদ্ব্যবহার করেছেন অন্ধ্র তারকা। দুই ইনিংসেই তাঁর নামের পাশে ২০ এবং ৪০ নট আউট। তবে কেপ টাউন টেস্টে ফের একবার বাদ পড়তে পারেন তিনি। চোট সারিয়ে প্ৰথম একাদশে প্রত্যাবর্তন ঘটছে কোহলির।

আরও পড়ুন: মরণ বাঁচন তৃতীয় টেস্টে কি থাকছেন কোহলি, হারের পরেই বড় আপডেট রাহুলের

বিহারির ভরসা জোগানোয় চাপ আরও বেড়েছে অজিঙ্কা রাহানে এবং চেতেশ্বর পূজারার ওপর। দুজনেই বহু ম্যাচে ফর্মে নেই। তবে ওয়ান্ডার্সে দ্বিতীয় ইনিংসে দুজনেই হাফসেঞ্চুরি করেছেন অবশেষে। এমন অবস্থায় কোহলি ফিরলে কাকে বসানো হবে, তা নিয়ে নতুন করে হিসাব নিকেশ করা শুরু হয়ে গিয়েছে। কোহলির কার জায়গায় ফিরবেন রাহানে-পূজারার মধ্যে একজন নাকি হনুমা বিহারি, তা নিয়ে চর্চা তুঙ্গে।

আরও পড়ুন: দায়িত্বজ্ঞানহীন শটের খেসারত, পন্থের ওপর কি ক্ষুব্ধ দ্রাবিড়! প্রকাশ্যে জানালেন নিজেই

রাহানে-পূজারার হাফসেঞ্চুরি কি যথেষ্ট?

দ্বিতীয় ইনিংসে পূজারা-রাহানে যেভাবে কাউন্টার এটাকে হাফসেঞ্চুরি করে দলকে লড়াইয়ে রেখেছিলেন, তা যথেষ্ট প্রশংসনীয়। তবে জোড়া হাফসেঞ্চুরিও কিন্তু দলকে উদ্ধার করতে পারেনি। বরং কঠিন পরিস্থিতিতে ডিন এলগার যেভাবে ৯৬ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে ফিরলেন, সেটাকে জো'বার্গ টেস্টের টেমপ্লেট মানা হচ্ছে। এলগার টেক্কা দিয়েছেন পূজারা-রাহানেকে।

সেই দৃষ্টিভঙ্গিতে বলা যায়, রাহানে-পূজারা হাফসেঞ্চুরি করেও বড় স্কোরে টানতে পারেননি নিজেদের। দুজনের কেউ একজনও যদিও সেঞ্চুরি করতেন, তাহলে ম্যাচের ফলাফল আলাদা হতে পারত। দুজনে যে দলকে নিরাপদ স্কোরে পৌঁছে দিতে পারেননি, সেকথা বলাই যায়। অভিজ্ঞ হয়েও সেই সুযোগ হাতছাড়া করেছেন দুজনে।

আরও পড়ুন: পন্থকে বাঁশ দিয়েছেন দ্রাবিড়! তারকাকে নিয়ে ফের বিষ্ফোরক গাভাসকার

এখন লাখ টাকার প্রশ্ন হল, স্রেফ হাফসেঞ্চুরি করেই কি নিজেদের জায়গা আরও মজবুত করে ফেললেন রাহানে-পূজারা!

বিহারিকে কি আবার বাদ পড়তে হবে?

দ্বিতীয় ইনিংসে পূজারা-রাহানের হাফসেঞ্চুরির মত আলোচিত নয় বিহারির অপরাজিত ৪০। তৃতীয় দিন ওয়ান্ডার্সের চ্যালেঞ্জিং পিচে বিহারী একপ্রান্ত আটকে রাখলেও অন্য প্রান্ত থেকে অবশ্য উইকেট পতন অব্যাহত থাকে। টিম ইন্ডিয়া মাত্র ২৬৬ রানে অলআউট হয়ে যাওয়ায় বিহারী হাফসেঞ্চুরি পর্যন্তও পৌঁছতে পারেননি।

পরিস্থিতির বিচারে কেপ টাউনে পূজারা-রাহানে অবশ্য জায়গা হারাবেন না সম্ভবত। কোহলি ফিরলে হনুমা বিহারীকে ফের একবার বাইরে চলে যেতে হবে হয়ত। ধারাবাহিকভাবে সুযোগ পেয়ে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারলেও বিহারীর ঘাড়েই হয়ত কোপ পড়বে।

কারণ টিম ম্যানেজমেন্টের আস্থা পুরোটাই রয়েছে পূজারা-রাহানের পাশে। জো'বার্গ টেস্টের প্ৰথম ইনিংসের ব্যর্থতাতেও তাই দুজনে থাকছেন বহাল তবিয়তে। এক বছরের ব্যবধানে জাতীয় দলে সুযোগ পেয়ে যোগ্যতা দেখিয়েও জায়গা হারাতে হবে হনুমা বিহারিকে। এর পরে আবার কবে খেলবেন, তার কোনও ইঙ্গিতও নেই।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Cricket Team Ajinkya Rahane Indian Team Virat Kohli
Advertisment